নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচিত্র এ পৃথিবীর আরো কিছু অজানা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। (প্রথম পর্বের পর)
# বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।
.
# আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।
# ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।
# আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।
# পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।
# আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।
# ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।
# মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না । তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে তিনটি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।
#একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
# অ্যালবার্ট আইনস্টাইনের মতে, যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে।
# যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।
# মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।
# আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।
# আপনার মতো চেহারার প্রায় ৬ জন মানুষ রয়েছে পৃথিবীতে এবং আপনার পুরো জীবনে প্রায় ৯% সম্ভাবনা রয়েছে আপনার চেহারার কারো সাথে দেখা হওয়ার।
# শারীরিক কাজ করার সময় গান শোনা আপনার কাজ করার উদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ।
# পৃথিবীর সবচেয়ে বড় চকোলেট বারের ওজন ৫৭৯২ কেজি ।
# আলাস্কার ৮০% প্রাপ্ত বয়স্ক নিজ অঙ্গ দানের জন্য নিবন্ধিত। আর নিউইয়র্কে এ সংখ্যা ১২%
# ক্যাফেইন যুক্ত এক কাপ কফি আপনার দেহের রক্ত চলাচল বৃদ্ধিতে সহায়ক।
# পৃথিবীতে দৈনিক প্রায় সোয়া দুই বিলিয়ন কাপ কফি পান করা হয় ।
# খুব লম্বা কিংবা বেশি মোটা মায়েদের কর্তৃক একত্রে একের অধিক শিশু জন্ম দেয়ার সম্ভাবনা বেশি।
# অস্ট্রেলিযায় আপনি চাইলে বিয়ারের সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন ।
আজ এ পর্যন্তই।
(চলবে)
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
পিট পলাশ বলেছেন: তাহলে আজ থেকে ডান চোয়ালে জাবর কাটার চেষ্টা করুন। হা হা ........
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭
পিট পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
খোলা মনের কথা বলেছেন: সবগুলো পয়েন্ট সুন্দর হয়নি। কিছু ব্যাপার অতি নিন্মমানের লজিক মনে হয়েছে।
যাইহোক চালিয়ে যান সবগুলো ভাল হতে হবে এমনতো কোন কথা নেই। যেগুলো ভাল লাগবে সেগুলো গ্রহন করবো......
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০
পিট পলাশ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মারুফ তারেক বলেছেন: ভালো লিখেছেন,
শুভকামনা রইল।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০
পিট পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি কম-বুদ্ধিমানদের গবেষণার ফলাফল
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪২
পিট পলাশ বলেছেন: অসম্ভব কিছু নয়। আমার মত কিছু মাথামোটা বেকারদের সময় কাটানোর খোরাক হিসেবে হয়ত এই গবেষণা করা হয়েছিলো।.....
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কয়েকটি পয়েন্ট অতিরঞ্জিত, অপর্যাপ্ত গবেষণার ফল এবং ভুল।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
পিট পলাশ বলেছেন: গবেষণায় ভুল থাকলে আমার দোষ নেই। কারণ এই গবেষণায় আমি জড়িত ছিলাম না। আর জরিপের ফলাফল স্থান, কাল, পাত্রভেদে প্রায়ই হেরফের হয়।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
পিট পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
দিমিত্রি বলেছেন: আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%[/si
ব্যাপারটা এভাবেও বলা যায় দিনের ১১ ঘন্টা বাসে না কাটালে আগামী ৩ বছরের ভেতর মৃত্যুর সম্ভাবনা ৫০%.
পুওর লজিক
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২
পিট পলাশ বলেছেন: এভাবেও হতে পারে যে- ধরুন, আপনি দিনের ২৪ঘন্টার মধ্যে কোন কায়িক পরিশ্রম করেন না । এর ফলে ১১ ঘন্টা শুধু বসে থাকেন । এর পরে হয়তো ৫-৬ ঘন্টা ঘুমান । তো ৩ বছর এরকম ভাবে কোন রকম কায়িক শ্রম না করার ফলে আপনার মৃত্যুর সম্ভাবনা ৫০% হবে । আর যদি আপনি কায়িক পরিশ্রম করেন তাহলে এই বসে থাকা জনিত কারণে আপনার মৃত্যুর সম্ভাবনা কমে যাবে।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
আবু মুছা আল আজাদ বলেছেন: ভালই লাগল
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
পিট পলাশ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১
ধ্রুবক আলো বলেছেন: পরের পোষ্টর জন্য অপেক্ষা রইলো...
শুভ কামনা
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
পিট পলাশ বলেছেন: ধন্যবাদ।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: তথ্যসুত্র?
