![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল সম্ভবত আমার জীবনের খুব বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি।আমার অ্যাকাডেমিক লাইফ এবং ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত।আমি প্রাচ্যের অক্সফোর্ড,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো কিনা সেই সিদ্ধান্ত।সবচেয়ে বড় দ্বন্দ্বের জায়গা যেটি সেটি হচ্ছে আমি বুয়েট ছেড়ে দেব কিনা পছন্দের সাবজেক্টের আশায়।আমার কেন যেন মনে হচ্ছে আজকে রাতে আমার এই মুহুর্তের চিন্তাভাবনাগুলো লিখে রাখা উচিত কোথাও।হয়তো বছরে কয়েক পরে যদি কখনো ফিরে দেখতে ইচ্ছে হয় সুবিধা হবে।
আমার ছোটভাই খুব ছোটবেলায় হলুদ রঙের ট্যাক্সিক্যাবের ড্রাইভার হতে চাইতো।আরেকটু বড় হয়ে সে বললো সে হলুদ রঙের ট্রাকের ড্রাইভার হবে।আমার মা হতাশার হাসি দিয়ে বললেন,যাক তাও ভাল।আমার ছেলেটার দিনদিন বড় জিনিসের প্রতি নজর যাচ্ছে।সেই ছোটভাই এখন ক্লাস ফাইভে পড়ে।এখন কেউ জখন তাকে গাল ধরে টান দিয়ে জিজ্ঞেস করে,বাবা তুমি বড় হয়ে কি হতে চাও?সে খুব সুন্দর করে উত্তর দেয়,আঙ্কেল আমি ফুটবলার হব!সামনে উপস্থিত আঙ্কেল কিংবা আন্টির চোখ কিছুক্ষণের জন্য কপালে উঠে যায় এবং কিছুক্ষণের মধ্যে তারা তাকে সামলে নিয়ে দ্বিতীয় প্রশ্ন করেন,বাবা তুমি ফুটবলার হয়ে কি করবে?আমার ভাই অত্যন্ত ধৈর্যের সাথে উত্তর দেয়,ফুটবলার হয়ে বাংলাদেশ জাতীয় দলে ফুটবল খেলবো।বাংলাদেশকে বিশ্বকাপে উঠাবো।আঙ্কেল বা আন্টি আরও একবার চোখ কপালে তুলে ফেলেন এবং পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে তাদের মোক্ষম অস্ত্রটি ঝাড়েন,বাবা কিন্তু ফুটবলারদের তো টাকাপয়সা নাই অথবা বাংলাদেশে তো ফুটবলের কোন ভবিষ্যত নাই!আমার ছোটভাই এই পর্যায়ে এসেও বেশ শান্তস্বরে জবাব দেয়,আমি ভাল খেলে ফুটবলের ভবিষ্যত বানিয়ে দেব!এই পর্যায়ে এসে আমার জীবনের অনেকটুকু দেখে ফেলা বাবা মা হতাশ ভঙ্গিতে মাথা নাড়েন এবং সামনে উপবিষ্ট আঙ্কেল বা আন্টিকে বলেন,কিছু মনে করবেন না ভাই/ভাবি আমার ছেলের মাথাটাই একটু খারাপ!ক্লাস ফাইভে পড়া একটা বাচ্চার মাথায় হাত রেখে তার মাথা খারাপ প্রমাণ করার এই চক্রান্ত যুগ যুগ ধরে আমাদের বাবা মায়েরা করে আসছেন।তাই বাংলাদেশে আর কেউ ফুটবলার হতে চায় না,সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়!
আমি কোনদিন গাড়ির ড্রাইভার হতে চাইনি,ফুটবলার হতে চাইনি এমনকি চকলেটের দোকানদারও হতে চাইনি!আমি ছোটবেলায় হার্ভার্ডের সায়েন্টিস্ট হতে চাইতাম।হার্ভার্ডের সায়েন্টিস্ট হওয়া কি জিনিস তখন আমার বোঝার কথা না,সম্ভবত পত্রিকার পাতায় কোন হার্ভার্ড পড়ুয়াকে দেখে এই ভূত মাথায় চেপেছিল।একটু বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাইলাম।এবং আমি আমার স্কুলজীবন পুরোটাই পার করেছি বিজ্ঞানী হবার স্বপ্নে,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে।আমি তখনো শুনেছি মানুষ আমার পিওর ফিজিক্স পড়ার ইচ্ছা শুনে বলতো,পিওর ফিজিক্স পড়ে করবাটা কি শুনি?কলেজের মাস্টার হবা?এইসব শুনতে শুনতেই একসময় ইচ্ছা বদলে গেল।মনে হল বুয়েটেই পড়তে হবে।বুয়েটে পড়া ছাড়া বাঁচবো না ধরনের মনোভাব অনেকদিন ছিল।এইবার বাবা মা,পাড়া প্রতিবেশি আনন্দে হাততালি দিল,বাহ মেয়ে তো বুদ্ধিমান হইসে! মেয়ের লাইফ তো তাইলে সেট।সেই ইচ্ছা সম্ভবত বদলাতো না যদি না আমি কলেজে উঠে প্রোগ্রামিং এর স্বাদ পেতাম।কোডিং আর প্রবলেম সলভিং এর দুনিয়া দেখে মনে হল,আরে আমি তো এটাই খুজছিলাম!সবসময় মাথা খাটানোর জিনিস পাওয়া যাবে,চিন্তাভাবনাকে কাজে লাগানো যাবে,মাথাটাকে ব্যস্ত রাখা হবে!সেই থেকে ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার।নেশা পেশা এক হয়ে যাওয়ার মত আনন্দ আর নাই!এবং আমি ঘোষণা দিয়ে দিলাম বাসায়,পৃথিবীর যে প্রান্তে আমি কম্পিউটার সায়েন্স পাব আমি সেখানেই পড়বো!তার জন্য বুয়েট যদি ছাড়তে হয় তো তাই সই!এবং সম্ভবত এটাই হতে চলেছে।আমি কেবলমাত্র মেডিকেল,বুয়েট এবং ঢাবিতেই পরীক্ষা দিয়েছিলাম এবং ভাগ্যক্রমে তিন জায়গায়ই আমি চান্স পেয়েছি।কিন্তু ভর্তি পরীক্ষা নামক তিন ঘন্টার যুদ্ধে দুইটা অঙ্ক কম আন্সার করার শাস্তিস্বরূপ আমি বুয়েটে পেয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।কআমার সামনে একমাত্র অপশন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কিন্তু সেখানেও সুযোগ পাওয়াটা এখনো নিশ্চিত নয়!
