![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগন্তুক এই পৃথিবীতে তুমি আর আমি কে?
কখনো পাবেনা তুমি ছায়াহীন রোদের এমন
আর কোন শহরের দেখা।
পৃথিবীর অনন্য পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা
প্রতিটি বিপরীত শব্দের মতন।
আমাদেরো আজ শুধু প্রথম ভালোবাসা শেষে
অনাগত নিখাদ ঘৃণা, দীর্ঘশ্বাস।
এখন হয়তো তুমি দেয়ালের নীল খসে আসা চুনে
বৃষ্টির শব্দ ভেবে লুকিয়ে কাঁদো।
আর আমি শীতের বৃদ্ধ চোখে দ্বিতীয় স্বপ্নের খোজে
ব্যস্ত, ভুলে থাকি নিজেকে।
সেই স্বপ্নের নগরী আমিও আর পাবোনা জানি,
ছায়াহীন রোদের আলো গোনা।
আমদের যুগলবন্দী পুরাতন কল্পনা, নষ্ট ঘড়ির মতো
থেমে গেছে সেই কবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পড়লাম।