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১
পিট পলাশ বলেছেন: বেশিরভাগ তথ্য দিয়েছেন গুগল মহাশয়।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০০
সোহানী বলেছেন: # আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%...
তাহলে তো আমি ইতিমধ্যে মারা গেছি। কারন আমি দিনে রাতে গড়ে ১৮-২০ ঘন্টাই বসে কাটাই.... হাহাহাহাহা আমার ভুত তাহলে ব্লগিং করছে।
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
পিট পলাশ বলেছেন: বেঁচে থাকার ৫০% সম্ভাবনাও যে বাকি আছে। তাই আপনি নিজেই ব্লগিং করছেন, আপনার ভূত নয়।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক কিছু জানলাম । ধন্যবাদ
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
পিট পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
আলগা কপাল বলেছেন: # একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
আলগা কপাল বলেছেন: # একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
আলগা কপাল বলেছেন: # একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
আলগা কপাল বলেছেন: # একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
আলগা কপাল বলেছেন: # একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
একটি সম্পূর্ণ গাঁজাখুড়ি তথ্য।
২০*৩৬৫ দিন =৭৩০০ প্রজাতির আপেল আছে পৃথিবীতে, আমি বিশ্বাস করি না।
না ঘুমিয়ে মরার জন্য ৭-৯ দিনই যথেষ্ট, ১১ দিনের প্রয়োজন নেই।
আমার চেহারার ৬ জন মানুষ আছে পৃথিবীতে, এটা সম্পূর্ণ গাধার মস্তিষ্কজাত। আর দেখা হওয়ার সম্ভাবনা ৯% এটা কিভাবে নির্ণয় করলেন?
জেনেটিক্স বা বংশগতি সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই।
একই বাবা মায়ের যমজ সন্তান ছাড়া ৭৫% কাছাকাছি চেহারারও কেউ নেই পৃথিবীতে।
মানুষের মস্তিষ্কের তথ্য ধারণক্ষমতা আপনি জানেন? উইকিপিডিয়ায় কতটুকু তথ্য আছে জানেন? কিভাবে নির্ণয় করলেন মানুষের মস্তিষ্কের ধারণক্ষমতা উইকিপিডিয়ার ৫ গুণ?
আরো অসংগতি আছে। সময়াভাবে লিখলাম না।
২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
পিট পলাশ বলেছেন: আমার নিজের জীবনে আমার চেহারার ৫ জন মানুষের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয়েছে এবং এদের মাত্র ১ জন ব্যতীত কারো সাথে আমার কোন রকম আত্বীয়তাও নেই। এদের মধ্যে একজন আমার কলেজের শিক্ষক ছিলেন। স্যার এবং আমার চুল আচঁড়ানোর স্টাইল পর্যন্ত এক ছিল। প্রথম যেদিন স্যার কলেজে আসেন সেদিনও আমাদের চুল একই স্টাইলে আঁচড়ানো ছিল ।কলেজে আমাদেরকে পরস্পরের ফটোকপি বলা হতো।
তবে একই চেহারার এই বিষয়টা নিয়ে অনেক মত বিরোধ আছে। ৯% এর ব্যাপারটা আমি নির্ণয় করিনি।
মানুষের মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা পুরোপুরিভাবে অসম্ভব। আপনি বা আমি মস্তিষ্কের ১৫% ও ব্যবহার করতে পারব না। আর উইকিপিডিয়ার তথ্য ভান্ডার দিন দিন বড় হবে। এখানে একটি তুলনা তুলে ধরা হয়েছে মাত্র। আপনি বা আমি কেউই নিশ্চিত হয়ে বলতে পারব না যে মানুষের মস্তিষ্ক ৫ গিগা তথ্য ধারণ করতে পারে।
গুগল মহাশয়ের মতে, পৃথিবীতে আপেলের প্রজাতি সংখ্যা প্রায় ৭৫০০। অর্থাৎ, আপনি যে হিসেব দেখিয়েছেন তার চাইতেও প্রায় ২০০ বেশি । এক আমেরিকাতেই আপেল প্রজাতি আছে প্রায় ২৫০০। সমগ্র পৃথিবীতে এই সংখ্যা প্রায় ৭৫০০। এর মধ্যে ১০০ প্রজাতির আপেল বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয়।
শিশুর উচ্চতা নির্ধারণ এর ব্যাপারে গুগল মহ্শয় বলেছেন,একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার দেহের বডি ফ্যাট নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।
গুগল মহাশয়ের মতে, না ঘুমিয়ে মানুষ ১১ দিন বেঁচে থাকতে পারে।
আর ভাই আমি সবজান্তা নই। ভুল-ভ্রান্তিগুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমি ডানহাতি কিন্তু জাবর কাটি বাম চোয়ালে।