আচ্ছা কি হবে কাল আমি যদি ঢাবিতে সিএসই না পাই?এক হতে পারে আমি বিষণ্ন মুখে বুয়েটে ভর্তি হব এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো কাঠখোট্টা একটি বিষয়ে পড়ে ফেলবো।এবং প্রোগ্রামিং এর প্রতি ভালবাসাকে চিরতরে মাটিতে পুতে ফেলবো।অথবা...অথবা আমি চার বছরে নিজেকে ভবিষ্যতে সিএসই সম্পর্কিত বিষয়ে পড়ার জন্য যোগ্য করে তুলবো।(আমি যদিও জানি না সেটা কিভাবে!কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ একটা ভয়ংকর সাবজেক্ট।ব্যাপক তার পরিধি।)অথবা মনেপ্রানে নিজেকে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে মেনে নেব।আমার ফিজিক্সের কিছু বিষয় অসহ্য লাগে।এবং দুর্ভাগ্যক্রমে সেগুলোই সম্ভবত মেকানিক্যালের মূল বিষয়!
আমার ভাইয়ের এই খ্যাপাটে ইচ্ছার জন্য যখন সবাই তার দিকে বড় বর চোখ করে তাকায় আমি তখন তার কানে গিয়ে ফিসফিস করে বলি,মন খারাপ করিস না।বড়দের কাজই হচ্ছে বড় বড় চোখ করে তাকানো।বড়দের বড় চোখ দেয়াই হইসে এইজন্য!কারণ আমি জানি আমার ভাই যদি আমার মত বিজ্ঞানীও হতে চাইতো তাতেও তাদের তাকানো বন্ধ হতো না!এমনকি আমি কাল বুয়েটে ভর্তি না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্টের লোভে ভর্তি হয়েও যাই,তারা তাও আমার দিকে বড় বড় চোখ করে তাকাবে এবং বলবে,মেয়েটা কি ভুলই না করলো!এই ব্যাপারটা সম্ভবত লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ পর্যায়ে চলে গেছে।পৃথিবীতে খুব কম মানুষই সম্ভবত আছে যারা নিজের পরিবারকে খুশি করে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে।যারা করে তারা সাহসী!বাকিদের বেশিরভাগ কেই বিয়ের পরে প্রেম হবে এই আশায় আমার মত নিরূপায় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হয়!কিন্তু যদি না হয়!তাহলে হয়তো বছরে সাতেক পড়ে আমি একজন বুয়েট পাস করা একজন সফল ব্যাঙ্কার হব!
সম্ভবত আমার এই লেখাটি দেখে নিজের অজান্তেই একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
পিয়েটা বলেছেন: Thank you for your inspirational comment. I don't know whether my future will be shiny as a diamond or not, but I'm sure If i today choose a decision with my heart, I will never regret.
Keep me in your prayers. Thank you.
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৫
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম @ ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
পিয়েটা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
বনলতা-সেন বলেছেন: সিএসই যদি আপনার প্যাশন হয় তাহলে আপনার সিএসই ই পড়া উচিৎ! এর ওপর আর কোন কথা নেই। প্যাশনের জন্য মানুষ কত কি করে। শাহজালাল ভার্সিটির গর্ব অমিক বিক্রম দেব বুয়েট ছেড়ে এসে শাহজালালে ফিজিক্স পড়ছিলেন। ভাবতে পারেন? পিউর ফিজিক্স। কারন তার প্যাশন ছিল। সে এটা পড়ে কিছু করতে চেয়েছিল!! এবং সে নাসায় গবেষক হতে পেরেছিল!! So fo after your passion… And all the very best
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
_চিন্তাবিদ বলেছেন: You are welcomePiyeta . I believe you have already chosen your subject and institution for academic career
in the best way you could.
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
রুদ্র জাহেদ বলেছেন: উজ্জ্বল ভবিষ্যৎ! আন্তরিক শুভকামনা জিনিয়াস আপুনির জন্য
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
_চিন্তাবিদ বলেছেন: At first Congratulations!!!!!!!!!!
Secondly ... You made 3 the most expected institution available for you to get in. You killed
admission test ghost. Now it's time to chose what you are gonna do. And you are in confusion.
Lets give yourself a test for fun.....
To choose your academic career.. To make your yourself really happy about your decision...
Let yourself be kind to your family's decision or dream about you...
Let yourself be passionate about your own dream... carefully ask yourself
Question 1. Do you know what I "like" to do? What I "want" to do?
Question 2. And do I know what I "don't like" to do? And I don't wanna do.
You are about to start a new life. You know what should come into your mind at first "Enjoy".
And it will be. Believe me. Just get into anywhere you feel like and go with it. I'm jealous your
future is shining bright like a diamond...