![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
আমাদের আলোগুলো নির্লিপ্ত, নিভে গেছে।
হারিয়েছে সূর্য তার সুদীপ্ত সকালের গান।
স্নিগ্ধ কবিতা আজ নতশির হয়েছে লজ্জায়।
কবির দু-হাতে যারা পরিয়ে দেয় হাতকড়া
সবচাইতে নির্বোধ, অজ্ঞানী, হিংসুক তারা।
ওদের ফিরাবে কে? হিংস্র শয়তানের দোসর।
বখে যাওয়া রাষ্ট্রের পরগাছা সমাজপতিদের আজ
যদিও ফিরিয়ে দেই সব অন্যায়, অপমানের শোধ
তবেই কি মুছে যাবে সব গ্লানি আর অপরাধ বোধ?
অযথা কালক্ষেপণ না করে তাই? জানেন তো!
লাজ-লজ্জার ব্যাপারটা ওদের মধ্যে আজকাল
আর সত্যি বলতে এক-আধটুকুও অবশিষ্ট নেই।
তাই অদৃশ্যের কাছে প্রার্থনা নিষ্ফল, প্রতি রাতে
আরেকটি শুদ্ধ বচন। মহান আত্মারে পৌঁছে দিও প্রভু
পৃথিবী আজ তাকিয়ে শুধু তোমার প্রেরিত পথের দ্বারে।
©somewhere in net ltd.