![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নিয়তীর পথ ধরে চলেছি শুধু! পরিনাম কী তা জানি না!"
মাথার অজানা অংশে প্রতিধ্বনি হচ্ছে কথা টা! কেন হচ্ছে.....!!
ফেলে অাসা অতীত টানছে যেন......!
ফেইসবুক ওপেন করতেই টাইমলাইনে ভেসে অাসলো.......
'মানুসের জীবনে বন্ধু হল ফুলের বাগানের মত! অাদর-যত্ন-ভালবাসার পরিচর্যায় বাগান সতেজটার সুগ্রাণ ছড়িয়ে ভরে দেয় চারিদিক! অার অবহেলা-অনাদরে তা মরে নিষ্প্রাণ হয়ে যায়!'
হয়তো অামার থেকে অবহেলা-অনাদরই প্রকাশ পেয়েছে! অার তাই......!
'অায়না ও ছায়ার মত বন্ধুই জীবনে প্রয়োজন! কেননা, অায়না কখনোই মিথ্যে বলে না অার ছায়া কখনো ছেড়েই যায় না!'
একজন প্রকৃত বন্ধু অর্জনে অাত্মার উৎকর্ষ সাধন করতে হবে!
অাসলে-'অন্যের মাঝে যে বিষয়গুলো নিজের কাছে খারাপ লাগে,তা থেকে বেঁচে থাকাই অাত্মার উৎকর্ষতার মূল উপাদান!'
'চিন্টার পরিশুদ্ধতা ও কথ্য ভাষার মিষ্টতা থাকতেই হবে! কেননা,এ দু'টির অনুপস্হিতি সব অর্জন কে নিঃশেষ করে দেয়!'
মনে রাখতে হবে.......
'সংকটাপন্ন সময় অযাচিত ভাবেই অাসে এবং তা চলেও যায়!'
'মহান অাল্লাহর উপর পুর্ণ অাস্হা রেখে দোয়া করা জরুরী!চরম মূহুর্তে তিঁনি ছাড়া কোন সহায় নেই!'
অামরা ভূলে গেলেও এটাই সত্যি যে......
'দুই পাহাড়ের মাঝে থাকলেও নসীবের বস্তু মিলবে! অার নসীবে না থাকলে দু'ঠোটের মাঝখান হতেও বস্তু উধাও হয়ে যেতে পারে!'
অারেক টা কথা........
'গাছ যত উচু হয়,তার ছায়া ততই ছোট হয়!'
তাই..... উচ্চতার প্রতিযোগীতা না করে অামাদের কে 'বড় মহান' হওয়ার অায়োজন করতে হবে!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৫
কাহাফ বলেছেন:
অামার অাংগিনায় অাপনাকে স্বাগতম জানাই!
ভাল থাকার কামনা......।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
নিলু বলেছেন: মনে রাখতে হবে
০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬
কাহাফ বলেছেন:
অাপনার অাগমনে ধন্য অামি!
অনেক শুভ কামনা জানাই.......।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১
নিলু বলেছেন: অনেক শুভেচ্ছা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩১
কাহাফ বলেছেন:
অাপনাকেও সসশুভেচ্ছা নিরন্তর!!
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল +