নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

বুকের ভেতর ভেজা গোলাপ

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫


বিদ্রোহী রোদ্দুরে অথবা মেঘলা কোন দিনে,
চলন্ত বাসের ঘোলাটে জানালায় চেয়ে দেখি,
মৃত্যুর দিকে তরপাতে থাকা মানুষটার বিধ্বস্ত
চেহারায় প্রশ্নবোধক চিহ্ন!
নষ্ট সময়ের পারদে লৌকিক বিনয়
ইস! আহারে!
নিজের মঞ্চায়নে একাকি নিজের অভিনয়।
ভেতরের ক্রূদ্ধ চিৎকার ভেতরের দরজায়
আঘাত পেয়ে ফিরে আসে বারবার।
শব্দ কোলাহল নেই,
নেই পিছু আর ফিরে ফিরে চাওয়া।

হিমাদ্রি! হ্যা হিমাদ্রি একটি গোলাপ আনতে গিয়েছিল।
হিমাদ্রির খুব ইচ্ছে ছিল বিয়ের পর প্রথমবার
নিপুর হাতে একটি গোলাপ তুলে দিয়ে বলবে,
”প্রিয়তমা ,তোমাকে ভালবাসি”।
অপেক্ষায় থাকা নিপু ডাইরীর পাতায়
গোলাপী কালিতে লেখা থেকে সেটাই জেনেছিল পড়ে

কাঞ্চনের ”নিরাপদ সড়ক চাই”
আমাদের আবেগে ভাসাতে পারেনি।
আমরা ইচ্ছেঘুড়ির মতো উড়ি,
আমরা নিজ নিজ খেয়াল খুশির অথৈ আবেগে ভাসি।
চেয়ে দেখি লাল পদ্মের মতো বুক,
নি:শ্বাসে অসংখ্য ভেজা গোলাপ।
ওর বুকের ভেতর থেকে এক একটি
লাল লাল ভেজা ভেজা গোলাপ
ছিড়ে এনে জনতার হাতে তুলে দিয়ে,
অশ্রু সিক্ত প্রার্থনায় বলি,”প্রভু বেশি কিছু নয়,
শুধু স্বাভাবিক শহীদী মৃত্যু চাই”।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Porontobela/Porontobela-1507312509-2e516e1_xlarge.jpg

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার লিখেছেন!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: উৎসাহিত হলাম।অনেক অনেক ধন্যবাদ।দোয়া করবেন।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: বেশ লিখেছেন, তবে ব্লগে রক্তমাখা এসব ছবি না দিলেই ভাল হয়।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন জনাব খায়রুল আহসান ভাই।

উপদেশ সানন্দে গ্রহন করলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.