![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
অপার্থিব পৃথিবী যা সময় বুঝে নিজের রঙ পাল্টায়,
কাউকে বুঝতে না দিয়ে।
আর লৌকিকতা সে নিজে যে অজ্ঞতা গুটিয়ে রেখেছে,
তা তোমাকে স্পর্শ না করুক।
মহান আত্মা! বরং চলো আজ রাতে বদলে ফেলবো
সভ্যতার শেখানো সব মেকি বুলি।
এরপর নীলিমায় সাদা রঙ বক উড়ে লীন হয়ে গেলে
শিশুরা অবাক হবেনা বিস্ময় নিয়ে।
পুকুরের প্রতিবিম্বে কল্পিত ছায়ায় যুবকের দেখা নারী,
সুন্দরের বন্দনায় থাকবেনা "ফর্সা"।
অপার্থিব পৃথিবী ছাড়িয়ে চলো আজ আমরা দুজন মিলে
লৌকিকতারে শুদ্ধ করি সত্য স্পর্শে।
©somewhere in net ltd.