নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে কবি!

রাকেস

ভবগুরে কবি!

রাকেস › বিস্তারিত পোস্টঃ

আমরা কারা?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

যদিও কেউ কর্ণপাত করবেনা,
তবুও কি করব, মানসিক প্রশান্তি লাভের আশায় লেখা -
মুক্তচিন্তা চর্চা নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশী আলোচিত সময় সেই রাজীব হায়দার (থাবা বাবা) হতে।
সরকার, জনগণ, মিডিয়া কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ ভাল ভাবেই চলছে হিসেব নিকেশ!
হিসেব নিকেশ কেন বললাম সেটা একটু পরে বলছি।
2013সালে যখন রাজাকারের ফাঁসির ইস্যু নিয়ে উত্তাল শাহবাগ,
বাংলার ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা সহ আপামর জনতা মিছিলে মিছিলে হুংকার দিচ্ছিল তখনি সময়ের প্রথম পেরেকটি পরে থাবা বাবার খুন নিয়ে, একদিকে সরকার থেকে রাজীব হায়দার কে শহীদ হিসেবে ঘোষণা দেওয়া এবং কার্যত বিরোধীজোট কর্তৃক নাস্তিকতার হুতোমপেঁচা জনতার উপর চাপিয়ে দেওয়া বেশ লক্ষনীয়।
5জানুয়ারি নির্বাচনের পর 14দলিও জোট পুনরায় ক্ষমতায় আসে।
রাজীব হায়দার হতে শুরু হয়ে অভিজিৎ হয়ে গতকাল পর্যন্ত Paplu Bangali তে এসেছে।
এ পর্যন্ত রাজীব হত্যামামলার রায় প্রকাশিত হলেও কতটা আশানুরুপ এবং অন্যান্য মামলার দীর্ঘমেয়াদী ফলাফল কতটা আশা জাগানিয়া তা ভেবে দেখুন। সমাজে যখন নতুন কোন সমস্যার সৃষ্টি হয় তখন আইনের মাধ্যমে তা দ্রুত সমাধান হয় এবং সেই সমস্যা যাতে পুনরায় না ঘটে তা সর্বোচ্চ নিশ্চয়তা পায়।
কিন্তু এই সমস্যা যেন জাতির গাঢ়ে চেপে বসেছে।
গতকাল সর্বশেষ আক্রমণ করা হল পাপলু বাঙালির উপর।
দেশের প্রধান মিডিয়াগুলো কি আশ্চর্য ভাবে এরিয়ে গেল?
কিন্তু যদি মারা যেত তাহলে চলত লাইভ,
রাতে চলত টকশো,
রেটিং পয়েন্ট হুরহুর করে বেরে যেত।
সরকার থেকে এ ব্যাপারে কোন কথাও শোনা যায়নি।
আজ কিন্তু তাকে কেউ গাজী বলে ভূষিত করেনি!
তার স্ট্যাটাসে একটা কথা বলছেন যে কারো কাছেই সে নিরাপদ নয়!
কেন নিরাপদ নয়?
কেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখতে পারছেননা জনগণ?
এর দায় কার?
উপর্যুপরি এই রকমের হামলার দায় কি কেউ নিবেনা?
মুক্তবুদ্ধিচর্চাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর কত?
ভালথেক বাংলাদেশ,
বেঁচে থাকুক মানবতা,
মুক্তবুদ্ধিচর্চার জয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.