![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৌত্বলিকতার নিকষ কালো আধারে নিমজ্জিত মানব কুল কে, তাওহীদের অমীয় সুধা পান করাতে, দয়াময় অাল্লাহ মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম আঃ কে একত্ববাদের মশালধারী করে পাঠিয়ে ছিলেন এ ধরায়!
অর্পিত দায়িত্ব পালনে অাকাশসম ধৈর্য্য নিয়ে বাধার পাহাড়,কষ্টের অথৈ সাগর পাড়ি দিতে হয়েছে তাঁকে!
পরাক্রমশালী নমরুদ ও তার বিশাল বাহিনীর রুষানলে পড়তে হয়েছে বারবার!
এরই ধারাবাহিকতায়- পাথরের তৈরী অসার মুর্তি ভাংগার অভিযোগে তাঁকে অগ্নিদগ্ধ করার মহা পরিকল্পনা করে নমরুদ গং।
বিশাল অায়োজনে শুরু হয় অাগুন জ্বালানোর কাজ!
কিন্তু রহমতের ফেরেশ্তা তথায় অবস্হান গ্রহনের কারণে এ কাজে অসুবিধা হচ্ছিল, আগুন জ্বলছিল না ঠিক মত!
তখন,শয়তান ইবলিশের পরামর্শে- বেশ সংখ্যক নারী দিয়ে অনাচার করে জায়গাটা অপবিত্র করা হয়!এতে রহমতের ফেরেশ্তারা চলে যায়,আর ওরা অাগুন প্রজ্জ্বলিত করে হযরত ইবরাহীম অাঃ কে তথায় নিক্ষেপ করে!
যদিও অগ্নি খোদার হুকুমে প্রশান্তি দায়ক শীতলতায় পরিণত হয়!
এভাবেি আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের হেফাযত করেন!
তারপর বাদশাহের নির্দেশে- অনাচারে ব্যবহ্রত নারীদের কে কে বিশেষ ভাবে চিহ্নিত করে রাখতে- তাদের কপালর 'লাল' চিহ্ন একেঁ দেয়া হয়!
কালের বিবর্তনে অাজ যা "টিপ'এর রুপ গ্রহন করেছে!
"ফ্যাশন/সৌন্দর্য্যের অজুহাতে অাজ যে সব নারী এগুলো ব্যবহার করছেন, টারা কী একবারও ভেবেছেন- অাপনারা কিসের প্রতিক বহন করে চলেছেন?
হোন না অাপনি মুসলিম কিংবা অমুসলিম...???"
©somewhere in net ltd.