![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কবিতার দরকার নেই
দরকার নেই শোক কিংবা সংগীতের,
আর উড়ন্ত পানকৌড়ির সৌন্দর্যে...
আমি গৃহের মাঝেই ছিলাম,
টলমলে শৈশব আর ঝলমলে কৈশোর জুড়ে
আমি গৃহের মাঝেই ছিলাম।...
আমি গৃহের মাঝেই ছিলাম,
টলমলে শৈশব আর ঝলমলে কৈশোর জুড়ে
আমি গৃহের মাঝেই ছিলাম।...
আমি চাইলেই চলে যেতে পারি
চাদ কিংবা অরণ্যে,
কিন্তু...
আমি কোন জন্মে মানুষ ছিলাম
বলতে পারো কি?
ঠিক মনে নেই আমার।...
চারপাশে পরাজিত মুখেদের ছবি দেখতে দেখতে
ক্লান্ত তুমি,
ক্লান্ত, তবে এখনও জয়ী হবার ভরসা আছে...
আমি গাইলেই তোমার যত
অফিস যাবার তাড়া,
আমি চাইলেই তোমার পকেট...
আমকে ভালবাসলে
হয়ত সে হতো সাক্ষাত অগ্নিকুন্ডে ঝাপ দেয়া,
তবুও এতটকো নিশ্চয়তা দিতে পারতাম...
হ্যা, তোমাকেই বলছি।
তোমাকেই বলছি
কেননা, তোমকেই বলার কথা ছিল,...
এ এক চির সুনসান নির্বাক জগতে আছি যেন
এখানে
বড় নিশ্চিন্তে মরে বেচে যাওয়া যায়...
কোন কিছুই আর আগের মত থাকেনা
হলদে চাদ
প্রথম বর্ষনের পোড়া মাটির ঘ্রাণ...
বুকের ভেতর মেঘনা হল
মেঘনা নদীর বান,
বুকের এ ঢল বুকেই থাকুক...
আমার কাছেই আগুন আছে
আবার আছে জল,
আমার কাছেই দারুণ ক্ষরা...
©somewhere in net ltd.