![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক মাস আগে আমার এক ছোট ভাইয়ের বড় বোনের ছোট মেয়ের জন্মদিন ছিল। স্বভাবতই আমিও ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম। আমি মনে করেছিলাম যে অনুষ্ঠানটি ঘড়োয়া পরিবেশে হবে। কিন্তু না অনুষ্ঠান এ গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম বিশাল বড় আয়োজন। একশ দুইশ এর মত লোককে দাওয়াত করা হয়েছে। অনেক সাজসজ্জা করা হয়েছে। আমি তো রীতিমত অবাক হয়ে গেলাম।
যাই হোক অবাক ভাব টা কাটিয়ে আমার আসন গ্রহণ করলাম। আস্তে আস্তে সব অতিথি আসতে শুরু করল। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পালা। আমার জন্য আরো অনেক বিস্ময় অপেক্ষা করছিল।
শুরুতেই একজন শিল্পী আধুনিক গান দিয়ে অনুষ্ঠান শুরু করল। ভালই লাগল তার গান। এরপর যার জন্মদিন তার বাবা মা কিছু কথা বলল। এর পর কেক কাটা হল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যখন বিদায় নিতে যাবে ঠিক সেই মুহূর্তে একজন ঘোষণা করল যে আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে। দেখলাম ক্লোজ আপ ওয়ান তারকা সালমা ঢুকল। আমি তো অবাক। কারণ আমি সালমার অনেক বড় একজন ফ্যান। সালমা বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান গাইল। অনুষ্ঠান শেষে আমি সালমার অটোগ্রাফ নিয়ে বাসায় ফিরলাম।
©somewhere in net ltd.