নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ হারা পথিক

পথ হারা পথিক

পথ হারা পথিক › বিস্তারিত পোস্টঃ

হে নারী !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২

হে নারী !
তুমি নারী ?

এক অদম্য-অজানা-অসীম
রহস্য লুকিয়ে তোমার মেকানিজমে ।

তোমার ঠোঁটে জাদু,
চোখে মায়া,
আঙ্গুলে রহস্য,
আর মেকানিজমের প্রতিটি জোড়ায় জোড়ায় ফাঁদ !

অদ্ভুত এই মেকানিজমের
জ্বালানি নিয়ে বারেবারই উদ্বিগ্ন হই !
কোথা হতে আসে এই ক্ষমতা ?
কোথায় পাও এত জ্বালানি ?

তোমার মেকানিজম কি নির্ভুল ?
নির্ভেজাল ?

আমার মেকানিজমটা যে বড়ই দূর্বল !
আমার নয়, আমাদের ।
তোমার ফাঁদে বারেবারই পড়ি !

এ কেমন টান তোমার ?
কেমন মায়াজাল ?

এক অদম্য-অজানা-অসীম
রহস্য তুমি,
তোমারই মায়ায় যে বারবারই
নিজেকে হারাই আমি !

আমার মতো আর কতো ?
আর কতো পুরুষ হারিয়েছে ?
মেকানিজমের বাঁকে বাঁকে তোমার ?
খুইয়েছে সর্বস্ব নিজের ?
এ কেমন মায়াজাল তোমার ?

হে নারী !
তুমি যে নারী !
তোমার মেকানিজমে আমি যে-
বড্ড বেশিই আনাড়ি.....


#_পথ_হারা_পথিক_

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.