![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।
একবিংশ শতাব্দীর দ্বাদশ বর্ষে আজ
প্রথম লিখছি তোমায় বিক্ষত বদ্বীপ।
তিনদিকে ভারতীয় শ্মশানের প্রজ্বলিত দাবানল
দক্ষিণে নোনা সমুদ্র।
তল্লাটে তোমার একাংশে কাঁটাতার
তবুও সম্পর্কের ঘুড়ি ওড়া সুতোয়,ওপারে নাটাই
তুমি শুধু তামাশার মিছিল।
বিএসএফের অদৃশ্য বাংকারে
বিধ্বংসী জওয়ানের পৈশাচিক হিংস্রতায়,
তোমার চির সবুজে আবারো
রক্তের বলয় ধারা।
বিক্ষত বদ্বীপ, তোমার ষোল কোটি চেতনার শিকড়
লুটোপুটি খায় গনতন্ত্রের বীজমন্ত্রে। ‘সীমান্তে হত্যা নতুন কিছু নয়,
এ নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়’
রাষ্টযন্ত্রের এই নির্লজ্জ উক্তি,
তোমাকে পোড়ায় কিনা জানিনা।
আমি অঙ্গার হই যখন দেখি,
সীমান্তে তোমার কাঁটাতারে ঝুলে আছে
অভাগিনী ফেলানির লাশ।
দুচোখ বেয়ে ক্রমাগত অশ্রু ঝরে যখন দেখি,
কাঁটাতারের পাশে নিঃসাড় পড়ে আছে
তেজোদীপ্ত যুবক লতিফ লেবুর লাশ।
হৃদয় জমিনে পাই নীল বেদনা আঁকা,
যখন দেখি সেই প্রাণোচ্ছল হাবিবুর রহমান শেখ,
যাকে বিবস্ত্র করে যথেচ্ছা পেটায় রক্ত পিপাসু বিএসএফ।
বিক্ষত বদ্বীপ, এমনি করে আর কত ফেলানিকে
লাশ হতে দেবে নির্বিচারে?
লাশের পর লাশ,নির্লিপ্ত গনতন্ত্র
এমনি করে কত আর খুবলে খুবলে খেতে দেবে?
ক্ষত বিক্ষত বদ্বীপ, তুমি যদি কারো অদৃশ্য দখলে থাকো
কিংবা অসহায় তুমি নিষ্পেষনের নির্বিষ ইতিহাস গড়ো,
তবে বলি, দগদগে ক্ষত নিয়ে টিকে থেকে লাভ কি আর ?
হয় বিকৃত পাজরে যুদ্ধংদেহী হও অথবা
তুমি বঙ্গপোসাগরে ডুবে মরো।
বিঃদ্রঃ কবিতাটি প্রথম আলো ব্লগে ও আমার ব্লগে প্রকাশিত
ছবিঃ নেট
৩১/০১/২০১২ (আগ্রাবাদ,চট্টগ্রাম)
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ওয়ালাইকুম সালাম।
মৃত্যুর কথা থাকলেও সত্যিকার অর্থে আমি ঘুরে দাঁড়ানোর কথাই বলেছি।যাকে বলে ডো অর ডাই ।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।শুভ কামনা।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যুদ্ধংদেহী হওয়া বা ডুবে মরা কোনটাই হবার নয়। পুরো কাঠামোকে ঘুণে খেয়ে ঝাঁজরা করে দিয়েছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আমি শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর কথাই বলেছি।সেটা হতে পারে বলিষ্ট পররাষ্ট্রনীতির মাধম্যে, অথবা সমঝোতার মাধ্যমে।
মন্তব্যের জন্য ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট।
অনেক অনেক শুভ কামনা।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল খুব । ভালো একটা বিষয় তুলে ধরেছেন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আপু মনি।
শেষ দুই লাইন রুপক অর্থে ব্যবহার করেছি।
অনেক অনেক শুভ কামনা ও কৃতজ্ঞতা।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: আর কত খুবলে খেতে দিবে?!
একটা প্রশ্ন, এই প্রশ্নটা জাতির বুকে পেরেক ঠুকে আটকিয়ে দেয়া দরকার!
অবশ্য এই জাতি ঘুম থেকে উঠবে না তবুও।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিক তাই।তবু কড়া নেড়ে যেতেই হবে,ঘুম ভাঙাতেই হবে।এটাই তো আমাদের দায়বদ্ধতা।
অনেক অনেক শুভ কামনা ধ্রুবক আলো ভাইয়া।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
কালীদাস বলেছেন: গালিটা বিএসএফের চেয়ে বেশি ডিজার্ভ করে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে জড়িতরা। আমরা কোন প্রতিবাদ করি শক্তভাবে? যেটা করি সেটা আদৌ প্রতিবাদ? ফেলানীর ঘটনার সময় আমেরিকান ডিগ্রিধারী যিনি ছিলেন মিনিস্ট্রির চার্জে, উনি৭০/৭৫টা দেশে খোমা দেখানো ছাড়া কি করেছেন? ওনার দল থেকেই ওনাকে সেকেন্ড টাইমে দেয়ার চিন্তাও করেনি কেউ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিকই বলেছেন।আমরা প্রতিবাদ করতে জানি না অথবা প্রতিবাদ করতে ভুলে গেছি।
ধন্যবাদ কালীদাস ভাইয়া।
ভাল থাকুন সব সময়।শুভ কামনা।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতাটি পড়ে !!! কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম..... সবার ঘুমান্ত বিবেগ যে কবে জাগ্রত হবে,সেটাই এখন প্রশ্ন।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিক তাই,সবার ঘুম ভাঙুক ,কর্তাব্যক্তিদের টনক নড়ুক,এই প্রত্যাশায় আশার ঘুড়ি উড়িয়ে দিলাম।
আন্তরিক শুভেচ্ছা নেবেন কবির ভাই।ভাল থাকুন।শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মৃত্যুর কবিতা পড়ে মুগ্ধ হওয়া যায় না ।
লেখার শক্তিতে মুগ্ধ ।
সালাম জানুন ।