![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
ওরা যে ভাই! মুক্ত মাঠে আকাশ দেখা ছেলে,ওদের সাথে লড়তে যেওনা।
ওদের আছে বৃষ্টি ভেজা কাদায় মাখা শরীর।
তোমার বেলায় সর্দি হবে, জ্বর আসবে, মা বকবে, হাজার কিছু নিষেধ আছে।
তাই বলছি, ওদের তোমায় প্রতিপক্ষ ভাবতে দিওনা।
ঐ ছেলেরা মিথ্যে বলে ,বাবার পকেট মারতে যানে, হর-হামেশাই অবাধ্যতা।
তুমি ভদ্রজনের ছেলে, এসব কিছু তোমায় মানায় না।
তোমার চোখে চশমা সাঁটা, অন্যরা তাই তোমার হয়ে রাতের বেলা স্বপ্ন দেখে ।
ওদের আছে সপ্নপুরী, মেঘের রাজা, রাত বাড়লে দুষ্ট চাঁদের বুড়ি।
শুনছো তুমি! ওদের মতো একলা একা সপ্তলোকে দুঃসাহসিক উড়তে চাওয়ার চেষ্টা।
তোমার জন্য ধৃষ্টতা হয়, ভুল করেও ওদের মত বাচাতে চেওনা।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭
একজন দার্শনিক বলেছেন: ধন্যবাদ ।
সামু এতো নীরব কেনো ইদানিং ?
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
জেনো বলেছেন: 'আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল'
ভাইজান এই কথাটা ঠিক বুঝতে পারলাম না।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭
একজন দার্শনিক বলেছেন:
এটা দার্শনিক রেনে দেকার্তসের একটি উক্তি। অন্তত এই একটি বিষয়ে কোন লোকই দ্বিমত পোষণ করতে পারবে না। আর আমি যেহেতু অস্তিত্বশীল এই একটি সত্যকে আশ্রয় করে তিনি অনেক কিছুকে সত্য প্রমাণের চেষ্টা করেছিলেন। তাকে আধুনিক দর্শনের জনক বলা হয়। তিনিই প্রথম একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে দর্শন চিন্তা করেছিলেন।
সামু এতো নীরব কেনো? কমেন্টই পাইনা। আপনাকে এই মন্দার দিনে কমেন্ট করে নিজের অস্তিত্ব প্রমানের জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
জেনো বলেছেন: চিন্তা করার সংগে অস্তিত্বের সম্পর্ক কি?
চিন্তা মানে কি?
অস্তিত্ব মানে কি?
আমি এই ব্যাপারটাই বুঝতে চাচ্ছিলাম।
.....
৫৭ ধারার সুফল মনে লয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১
মামুন রশিদ বলেছেন: সুন্দর!