![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোমার অপূর্ণতা, পূর্ণতার চেয়ে বেশি হয়, তাহলে বুঝে নিও তুমি জীবনটাকে যাপন করছ। আর যদি পূর্ণতার পাল্লা ভারী হয়, তবে বুঝে নিও তুমি জীবনটাকে যাপন করে ফেলেছ। -কলিকালের কালপ্রিট If your unfilled desires are more than your achievement, you realize that you are still living your life. If your achievements are higher than your unfilled desires, you realize that you have already been lived your life. ---Kolikaler Culprit
আজ আমার নেইতো লাজ-শরমের কোন বালাই
যেই মা মানুষ করলো, তার বুকেতে ছুরি চালা।
স্বদেশ প্রেমে জেগে উঠে, জাতীয় সঙ্গীত গাইতে এসে
পতাকাকে রাখি পায়ের তলায়।
কারো কারো পকেট ভরলো কোটি টাকায়।
ওমা তোকে মেরে লাথি, মানুষকে প্রেমের বাণী শোনাই।
আমরা তোমার সোনার ছেলে, ব্যবস্যাটা ভালই বুঝি
সাইন বোর্ড ঝুলাই তোমার গলায়, মা আমার বড়ই ঋণী
করতে হবে দেশের সেবা, পরের কাছে হাত পাতি,
যখন আমার পকেট যাই ভরে, দেশ সেবাটা শিকেই রাখি তুলে।
স্বদেশপ্রেম, সেতো আজ রূপকথা
ক্ষুধা আমার বড় বেশি, অন্যরে শোনাই নীতিকথা।
সবাই দেশের সেবা করো, দেশ আমাদের মা।
এই ছেলেকে জন্ম দিয়ে, কি পাবি মা বলতে পারিস?
এদের বিবেক কোথাই বল মা, তবু তাদের আদর সোহাগ করিস?
মা তুই এতো অবুঝ কেন, মাতৃপ্রেমে অন্ধ কেন?
আমাদের কেন বাঁচিয়ে রাখিস?
©somewhere in net ltd.