![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপ্রিয় পাঠক, আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আমার বড় ভাই আল আমিন ভাই(ছদ্ম নাম) এর জীবনের কাহিনী। আল আমিন ভাই একজন মানুষ না একজন জ্বলজ্যান্ত বই, তার জীবনের এত গল্প আছে যা প্রতি দিন একটা করে লিখলেও এক মাস আমি গল্প লিখতে পারবো। আমি আল আমিন ভাই এর গল্প সবার মাঝে উপস্থাপন করব বিধায়, আমি তার পরিচয় আগেই আপনাদের মাঝে তুলে ধরছি।
.
আল আমিন ভাই এর বাবা দেশের খুব নাম করা ব্যাংকের খুব বড় পজিশনে আছেন। তার বড় ভাই মাল্টি ন্যাশনাল কোম্পানীতে বাংলাদেশ হেড। আল আমিন ভাই এর আপন ছোট ভাই অনেক ছোট বেলায় যখন পিথাগোরাসের জ্যামিতি কি জিনিষ জানতই না তখন পিথাগোরাসের আবিষ্কৃত সূত্র ঘরে বসে আবিষ্কার করে ফেলেন। কিন্তু দুঃখের বিষয় হল, বড় হয়ে সে জানতে পারে, তার আবিষ্কৃত সূত্র পূর্বেই আবিষ্কার হই গেছে। এক কথায় কানের পাশ দিয়া তার নোবেল প্রাইস টা চলে গেছে। খালি পিথাগোরাস না জন্মাইলেই সে তা ধরতে পারত। যাইহোক, আল আমিন ভাই ক্লাস ফাইভে থাকতে ডান হাতের রগ কেটে যাওয়ায় তার পড়াশুনায় গ্যাপ পড়ে। সে ২ বছর পড়াশুনা থেকে বিরত থাকেন। কিন্তু, পরবর্তীতে পড়াশুনা তিনি আর কনটিনিউ করেননি।
.
তিনি কখনও করেছেন গুন্ডামী, কখনও তিনি ছিলেন আস্তিক কখনও বা তিনি নাস্তিক। কখনও কবি কখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কখনও নেশাখোর, কখনও প্লে বয়, কখনও নায়ক, কখনও বা গায়ক, কখনও সমাজ সেবক, কখনও প্রতারক।
.
বর্তমানে তিনি একজন ইসলামের একনিস্ট সেবক হিসেবে এই জাতির ভুল ত্রুটি নিয়ে গবেষণা করতে ব্যস্ত। তার মতে ইসলামের পথ বেছে না নিলে এই দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে, বর্তমান যুগের ব্যাংকিং ব্যবস্থার তীব্র বিরোধী তিনি যদিও তার বাবা ব্যাংকার, সুদ এর বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠ। যদিও তার বর্তমান পেশা শেয়ার বিজনেস। তার সাথে আমি প্রায় ৫ বছর সময় আড্ডা দিয়ে কাটিয়েছি। আমার জীবনে দেখা সবচেয়ে বড় কন্ট্রাডিকটরি ক্যারেকটার নিয়ে সাজানো গল্প গুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের বোর করতে চাই। ধন্যবাদ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
রাসেল বলেছেন: I also like to read the history. Your introduction said that once Mr Al Amin was not good enough. Now he says in support of Islam but your writings does not explained the depth of knowledge of Islam of you & Mr Al Amin. However, waiting to know you & Mr Al Amin. Thanks
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
সাইফুল আলম বিজয় বলেছেন: অপেক্ষায় আছি, দ্যা ভাই এর গল্পের , , ,