![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও বিনিয়োগে খরার কারণে গত এক দশকের মধ্যে ২০১২ সালে সবচেয়ে মন্থর গতিতে এগিয়েছে দক্ষিণ এশিয়ার অর্থনীতি।
তবে এর মধ্যেও প্রবাসী আয়ের ওপর ভর করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রবৃৃদ্ধির গতি ধরে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে।
বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের উন্নয়ন নীতি ও পর্যালোচনা বিভাগের 'বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও পূর্বাভাস ২০১৩' প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে একটি মন্থর বছর পার করলেও ২০১৩ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির গতি কিছুটা বাড়বে। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং পরিবহন ও জ্বালানি প্রতিবন্ধকতার পাশাপাশি ভোগ্যপণ্যের বিক্রি কমায় গত বছর দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া উন্নত ও উন্নয়নশীল অর্থনীতিগুলোর মন্দার কারণে এ অঞ্চলের অধিকাংশ দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১২ সালে 'কিছুটা ধীরগতির' অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক চিত্র 'অনুকূল' ছিল বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
Click This Link
©somewhere in net ltd.