![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে রাত !
শুনছো ?
অনেকটা সময়তো পার করে দিলে !
তবে কি তোমার যাওয়ার সময় চলে এলো !
.
যেওনা গো,
ছলনাময়ীকে হারিয়ে যে তোমায় আকড়ে ধরেই বেঁচে আছি !
তোমার মতো আমার কষ্টটা আর কেউ বুঝলো না গো !
.
কালোর মায়াবী মায়ায় পড়েছি বোধহয়,
প্রেম করবে আমার সাথে ?
অনেক ভালোবাসবো তোমায়,
একটু সুযোগ দেবে আমায় ?
.
প্রতিটা দিনের শেষে এসো,
বুকের মাঝে জড়িয়ে রাখবো তোমায় ।
হাজার হাজার গল্প বলবো তোমায় ।
.
কি ?
শুনবে না আমার গল্প ?
পবিত্র ভালোবাসার হেরে যাবার গল্প ?
.
অবাক হলে ?
এখন নাকি এটা স্বাভাবিক !
তবে কেন মানতে পারছো না তুমি ?
ওহ ! বুঝেছি !
তবে এখনো আমার মতো তুমি, যুগের সাথে তাল মেলাও নি !
.
তোমাকেই তো চাই আমি,
ভালোবাসবে একটুখানি ???
.
এই যে রাত ! শুনছো ?
তোমায় যে বড় বেশি ভালোবেসে ফেলেছি আমি ।
.
সময় যে ফুরিয়ে এলো !
চলে যাবে তুমি ?
যেতে নাহি দিতে চাই-
তবু যেতে দিতে হয় !
.
তবে যাও তুমি,
অপেক্ষায় রবো আমি,
আসবে কখন তুমি-
করবো ভালোবাসাবাসি একটুখানি.......
.
.
.
.
লেখাঃ
কোন এক গভীর রাতের পাগল....
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
পথ হারা পথিক বলেছেন: হিহিহি, ধন্যবাদ.....
২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা- চমৎকার ...
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
পথ হারা পথিক বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৪০
উল্টা দূরবীন বলেছেন: তোমাকেই তো চাই আমি

ভালোবাসবে একটুখানি?
উত্তম প্রস্তাব।।