নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিয়তীর হাত ধরে চলেছি শুধু,পরিণাম সে তো আমি জানি না!\"

কাহাফ

কাহাফ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব ও সম্পর্ক..........!!!:D:D:D

০২ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭


সময়ের পরিক্রমায় মানুষের জীবনে প্রয়োজনীয় অনেক কিছুর সাথে অপ্রয়োজনীয় কত বিষয় একাত্ম হয়ে যায়!
অাবার কখনো বা প্রয়োজনীয় বিষয়টারই কিছু অংশ ঝামেলা সৃষ্টি করে!

তখন করণীয় হল- পরম মমতায় অপ্রয়োজনীয়-জামেলাযুক্ত সকল বিষয় ছুড়ে ফেলে প্রয়োজনীয় অংশটা সুরক্ষা করা! এর জন্যে তৎপর হওয়া!

উদাহরণত বলা যায়- 'মানুষের একান্ত প্রয়োজনীয় হাতের নখ যখন বড় হয়ে যায়! তখন, মানুষ সেই নখ কেটে ফেলে দেয়! অাংগুল কিন্তু কাটে না!

তেমনি-
মানুষ সামাজিক জীব হিসেবে একক ভাবে ভলা তার পক্সে অসম্ভব পর্যায়ের!
জীবনের প্রয়োজনেই কারো না কারো সাথে মিশতে হবে! কাছাকাছি অাসতেই হবে!
এভাবে মানুষ পরস্পরে বন্ধুত্ব বা যেন কোন সম্পর্কে জড়িয়েই যায়! অার বন্ধুত্ব-সম্পর্কে ভূল বুঝাবুঝি সৃষ্টি হতেই পারে!

যদি-
এই বন্ধুত্ব বা অন্য কোন সম্পর্কে ককনো অবিশ্বাস বা অহংকার চলে অাসে, তবে মানুষের উচিৎ হলঃ সেই অবিশ্বাস বা অহংকার কে মুছে ফেলা! বন্ধুত্ব কে না! বরং বিশ্বাস ও অাস্হার বাধন কে অারো সুদৃঢ় করে বন্ধুত্ব-সম্পর্ক কে মজবুত করতে হয়!
কেননা,বিশ্বাস একবার হারিয়ে গেলে তা অার অর্জন করা যায় না!

অতএব-
মানব জীবনে 'বন্ধুত্ব-সম্পর্ক' কখনোই নষ্ট করতে নেই! কারণ,পানি যতই ময়লা হোক না কেন,আগুন নেভাতে তা কাজে অাসে! তেমনি 'বন্ধুত্ব' হয়তো..............!

" বন্ধু তোমায় ভালবাসি!ভালবাসি!!ভালবাসি!!!"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

আল মামুন খান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

কাহাফ বলেছেন:
ধন্যবাদ নিবেন!
ভাল থাকার কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.