![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন নারী চায়না জাতি,
ঘরের কোণে ঘাপটি মেরে,
মনের কোণে প্রেম লুকিয়ে,
অন্ধকারে যায় হারিয়ে!
এমন নারী চায়না জাতি,
পুঁথি পরে কাঁথা বুনে,
থালা বাসন মাজার তালে,
কাপড় চোপড় যায় কাচিয়ে!
নারী পুরুষ এক সমানে,
হাত উচিয়ে অনশনে,
হিমালয়ের চুরায় চরে,
জয় করিবে আপন বেশে!
নারী পুরুষ এক সমানে,
জঙ্গীবিমান এরোপ্লেনে,
অফিস কিংবা খেলার মাঠে,
আনবে তারা জয় ছিনিয়ে!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
রাকেস বলেছেন: ছবিটা পাল্টাব। কমে্টর করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: ছন্দময় সত্য কথা। ভালো হয়েছে।
তবে ছবিটি ভালো লাগেনি।