নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sorry vai

প্লাবণ ইমদাদ

I am totally Liquid.......

সকল পোস্টঃ

বাইনারি প্রেম

১৫ ই মে, ২০১৬ রাত ১:৫৮

ঝাঝালো কার্বন পোড়ানো ফটোস্ট্যাটের বদলে না হয়
ক্লোন করে দেব আষাঢ়ের পঙকতিগুলো,
বেগুনী আচলে একবার তবু মুছে নিও
ওর আদুরে মলাট।
খসখসে নিউজপ্রিন্টের বদলে নয়
হার্ডডিস্কেই দেব রঙিন সময়গুলো,
তবে একবার আদর করে অগুলোতে রেখো...

মন্তব্য৪ টি রেটিং+১

....................................

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

আজ হতে ঠিক কত আগে
তুই ছিলি মোর গানে,
সুরগুলো তো ভেসে গেছে
নিরব অভিমানে।
আজ হতে ঠিক কত আগে
বৃষ্টি ছিল মেঘে,
কথাগুলো ভেসে গেছে
নিরালা আবেগে।
অনেক দিনের মরুপথে
ক্লান্ত হেটে আজ,
আগলে তবু রেখেছি গো
তোমার স্মৃতির ভাজ।

মন্তব্য২ টি রেটিং+২

ভেজা ফুসফুস

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

এই শোকাতুর অন্ধকারে
গালিব এলেন,
এলেন মদ্যস্নাত গোফ নাচিয়ে।
তখনও শোকোয়নি ফুসফুস,
ব্যাকটেরিয়া চষছিল সিক্ত শ্বাসকুঠুরে।
ক্লান্ত এন্টিবায়োটিকের সাথে
যোগ দিলেন কবি।
ক্লান্তির শুষ্ক গলায় নিবারিত গাঢ় জল
আর শায়েরের নিষুতি স্বরে
কেমন জেগে ওঠে এন্টিবায়োটিক।
কুড়ে কুড়ে খাওয়া...

মন্তব্য৮ টি রেটিং+০

.....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

প্রতিশোধ ভুলে গিয়ে
আবার বাড়াই বুক,
না বুঝে না বুঝুক
সে আমার শোক।
অভিমান মুছে দিয়ে
হাসি খিলিখিল,
পারবে কি কেড়ে নিতে
পাজরের ঝিল?

.

মন্তব্য৩ টি রেটিং+১

............

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

নিতাই তুমি কই?
শিথানে খালি শুইয়া থাহে
তারাবাবুর বই!

মন্তব্য২ টি রেটিং+০

.

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫২

মনে করো রাত্রী হলো
হলদে পাখি ঘুমিয়ে গেলো,
মনে করো নদীর ঘ্রাণে
বন্য পরাণ আলুথালু।
মনে করো ঠিক শিয়রে
খুনের মত দস্যি চুমু,
ডাগর চোখে কইলে মোরে
এখন সোনা ঘুমো ঘুমো।


মন্তব্য৩ টি রেটিং+০

তবুও কি ঘুম আসে?

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০


তবুও কি ঘুম আসে?
সিজোফ্রেনিক স্বপ্নে ভাসা ভাটফুলের ঘ্রাণে
এমন পৌষের নাগরীক নিদ্রাকে
কেমন ছিড়ে যেতে ধরে ধবল শিমুল তুলোর মত।
পাই পাই করে হিসেব কষিনি বলেই কি
এমন করে ঠকতে হবে নিদ্রামাদলের নিষুতি হাটে!
বুকপকেটে...

মন্তব্য২ টি রেটিং+১

............................

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

চলো যাই জোস্না বিহার,
তুলে দেব চন্দ্র আহার........

মন্তব্য০ টি রেটিং+০

লুতোপুতো সেই ছেলেটি বলছি

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

বন্ধু,
অামি লুতোপুতো সেই ছেলেটি বলছি,
যাকে তুমি বল আবেগের ভারে ন্যুজ
অবনত যত বিনয়ের তরে।
তোমার সম্বোধনে অমৃত ঝরে,
তবে কেন যেন তোমার সংজ্ঞায়িত সেই ছেলেটাই
আকুল সম্বোধনে খুলে দিতে পারেনা
লুতোপুতু আবেগী ভাড়াড়।

আহ,
অমৃতদাতা বন্ধু আমার,
তবে...

মন্তব্য০ টি রেটিং+০

পকেট

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

জনৈক অর্থনীতিবিদ,
আমাকে বলুন তো পকেট বিষয়ক কোন সুমহান তত্ব।
আমি জগত হাতড়ে অবশেষে
এ পকেটে এসে হারিয়ে ফেলি সমস্ত খেই।
আমি স্পস্টত টের পাই
তাবত ললিতকলা থেকে কৃষিবিজ্ঞান,
রোমান্টিসিজম থেকে পোষ্ট মডার্নিজম,
ডেমোক্রেসি থেকে সোস্যালিজম
ঠিক...

মন্তব্য২ টি রেটিং+১

অভিবাদন

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১

আষাঢ়ি শাড়ি পড়ে
খোপাটা বাধবে শরতের মেঘের মত করে,
ধুপের গা থেকে উঠে আসা শর্পিল ধোয়ার মত
আমার পানে ধেয়ে আসবে
সমর্পনের আর্তনাদে!

আমি সহসা পিছিয়ে গেলে
তুমি বিছিয়ে দিও
তোমার তুলতুলে গালটুকো,
আমি অশ্রু হয়ে
দেখো টালমাটাল ঝরতে...

মন্তব্য০ টি রেটিং+০

*****

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

ঠাকুরঝি,
ইস্পাতের লাইন দু¨টো ফেলে
রেল চলে গেছে
সুনসান দূরের স্টেশানে।
আমরা কেবল পড়ে রয়েছি দুটো মানুষ
জীবন্ত জীবাস্মের মত
দুটো ভিন্ন ইস্পাতের চোয়ালে।
ব্যাবধান কত?
বিশ-পঞ্চাশ তো নয়,
হবে হয়তো কয়েকটা বছর।
তবু দেখো
কত প্রাচীন, কত মর্মরে হয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

ফকফকা পরবাইত

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭

কি অার করবা?
চাইরপাশে পানি, পানির মইদ্যে চান,
আহারে,
আহারে কি আচনক জুসনার বান!

কি আর করবা?
অন্তর পুইড়া ছাই,
বরং আজলা ভইরা আইজ
বানের পানি খাই।

কি আর কবা?
এমুন পূন্নিমাতেও রাইত,
কহন আইব কও দেহি
অমুন ফকফকা...

মন্তব্য০ টি রেটিং+০

বন্ধু.......................

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:২০

বন্ধু.......................
বন্ধু একটি অতি বায়বীয় শব্দ। ইহা অনেকটা গাজার মত, আপনাকে বহুকাল ব্যাপিয়া ঝিম ধরাইয়া রাখবে মগজ আর মননে। আর যৌবনের মধ্যভাগ অতিক্রম করে বাস্তব জগতে প্রবেশের সাথে সাথে ইহার স্বাদ...

মন্তব্য২ টি রেটিং+১

নেগেটিভ মার্কেটিং, সরকার ও গুপ্তহত্যা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

মার্কেটিং এ নেগেটিভ মার্কেটিং বলে একটা ব্যাপার আছে। নেতিবাচকতাও বিজ্ঞাপন হতে পারে। যেমন ধরুন রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশে বিদেশে প্রচার হয়ে গেলো যে বাংলাদেশ নামক দেশটি পোষাকশিল্পে এতো উন্নত।...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.