নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় বদর-ওহোদ-কারবালা ।

রাসেল সরকার

প্রিয়নবীর প্রেমহীন আত্মামৃত, সর্ব মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ।

রাসেল সরকার › বিস্তারিত পোস্টঃ

কোরবানির মূল দর্শন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

কোরবানির আভিধানিক অর্থ হচ্ছে, ত্যাগ । পৃথিবীর সকল ধর্মেই ত্যাগের কথা বলা হয়েছে । বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল এবং শান্তি, মুক্তি ও মানবতার ধর্ম -
ইসলামেও ত্যাগের মহিমার দৃষ্টান্ত অনেক রয়েছে । ত্যাগর মাধ্যমেই সত্যের আসন সুপ্রতিষ্ঠিত হয় । কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরবানীর সঠিক দর্শনে, যে পশুটির গলায় ছুরি চালানো হয় তার অস্তিত্ব কতটুকু বিদ্যমান ??? মনুষ্য নামক জীবের ভিতরে যে আত্ম-গরিমা, অহংকার, ক্রোধ, হিংসা ইত্যাদি । এই গুলোকে কোরবানী করতে না পরলে পশুর গলায় ছুরি চালানোর যৌক্তিকতা কতটুকু ???

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

হাকিম৩ বলেছেন: ঈদ মোবারক। আপনার এই লেখাটা আমার মেয়ের কাছে ভালো লেগেছে ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৮

রাসেল সরকার বলেছেন: আল্লাহ ও তার প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের সমীপে আপনার মেয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামণা কামনা করছি । যাতে তার আগামী জীবন একমাত্র মহান প্রিয়নবীর প্রেমে উৎসর্গীত হয় । সালাম

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: কোরবানীর মূল উদ্দেশ্য 'মনুষ্য নামক জীবের ভিতরে যে আত্ম-গরিমা, অহংকার, ক্রোধ, হিংসা' এসবকে মন থেকে দূর করা।

পশু জবাইটা প্রতিকী হিসেবে। মনের ভিতরের পশুত্বকে জবাই করাই আসল। মাংস খাওয়া বা কতটাকার পশু বা আমিষের চাহিদা পূরণ - এসব কখনোই কোরবানীর উদ্দেশ্য ছিল না। যদিও সমাজ অনেক বেশি বদলে গেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৬

রাসেল সরকার বলেছেন: যথার্থই বলেছেন । ধন্যবাদ

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



আগের মানুষের জীবনধারা এখন গ্রহনযোগ্য নয়; কেন মানুষ মানুষ বলি দিয়েছে, কেন পশু বলি দিয়েছে? কারণ, তাদের নলেজ ছিল ভুল ধারণার উপর, ভুল লজিকের উপর প্রতিস্ঠিত।

কারো উদ্দেশ্যে কিছু বলি দান/কোরবান করাটা ছিল ভুল; এখানে কোন দর্শন নেই; এগুলো লজিকহীন ভুল ভাবনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩০

রাসেল সরকার বলেছেন: আত্মা যখন মিথ্যার আধাঁরে নিমজ্জিত থাকে । তখন সত্য-মিথ্যা উপলব্দি করা যায় না ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

মহা সমন্বয় বলেছেন: কোনই যৌক্তিকতা নেই।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

রাসেল সরকার বলেছেন: সত্য ও মানবতা মুক্তির সবচেয়ে বড় কোরবানি কারবালার শাহাদাত ।
আপনি ও আপনার সকল প্রিয়জনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: কিছুদিন আগে এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে এসেছি। এটা ছিল আমার কুরবানি। স্রষ্টা খুশি হোক বা না হোক।

গবিরকে সাহায্যই যদি করতে হয় মহল্লার সবাই মিলে কি গবিরকে স্বাবলম্বী করার কর্মসংস্থান দেয়ার কোন উদ্যোগ নিলে কি হত না? সমাজ ও দেশের মঙ্গল হত না?
এখন তো আপনার টাকা মাংস হয়ে গরীবের পায়খানা হয়ে বের হবে আর কিচ্ছু হবে না।

কেন প্রাণীকে কচুকাটা করেই তাদের গারিবি মিটানো লাগবে ? প্রোটিন ? সেটা তো ডালেই যথেষ্ট আছে , পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। কেন মাংসের নামে নানা রোগবালাই দিচ্ছ গরীবের ঘরে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.