| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Masuk
অামি একজন ব্যর্থ মানুষ। জীবনে কখনো সফলতার স্বাদ পায়নি। জীবনে যা চেয়েছি তার বিপরীতটাই পেয়েছি। এর পর থেকেই হতাশা অামাকে গ্রাস করে। হতাশা থেকে মুক্তির জন্য ঘুরেত থাকি। হতাশা থেকে মুক্তি পাই না। কেউ অামাকে হতাশা থেকে মুক্তি দিতে পারে না। অামি নিজেকে ও হতাশা থেকে মুক্ত করতে পারছিলাম না। সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে খেঁাজেছি এক মুঠো শান্তির অাশায়। হতাশা থেকে মুক্তির অাশায়। কেউ অামাকে মুক্তি দিতে পারে নি। মুক্তি অামি শেষ পর্যন্ত পাই। মুক্তি পাই বই থেকে। প্রচুর বই পড়তে থাকি হতাশা থেকে মুক্তির জন্য। কবিতা, গল্প, উপন্যাস, নাটক সব। সাহিত্যর সব জায়গায় বিচরণ করতে থাকি। এভাবেই চলে অনেক বছর। এর পর থেকে নিজের মনেই অাসতে থাকে কিছু সৃষ্টি করার। নতুন কিছু সৃষ্টি করার। নতুন কিছু সৃষ্টি থেকেই কবিতা, গল্প, উপন্যাস, নাটক লেখা শুরু করি। যা অামাকে হতাশা থেকে মুক্তি দেয়। এখানে ও জানি সফলতা পাব না। ব্যর্থতা যাকে ঘিরে ধরে সে সফলতা পায় না। অামি ও পাব না। অনেক লেখি। কোন লেখা বই অাকারে প্রকাশ পায় না। কোন লেখা থেকে জীবন বাঁচানোর জন্য এক কাপ চায়ের পয়সা ও অাসে না। লেখক হিসেবে ও স্বীকৃতি মিলে না। যাক কিছু না হোক হতাশা মুক্ত হোক
বিশটা প্রহর
কামরুল হাছান মাসুক
জীবনের বিশটা প্রহর পার করেছি
ছয়টি প্রহর কেঁটেছে ঘোরে
তিনটি কেঁটেছে অজানা নিঃশ্বাসে।
বাকি প্রহর দেখতে দেখতেই চলে গেছে।
যখন বিশটা প্রহর পূর্ণ হল
জীবনের মাঝে ভীষণ একটা পরিবর্তন আসল।
ভালবাসা, নিরাপত্তা, জীবনবোধ জাগ্রত হল।
কাউকে ভালবাসতে ইচ্ছে হল
জীবনটাকে আমোদ-প্রমোদে নাচাতে মন চাইল।
ভবিষ্যতের ভীত্তি গড়তে কি করা যায়
তা জানতে ইচ্ছে হল।
যে কোন ঝুঁকি, ভয়াবহ অভিযান
অজানার উদ্দেশ্য পাাড়ি দিতে মন চাইল।
বক্তিতা দিয়ে সবাইকে কাঁপাতে ইচ্ছে করল।
নিজেকে সবাই যেন চিনে সেই জন্য
জনগণের কাছে নিজের প্রতিভা উন্মোচনের জন্য
রক্তে খুলি খেলল।
জীবনে ভীষণ একটা পরিবর্তন সূচিত হল।
কসবা, বি-বাড়ীয়া।
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
Masuk বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
পিচ্ছি ছেলে বলেছেন: সুন্দর +