![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ৩টা ১৭ মিনিট ।।
.
তো একরকম গভীর রাতই বলা যায় বোধহয় ।
আমার কাছে রাত যেন কেমন একটা কখনই গভীর হয় না ।
চোখের পাতাগুলোয় ঘুমপরীরা এসে ভর করে না তো, এজন্যই বোধহয় ।
.
কত রাতে শান্তিতে চোখ বুজিনি তার হিসেব কষে বোধহয় কূল পাওয়া যাবে না ।
তাই অকারনে আর সে হিসেব কষতে বসিনি কখনো ।
.
চোখ জুড়ে আছে যে একরাশ অপূর্ণ স্বপ্ন,
সে চোখে কি ঘুমের পরীর রাজত্ব খাটে ?
.
যে রক্তে মিশে গেছে ছলনাময়ীর বিশুদ্ধ ছলনা-
সে রক্ত বিন্দুতে কি পরিমিত অক্সিজিনের আশা করা ঠিক ?
সেখানে মাঝে মধ্যে বিরাজ করে নিকোটিনের ধোয়া ।
.
রাতের কালো আধারের মাঝের মায়ার প্রতি বরাবরই দূর্বল আমি ।
ওরা আমায় দুচোখের পাতা এক করতে দেয় না ।
সারারাত গল্পকরি ওদের সাথে ।
লাল কষ্টের গল্প,
নীল কষ্টের গল্প,
ছলনাময়ীদের রক্ত চুষে খাওয়ার গল্প,
নির্মম বাস্তবের গল্প,
অসম্পূর্ন পৃথিবীর গল্প,
প্রতারিত কপোতের গল্প,
নিষ্ঠুর রাজার গল্প,
পরী রূপী পিশাচীনির গল্প,
চৌরাস্তার সাকচুন্নির গল্প,
ডাক্তার বাড়ির অমানুষিকতার গল্প,
প্রতারিত এক যুবকের গল্প,
.
গল্পকরি রাতের সাথে সেই বোকা যুবকের ঠকে যাওয়া প্রতিটি মুহূর্ত নিয়ে,
আমি বলেই যাই,
আর বলেই যাই,
সে গল্পের কোন শেষ নেই,
আমি বলি আর রাতের আধারের কনা গুলো কেবল অবাক হয়ে শোনে,
.
ওরা শোনে সেই যুবকের চোখে ভেসে থাকা অপূর্ন হাজার হাজার স্বপ্নের কথা ।
ওরা শুনতে শুনতে জেনে গেছে যে-
যেখানে অপূর্ণ স্বপ্ন থাকে সেখানে ঘুমপরীরা বাসা বাধে না ।
কালো মায়াবী তাদের অস্বাভাবিক রকমের প্রিয় ।
তারা দিনের বেলাতেও চোখের নিচে মায়াবী কালো নিয়ে ঘুরে বেড়ায়,
তাদের ঠোট গুলো দিনের পর দিন কালচে বর্ন ধারন করে ।
.
আর পাঁচটা সাধারন মানুষের মত তাদের ফুসফুস লালচে রঙের হয় না,
তাদের ফুসফুস গুলোও কালচে বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে-
যা পুরো পৃথিবীকে চাইলে কালো মেঘে ঢেকে দিতে পারে,
.
আর সবার মতো তাদের গায়ের থেকে সুবাস বের হয় না,
তাদের গায়ের থেকে পোড়া গন্ধ বের হয়,
তাদের সমস্ত পুড়ে ছাড়খার হয়ে গেছে অনেক আগেই,
.
রাতের জোনাক পোকা গুলোও জানে যে,
সেই যুবকের চোখে বাস করে পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা,
যা ছলনাময়ীর মায়ায় পুড়ে গিয়েছে,
ছলনাময়ীরা ভাবে যে সে ভালোবাসা পুড়ে ছাই হয়ে গিয়েছে,
রাত্রিকনা গুলো কিন্তু জানে যে-
সে ভালোবাসা পুড়ে ছাই হয় না,
সে ভালোবাসা পুড়ে আগের থেকে বিশুদ্ধ হয়,
.
ছলনাময়ীরা জয়ের আনন্দে মেতে থাকে,
কিন্তু রাতের মায়াবী কনারা জানে যে-
সে বিশুদ্ধতায়ই ছলনার মৃত্যু.....
.
আমি একা একা হাসি,
আর গল্প বলি,
ছলনাময়ীর গল্প,
প্রতারিত যুবকের গল্প,
আমি বলি আর রাত্রিকনা গুলো চুপচাপ শোনে ।
.
রাত শেষ হয়,
দিনের শুরু হয়,
অপূর্ন স্বপ্নগুলোর ভারে প্রতারিত যুবকের চোখ গুলো বুজে আসতে চায়,
নিকোটিনের ধোয়া গুলো মিশে যায় রক্তকনিকায়,
চোখ গুলো আবার জ্বলজ্বল করে ওঠে,
শুরু হয় অপেক্ষা-
আরেকটি রাতের.......
.
.
.
.
লেখাঃ
থাক না, নামটা না হয় নাই শুনলেন ।
হবে হয়তো ছলনাময়ীর দ্বারা প্রতারিত কোন এক যুবক....
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
পথ হারা পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া....
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩১
আরণ্যক রাখাল বলেছেন: ছলনাময়ীরা শব্দটা খারাপ লাগল| সবাই এক নারে বস
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
পথ হারা পথিক বলেছেন: আমি সবার কথা বলিনি ভাইয়া, আমি ছলনাময়ীদের কথা বললাম, আপনার খারাপ লাগার জন্য আমি দুঃখিত....
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫
এহসান সাবির বলেছেন: ভালো হইছে।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
পথ হারা পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া....
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর!
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কথা ।ভাল লেগেছে ।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
পথ হারা পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া....
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ভালো লাগা থাকল ।