![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
ঘুম থেকে জেগে দেখি, পুরাতন সভ্যতার মতো পাল্টে গিয়ে
পৃথিবী আর আগের অবস্থায় নিথর কিংবা নিশ্চল দাঁড়িয়ে নেই।
সকাল হয়েছে অনেকক্ষণ, পূর্বের দুর্দান্ত কোন এক প্রতাপশালী
রাজার রথ চুরি করে কিছুক্ষণ হলো সূর্যটাও ফিরে এসেছে।
মানুষ ছুটছে, আরেকটা দিন বেশি বাচার প্রচণ্ড লোভ জন্মায়
গতরাতেও হারিয়ে গেছে কিছু প্রিয় জীবন, ওরা আজ অস্তিত্বহীন।
ঘুম থেকে জেগে দেখি, আয়নার সামনের আমাকে অচেনা লাগে।
অপ্রতিরোধ্য কষ্ট হয়, জীবনের বিবর্তন মানতে চায়না কোন মন।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪
একজন দার্শনিক বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
ময়নামতি বলেছেন: ধন্যবাদ নিউ ব্লগার সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
আপনার লিখা ভাল হয়েছে।
আশা করি আরো নতুন নতুন লিখা নিয়ে ব্লগ জগতকে সমৃদ্ধ করবেন।