নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

এক দুঃসাহসিক জাতির কাব্য!!!

১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)



(উপরের সকল ছবিই নেট হতে)

এই কি স্বাধীনতা? একটা জাতির নৈতিকতা আর শিক্ষার কতোটা অবক্ষয় হলে এমন হয়? জতিতে কতোটা বেকারত্ব আর আকাইম্মাত্ব ভর করলে এমন বিষয় নিয়ে মাতামাতি করা সম্ভব হয়? যেই সুশীলরা এখন বলতে আসবেন আমি তবে কে? তাদের উদ্দেশ্যে আগেই বলে রাখি, আমিওতো এই জাতিরই অংশ। নাইলে এমন বিষয় নিয়ে ব্লগে লিখছি?

এসব দেখে ভাবি, এরই নাম কি উন্নয়ন? এইসব দেখলে মনে হয় সোস্যাল মিডিয়া কি তবে থার্ডক্লাস ব্যক্তিদের হাতেই জিম্মি? সময়ের সাথে-সাথে আমরা কি অগ্রগামী হচ্ছি নাকি পশ্চাৎগামী হচ্ছি? আর এ্যাডাল্ট কন্টেন্টের কথা কি বলবো? সোস্যাল মিডিয়া যেনো এখন পর্নসাইটের কম্পিটিটর! এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটর!!!

এদের মাথায় যেনো খালি একটা শব্দই ঘুরে, “ভাইরাল”! কি ভাইরাল করবে সেটা বিষয় না। খালি টপিক পেলেই হলো। কতোদিন করছে “চেতনা” নিয়া। তারপর কিছুদিন খাইলো “সমন্বয়ক” দিয়া। এখন খাওয়া শুরু করছে “উপদেষ্টা” দিয়া। এদের রুচি আর চিন্তাভাবনা যতো দেখি, ততো ভাবি। এই সমাজ কি তবে সুস্থ্য মানুষের জন্য না?

আর হবেই কিভাবে? সুস্থ্য মানুষের জন্য হলে কি আর মুনতাহার মতো শিশু হত্যা হয়? খতিব সন্তানের হাতে মা খুন হয়? এই সমাজে বেঁচে থাকতে পারাটাই কি কম পাওয়া? পঁচে-গলেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। এটা কি কম দুঃসাহসের বিষয়????

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো সব আইওয়াশ! উপদেষ্টা নিয়োগের ঘটনা থেকে মনোযোগ সরানোর কৌশল। পোলাপান সারাদিন আজকে সায়েদ আব্দুল্লাহ কে নিয়ে ব্যস্ত। তবে নিঝুম মজুমদারের ক্রিকেট বিশ্লেষণ অসাধারণ; কেন যে দালালি তে গেল!

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১০

জটিল ভাই বলেছেন:
কে দালালি করে নাই?

২| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

আজব লিংকন বলেছেন: উনারা কারা ? কি বিষয় বুঝলাম না?

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১০

জটিল ভাই বলেছেন:

৩| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৪

মেঠোপথ২৩ বলেছেন: এই ছবিগুলো কিন্ত তীব্র ব্যাঙ্গাত্মক ও অর্থবহ। এর মাঝে শিক্ষার অবক্ষয় খোজার বিষয়টা বোধগম্য হল না।

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৫

জটিল ভাই বলেছেন:
ভাই ট্রল করাই কি শিক্ষার মূল উদ্দেশ্য? এভাবে ট্রল করার জন্য কি শিক্ষিত হওয়া? নাকি প্রোডাক্টিভ কিছু করার উদ্দেশ্য শিক্ষা? আর এখন যা শুরু হয়েছে তা এতো ঘনঘন হলে কি উত্তম? এসবের জ্বালায় সোস্যাল মিডিয়ায় যাওয়া দায়! লেবু বেশি কঁচলানো কি সুশিক্ষার পরিচয় হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.