![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ছলনাময়ী,
কোথায় থাকো তুমি এখন ? অনেকদিন যে কোন যোগাযোগ নেই ।
প্রায় ৬ মাস । হ্যা, ওরকমই হবে ।
যে জন্যে আমায় ছেড়ে গেলে, তোমার নতুন বয়ফ্রেন্ড, কেমন আছে ও ?
শুনেছিলাম পড়াশুনা করে দুনিয়া পাল্টাবার জন্যে বিদেশ পাড়ি জমিয়েছে !
তা তুমি কি ধৈর্য্য ধরে ওর জন্যে অপেক্ষা করে আছো ?
নাকি আমার মতো ওকেও ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছো, মধ্য রাতের জ্বলন্ত সিগারেটের শেষ টুকরোর মতোন !
বাইক ওয়ালা বয়ফ্রেন্ডের শখ কি তোমার এখনো আছে ?
এখনো কি কারো বাইকের পিছনে বসে বলো,"এই, চলো, চটপটি খাবো"
যেমনটা আমার পরে যে তোমার বয়ফ্রেন্ড ছিলো, তাকে বলতে !
আমার তো বাইক ছিলো না !
তবে দীর্ঘ দেড় বছর আমার সাথে রিলেশন রাখার মানেটা আমি আজো খুজে পেলাম না।
ওই গার্মেন্টস এর দোকান থেকে কি এখনো থ্রীপিস বানাও তুমি ? যেখানে আমায় নিয়ে গেছিলে নতুন জামা আনতে !
ওখানকার দ্বিতীয় তলার কম্পিউপ্টার টিচিং সেন্টারে কি এখনো তুমি রোজ বিকেলে যাও আগের মতোন ?
এখনো কি তোমার ছোট বোনকে রোজ সন্ধ্যেয় পড়াতে বসো ?
ইংরেজীটা পড়াতে গিয়ে কি এখনো একটু আধটু আটকে যায় ? তখন তো আমায় ফোন করে শুনে নিতে,
এখন কাকে ফোন দাও ?
আচ্ছা, সকাল বেলা ঘুম থেকে উঠে এখন কাকে গুড মর্নিং বলো ?
তোমার নতুন বয়ফ্রেন্ডকে ?
হাত কেটে কি এখন ওর নাম লেখ, আমার সাথে ঝগড়া হলে যেমন আমার নাম লিখতে !
তোমার ভাইয়ার কিনে দেওয়া নতুন স্যমস্যাং ফোনটা কি এখনো ইউজ করো ?
এতদিনে নিশ্চয়ই পুরোনো হয়ে গেছে !
দেখা হলো না তোমার ফোনটা,
এখনো কি সাফারী পার্কের সেই ছাউনির তলায় গিয়ে বসো ? যেখানে আমায় নিয়ে গিয়েছিলে ? তোমার আমার প্রথম দেখায় !
আমার ঠোটে ঠোট রেখে যেমন হারিয়ে গিয়েছিলে ! এখনো কি তেমন হারিয়ে যাও ! তবে সে ঠোট দুটো কার !
খুব জানতে ইচ্ছে হয় !
হ্যাপী আওয়ারে গিয়ে বসো এখনো! লাচ্ছি খাও ?
সাথে কে থাকে এখন ?
আমায় খায়িয়ে দেওয়ার কথা কি এখনো মনে আছে তোমার ?
রান্না করে নিয়ে আসো তোমার নতুন বয়ফ্রেন্ডের জন্যে ?
আমায় যেমন ব্রেসলেট গিফট করেছিলে ! তোমার নতুন বয়ফ্রেন্ডকে কি গিফট করলে ?
সাবা গার্ডেনে যাও এখন ? যেমনটা আমায় নিয়ে গিয়েছিলে !
তোমার নতুন ভালোবাসার মানুষকে কি রুম ঠিক করতে বলে দিতে হয় ! যেমন আমায় বলে দিতে !
নাকি ও নিজের থেকেই ঠিক করে নেয় ?
কেমন হয় তোমাদের রুমডেট ?
খুব জানতে ইচ্ছে করে ।
এখনো কি সপ্তাহে সপ্তাহে পার্লারে যাও ?
আমি তো যেতে নিষেধ করতাম ! কেননা, তোমার সাধারন চেহারার মাঝেই আমি অসাধারন খুজে পেতাম !
যা আজও কারো মাঝে খুজে পাই নি ।
মেকাপ দিয়ে কি এখনো তোমার ঠোটের পাশের তিলটাকে ঢেকে রাখ ?
ওই তিলটা ছাড়া তোমায় কেমন যেন অসম্পূর্ণ লাগে ! তাই তোমাকে মেকাপ করতে নিষেধ করতাম ।
এখন কাকে বিয়ে করার জন্যে পাগল হয়ে ওঠো ? যেমনটা আমার বেলায় করতে !
তোমার নতুন বয়ফ্রেন্ডের আম্মুকে ফোন দিয়ে বিয়ের কথা বলেছ ?
যেমনটা আমার বেলায় করেছিলে !
ঢাকায় এসেছি বেশ কিছুদিন হলো !
তাই পুরোনো কথা গুলো একটূ বেশি মনে পড়ে যাচ্ছে !
সেই ইন্দিরা পার্ক ! সেই ফার্মগেইট ! সেই স্মৃতি !
তবে তুমি নেই এখন আর !!
জানিনা কেমন আছো তুমি ! কোথায় আছো ! কি করছো !
কেনই বা আমায় এত স্বপ্ন দেখালে ! আর কেনই বা সেগুলোকে ছলনার মায়ায় মিথ্যে করে দিলে !
তবে এটুকু জানি, যা করেছো, নিজের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলেছো ।
আমায় প্রতারিত করে ভালো থেকো তুমি , অসম্ভব রকমের ভালো থেকো ।
ভয় নেই, তোমার সাথে দেখা করতে কখনো গাজীপুরের মাওনার চৌরাস্তায় পা রাখবো না আর কোনদিন ।
ফিরে যাবো মোংলা নামের আমার ছোট্ট এলাকায়,
আমার মায়ের কোলে !
সেখানে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি আমি এখন ।
কেননা এখন আমায় প্রতারিত করার মতো কেউ নেই ।
ইতি,
আম্মুর বাবু ।
বিঃদ্রঃ এখন আর তোমার মতো ছলনার মায়ায় জড়িয়ে আমায় কেউ "আম্মুর বাবু" বলে না ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
পথ হারা পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩
জনি চৌধুরী বলেছেন: প্রেমে ব্যর্থ নয়, প্রেমে প্রতারিত এমন অনেক যুবকের হৃদয় ভাঙ্গা গল্পের লিলিহান শিখা পুষ্পটিত হয় প্রতিনিয়ত, এমন কষ্ট লাগবের জন্য এখনো কোন জিনিস আবিষ্কৃত হয়নি। তবে পরিচালক অনন্য মামুনের কিছুদিন আগে এমনি কাহিনী নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে- ভালোবাসার গল্প'' দেখতে পারেন।