![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা-১.পাটুরিয়া ফেরিঘাট।ফরিদপুরের পথে আমাদের গাড়িবহর। আমাদের তিনটা প্রাইভেট কার পরপর লাইনে আছে ফেরিতে ওঠার অপেক্ষায়। পাশের লেনে একটা মালবাহী কাভার্ড ভ্যান দাড়ানো। বেশ দ্রুত হর্ন বাজানো দেখে বোঝা যাচ্ছিল যে তার তাড়া আছে। হঠাৎ কাভার্ড ভ্যানটা দ্রুতগতিতে এগিয়ে এল। ফেরিঘাটের উচুনিচু পথে টাল সামলাতে না পেরে কাত হয়ে পড়লো পাশের গাড়িগুলোর ওপর। আমার গাড়িটা ঠিক ভ্যানের পিছনেই ছিল। আমার সামনের গাড়িতে আমার বাবা মা আর অন্য আত্মীয়স্বজন। তার সামনের গাড়িতে আমার এগারো বছর বয়সী ছোট ভাই আর মামারা। কাভার্ড ভ্যানটা ঠিক গড়িয়ে পড়ল আমার সামনের গাড়ির ওপর। প্রচন্ড আতঙ্কে যতটা সম্ভব একপাশে সরে যেতে চেষ্টা করলাম। হঠাৎ আবিষ্কার করলাম সামনের গাড়িটা পিষে গেছে পুরোটা। কিছুক্ষণের জন্য হাত পা অবশ হয়ে গেল। কারণ গাড়িতে আমার বাবা মা রয়েছেন। বাবা মা নেমে গিয়েছিলেন ঘটনার আগে আগে। লাকি এসকেপ বলতে হয়।
ঘটনা-২. বাড়ির কাছে। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে নিউমার্কেট এরিয়ায়।২৭ নম্বর লোকাল বাস এসে পিছন থেকে ধাক্কা দিল রিকশাকে। বাস ড্রাইভার থামল না অবশ্য। রিকশার চাকায় বাঁধিয়ে ওই অবস্থায়ই টেনে নিয়ে চলল বেশ কিছুদূর্। ততক্ষণে রিকশার একটা পাশ ভেঙে গুড়ো হয়ে গেছে। আমরা তখনো রিকশায়। আশেপাশের লোকদের চিতকারে আর পুলিশ সার্জেন্টের সহায়তায় অবশেষে বাসটি থামানো হয়। আঘাত একেবারে এড়ানো যায়নি। মাথায় আর হাতে বেশ খানিকটা আঘাত লেগেছে।
২০১৫ র ডিসেম্বর মাসে ভয়ঙ্কর দুটো অ্যাকসিডেন্ট হতে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল। নতুন বছরে দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ সড়ক পথ হোক।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
পিয়েটা বলেছেন: পাটুরিয়া ফেরিঘাট দিনদিন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। দুর্ঘটনা বলতে অনাকাঙ্ক্ষিত ঘটনাকেই বোঝাচ্ছি।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০০
রুদ্র জাহেদ বলেছেন: এসব বেপরোয়াভাবে গাড়ি চালানোটা ওদরর অভ্যাস হয়ে গেছে।
নিরাপদ থাকুন, সুস্হ থাকুন আপুনি
নতুন বছরের শুভেচ্ছা
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
পিয়েটা বলেছেন: ধন্যবাদ। আপনিও নিরাপদে থাকুন এবং নতুন বছরের শুভেচ্ছা!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: পাটুরিয়া ফেরিঘাট দিনদিন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। দুর্ঘটনা বলতে অনাকাঙ্ক্ষিত ঘটনাকেই বোঝাচ্ছি।
আমিও সেটাই বুঝিয়েছি যে আমাদের গাড়ীচালকদের নিয়ম না মানার জন্যই দূঘটনা গুলি ঘটে..
পাটুরিয়া থেকে ফরিদপুর <<বরিশাল..খুলনা পযন্ত সব রাস্তাই ৪ লেন করা দরকার... একমুখি সড়ক থাকলে দূঘটনা কমে যাবে।
অবশ্য ফরিদপুর থেকে বরিশালের রাস্তা চওড়া করার কাজ মনে হয় শুরু হবে শিগ্রহী..
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৮
নতুন বলেছেন: দুর্ঘটনা বলতে কিছু নাই। পুরাটাই নিয়ম না মানার ফল...
নিয়ম মেনে নিরাপদ ভাবে চললে কখনোই দূঘটনা হয় না।
Stay safe...
পাটুরিয়াতেও একটা সেতু দরকার তাহলে বাড়ী যেতে সবারই সুবিধা হবে..