নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিয়তীর হাত ধরে চলেছি শুধু,পরিণাম সে তো আমি জানি না!\"

কাহাফ

কাহাফ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন পুরণে আরও একধাঁপ এগিয়ে! গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

'মুক্ত মত- মুক্ত পথ' হ্রদয়ে ধারণ করা কিছু উদ্যমী মানুষদের নিয়ে গঠিত হল 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!



রবি বার (০৮/০২/১৫ইং) সৌদি রাজধানী রিয়াদের 'হারা'য় এক অনাড়ম্বর পরিবেশে গঠিত হল দীর্ঘ প্রতিক্ষিত রিয়াদের 'কমিউনিটি ব্লগারস ফোরাম-রিয়াদ'এর নতুন কমিটি!



প্রবাসের শত কর্ম ব্যস্ততার পরেও একঝাঁক বিশ্বাসী ও কল্যাণের স্বপ্নে বিভোর ব্লগারসদের এই অায়োজনে 'সিবিএফ সেন্ট্রাল সদস্য ব্লগার মেরাজ, নয়া দিগন্তের সৌদি প্রতিনিধি সাংবাদিক সিরাজুল হক মানিক স হ বিশিষ্টজনদের উপস্থিতি ও দিক নির্দেশনা মুলক অালোচনা নতুন কমিটির সুন্দর পদচারণায় ভূমিকা রাখবে ইনশা অাল্লাহ!



পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ব্লগার বিপ্লবীর নান্দনিক পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশিষ্ট ব্লগার তীর্যক১০।



নতুন এই কমিটিতে রয়েছেন অনেক বোদ্ধা ব্লগার,লেখক,অনলাইন এক্টিভিটিস ও সহযোগী। উপদেষ্টা মন্ডলীতে যুক্ত অাছেন কমিউনিটি ব্যক্তিত্ব,ব্যবসায়ী,চাকুরীজীবি ও শিক্ষাবিদ গণ।



'সিবিএফ-রিয়াদ'এর নতুন কমিটিতে যারা-

-------------------------------------------------

*সভাপতিঃ অামিনুল হুদা শাহীন (ব্লগার-তীর্যক১০)

*সিনিয়র সহ সভাপতিঃ মনিরুজ্জামান (ব্লগার-সোনালী দিন)

*সহ সভাপতিঃ লোকমান বিন নূর হাশিম (ব্লগার-লোকমান)



*সাধারণ সম্পাদকঃ ফখরুল ইসলাম (ব্লগার-ফখরুল)

*যুগ্ম সাধারণ সম্পাদকঃ শহীদ মোরারক (ব্লগার-বিপ্লবী)

*দপ্তর সম্পাদকঃ তসলীম খন্দকার।



*প্রচার সম্পাদকঃ কামরুল হাসান ফরাজী (ব্লগার-কাহাফ)

* সহ প্রচার সম্পাদকঃ অাব্দুল অাজীজ (দুখু মিয়া)

*অর্থ সম্পাদকঃ দ্বীন ইসলাম (ব্লগার-কাজল কালো)



*সমাজ কল্যাণ সম্পাদকঃ সাইদুর রহমান (ব্লগার-সাইদুর)

*তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদকঃ অাহমাদ অারিফ (ব্লগার-অাহমাদ অারিফ)

*সাহিত্য বিষয়ক সম্পাদকঃ তৌহিদ বিন ইউসুফ (ব্লগার-তৌহিদ বিন ইউসুফ)



*শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ মুহাম্মাদুল্লাহ ছোটন (ব্লগার-ছোটন)

*প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ ফরিদ মাহবুব (ব্লগার-সালসাবীল_২৫০০)

*সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ মোখতার হোসেন।

*অান্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ কামাল পারভেজ।

*ধর্ম সম্পাদকঃ কামরুল ইসলাম।



নতুন কমিটি ঘোষিত হওয়ার পর উপস্হিত সকল সদস্যদের নিয়ে মুক্ত অালোচনা অনুষ্ঠিত হয়! দেশ ও জাতির স্বার্থে কাধে কাধ মিলিয়ে অমিত সম্ভাবনার এই সৃষ্টিশীল প্লাটফর্ম কে সামনে এগিয়ে নিতে বিদগ্ধ জনেরা গুরুত্বপুর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন!



বাংলাদেশের বর্তমান অসহণীয় পরিস্হিতির অবসান কল্পে সাধ্যানুযায়ী প্রচেষ্টা ও মহান রবের কাছে বিনীত প্রার্থনার অাহবান জানান সবার কাছে!



পরিশেষে- অায়োজকদের পক্ষ থেকে নৈশ ভোজে অংশ গ্রহন করেন সকল উপস্থিতি!



'সাদা ভাতের সাথে সবজী-মাংশ-ডাল' যেন ভৌগলিক ভাবে অনেক দূরে ছেড়ে অাসা প্রিয় দেশ কেই সামনে নিয়ে অাসল! দেশ গড়ার প্রয়োজনে সর্বস্ব বিলিয়ে দেয়ার প্রত্যয়ে বতুব করে অংগিকারাবদ্ধ হলেন সবাি!



সবার সার্বিক স হযোগীতায় ব্লগার ও লেখকদের এ সংগঠন শক্তিশালী হয়ে একটি সুস্থ্য-সুন্দর অাদর্শিক পরিবর্তনে সিবিএফ-রিয়াদের পথচলা হোক অসত্যের বিরুদ্ধে দূর্বার গতিময়-এই শুভ কামনা ও প্রত্যাশা!!



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

কলাবাগান১ বলেছেন: বাংগালীর কাজ ই হল কমিটি করা..... এত সম্পাদক কি কাজ করবে তাদের কাজের কি পরিধি??? কয়দিন পরে প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে দলাদলি......

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮

কাহাফ বলেছেন: অাপনার মন্তব্য কে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই! এমনই হচ্ছে সাধারণতঃ! এমন যেন না ঘটে সেই প্রচেষ্টা করে যাবে 'সিবিএফ-রিয়াদ'!
শুভ কামনার অাশা রইল!!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



Funny

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

কাহাফ বলেছেন:
ফানিময় দুনিয়া!!!!!!!!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

সাদা গোলাপ বলেছেন: হুম পড়লাম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৯

কাহাফ বলেছেন: পড়লেন এবং উপস্হিতিও জানালেন!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.