নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফরাসি বিপ্লবে চট্টগ্রামের ছেলে

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:২০

ফরাসি বিপ্লবের সঙ্গে জড়িয়ে আছে এক দাসের নাম। তার পরিচয় শুধু দাস নয়, সে একজন বিপ্লবী। তার নাম জামর। ১৭৭৩ সাল। চট্টগ্রাম উপক‚লে ইংরেজ দাস-ব্যবসায়ীদের হাতে ধরা পড়েছিল সে। তখন বয়স সবে মাত্র ১১। জাহাজে করে তাকে পাচার করা হয়। গন্তব্য মাদাগাস্কার। সেখান থেকে ফ্রান্স। এই দাসকে কিনে নেন ফরাসি সম্রাট পঞ্চদশ লুই। জামর পড়তে জানতেন। জামর পড়ছিলেন জাঁ জাক রুশোর বই। রুশোর দর্শন তাকে বিদ্রোহী করে তুলল। ধীরে ধীরে আগ্রহ বাড়ল রাজনীতিতে। এরই ফাঁকে একবার গোপনে যোগাযোগ হলো জ্যাকবপন্থি বিপ্লবীদের সঙ্গে। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব শুরু হলে জামর হলেন কমিটি অব পাবলিক সেফটির গুরুত্বপূর্ণ সদস্য।

বিপ্লবীদের হাতে সম্রাটের পতন ঘটল। ৬ ডিসেম্বর ১৭৯৩ সালে মাদাম বারি গ্রেফতার হলে সাক্ষী হিসেবে হাজির করা হয় জামরকে। আদালতে দাঁড়িয়ে জামর নিজের সত্যিকারের পরিচয় প্রকাশ করল। বলল, আমি আফ্রিকার নই, চট্টগ্রামের ছেলে। দাস-ব্যবসায়ীরা আমাকে মাদাগাস্কার নিয়ে যায়। সেখান থেকে নিয়ে আসে ফ্রান্সে।’ ফরাসি লেখিকা ইভ রুজিয়ের তার লো রেভ দো জামর বা জামরের স্বপ্ন (২০০৩) উপন্যাসের মুখবন্ধে বলেছেন, কৈশোরে ভারতের দক্ষিণের বেলাভুমিতে ছিন্নভিন্ন হয়ে যায় জামরের জীবন। সাগর-মহাসাগর আর দ্বীপের বন্দরে বন্দরে কেটেছে জীবনের একটা সময়। দাস হিসেবে সে এসে পৌঁছায় কাউন্টেস বারির কাছে। কৃষ্ণাঙ্গ এ তরুণ এক সময় হয়ে ওঠে ভার্সেইবাসীর চোখের মণি।

মাদাম দ্য বারি এবং দ্য ওয়েজ অব বিউটির লেখিকা জন হাসলিপ বলেছেন, বিপ্লবের সময় জামর প্যারিস রয়্যাল ক্যাফেতে যাতায়াত করত। ইংরেজ বিপ্লবী জর্জ গ্রিভের সঙ্গে সেখানে তার বন্ধুত্ব হয়। জামরের প্রতিকৃতি এঁকেছিলেন ফ্রান্সের সে সময়ের কয়েকজন শিল্পী। তেমনই একটি প্রতিকৃতি এঁকেছিলেন ফরাসি নারী-শিল্পী মারি-ভিক্তোয়ার লোমোয়ান। গাঢ় কৃষ্ণবর্ণের জামরকে কৃষ্ণাঙ্গ বলে মনে হয়। জামরের জীবনতথ্য নিয়ে ১৯৭৮ সালে ফ্রান্স থেকে বেরিয়েছে লা রু পের্দ্যু নামে একটি কমিক উপাখ্যান। ১৮২০ সালের ৭ ফেব্রুয়ারি জামর মারা যায়।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১

জুন বলেছেন: ফরাসী বিপ্লব পাঠ্যসূচীতে ছিল তদুপরি ইতিহাসের প্রতি প্রচন্ড দুর্বলতা থাকায় মোটামুটিভাবে সব কিছুই পড়েছি। ক্নত জামরের ব্যাপারটি আমার কাছে একেবারেই নতুন। খুব ভালো লাগলো যে মহান ফরাসী বিপ্লবে আমাদের দেশের একজন গভীরভাবে জড়িত ছিল জেনে।
+

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

রাসেল সরকার বলেছেন: ইতিহাসের প্রতি যথেষ্ট দুর্বলতা আমারও । বিশেষকরে ফরাসী বিপ্লব সম্পর্কে জানা আমার অাগ্রহ, তাই বিভিন্ন বই-পুস্তক এবং পত্র-পত্রিকা দেখতে থাকি । ফরাসী বিপ্লবে আমাদের দেশের একজন ছেলের ভূমিকা আছে, তা জেনে আমারও অনেক ভাল লাগল ।

২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুন বলেছেন: ফরাসী বিপ্লব পাঠ্যসূচীতে ছিল তদুপরি ইতিহাসের প্রতি প্রচন্ড দুর্বলতা থাকায় মোটামুটিভাবে সব কিছুই পড়েছি। ক্নত জামরের ব্যাপারটি আমার কাছে একেবারেই নতুন। খুব ভালো লাগলো যে মহান ফরাসী বিপ্লবে আমাদের দেশের একজন গভীরভাবে জড়িত ছিল জেনে।
+


আমিও শুনিয়া আপ্লুত................আঁরার চিটাইংগ্যা ফুয়া

৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: চট্টগ্রামে জন্ম হতে পারে তবে শরীরে পূর্ব পুরুষদের রক্ত ছিলো বুঝা যায়

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:০৭

রাসেল সরকার বলেছেন: অন্তরে যদি বিপ্লব নাহি আসে, বৈশাখী জড় বসে নাকো ভৈরব প্রয়োল্লাসে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.