নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ হারা পথিক

পথ হারা পথিক

পথ হারা পথিক › বিস্তারিত পোস্টঃ

ছলনাময়ী নারী

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

কবিতায় আর কি লিখবো ?
জীবনানন্দের মতো-
আমার যে কোন বনলতা সেন নেই !
আমি যে দুদন্ড শান্তি পাই নি !

ছলনাময়ীর মায়াজালে জড়িয়ে-
আজ বড় ক্লান্ত আমি,
রক্তকণিকা গুলো আজ কেমন যেন-
বিষিয়ে উঠেছে !

শ্বেতকণিকা গুলো ভর্তি বিষাক্ততা,
যাতে মিশে গেছে একরাশ বিশুদ্ধ ছলনা ।

রক্তের হিমোগ্লোবিনে আজ-
অক্সিজেনের অস্তিত্ব বিলুপ্ত প্রায় ।
সেখানে শুধু বিশুদ্ধ বিষাক্ততা আর বিষাক্ততা !
ছলনা আর মায়াবতীর বিষের সাথে-
লড়ে চলেছে প্রতিনিয়ত গাঁজার বিশুদ্ধ নিকোটিন ।

আমি যে জীবনানন্দ নই,
বিষাক্ততার প্রতিকারে আমার যে-
কেবলই নজরুল হয়ে উঠতে ইচ্ছে হয় ।
ইচ্ছে হয়- হয়ে উঠি বিদ্রোহী,
করি সমস্ত চুরমার ।

কেবলি মন চায় হয়ে উঠি-
ড্রাকুলা আর ভ্যাম্পায়ার,
চুষে নেই তোর সমস্ত রক্ত-
অতলে তলিয়ে যাক ছলনার জয়-জয়কার ।

আমি হতে চাই হিটলার ।
বায়ু রুদ্ধ বদ্ধ ঘরে
তোর মতো হাজার-কোটি-লাখো
ছলনাময়ীকে পুরে-
করি ক্লোরিন গ্যাসে বিদ্ধ
তোদের শিরায়-রন্ধ্রে, আর
শুনি উন্মাদনার সেই হাহাকারের চিৎকার ।

আমি শুধু আমি নই ।
আমি হলাম আমি !
আমরা,
আমরা সবাই !

হে মহান মানবী !
হে শ্রেষ্ঠ ছলনাময়ী নারী !
জেগে উঠেছি প্রতিবাদী আমি-

আমি আসছি,
হ্যা, আমি আসছি,
এবার হবে-
হবেই সেই ছলনার আর ছলনাময়ীর কুলখানি....



#_পথ_হারা_পথিক_

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৩

পথ হারা পথিক বলেছেন: thanks vai....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.