নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ হারা পথিক

পথ হারা পথিক

পথ হারা পথিক › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

যখন থাকি একাকী,
তখন তোমার কথা মনে পড়ে খুবই ।

তুমি যে আমার-
জীবন সমুদ্রের সেই জলপরী,
তোমায় কি আমি-
কোনওদিনও ভুলতে পারি…!!

তুমি যে আমায় ভুলে যেতে পার,
তবে তুমি যে আমারই মাঝে বিরাজ কর ।

তুমি যে আমার কল্পনায় ছিলে,
বাস্তবে আসোনি ।
একাকীত্ব এখন আমার এ জীবনের-
পরম সঙ্গী ।।

আমি তো কোনদিন কাউকে
প্রতারিত করিনি,
তবে কেন বার বার হয়-
আমার সাথে এমনই.…

তুমি যে আমার জীবনের সেই ছলনাময়ী,
তবু তোমায় যে ভুলতে পারবনা কোনদিনই ।

একাকিত্ব আজ বড় আপন আমার-
আমি বড় 'একাকী' ।
যে কোনদিনও ভুল বুঝে আমায়-
দূরে ঠেলে দেয় নি ।
যার কোলে মাথে গুঁজে আজ-
একটু ঠাই নিয়েছি ।

একাকিত্ব আজ বড়ই আপন আমার-
আমি বড় একাকি,
যে কোনদিনও একা ফেলে আমায়-
দূরে চলে যায় নি..


#_পথ_হারা_পথিক_

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.