নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নিজের মোবাইল এবং হাতে এডিট করা)
স্বপ্ন দেখি সামু ব্লগের কল্যাণে আমি রাষ্ট্রপতি হয়ে গেছি। তারপর হতে বিষয়টা মাথায় খুব যন্ত্রণা দিচ্ছে। ভেবে দেখলাম, আসলেইতো! সামু ব্লগের ব্লগার বলে কথা! এমন গুরুত্বপূর্ণ পদ ক’জন অর্জন করতে পারে! সামুর ব্লগার হওয়াই বিশ্ববাসীর একমাত্র ধ্যান-জ্ঞাণ! প্রতিদিন সামু ব্লগের অফিসের সামনে দেখি কোটি-কোটি টাকার বিনিময়ে লোকে সামুর ব্লগার হবার ফরম কিনে। একবার হতে পারলে সারাজীবন নিশ্চিন্তে বসে খাবার ব্যবস্থা। ক’জনরের ভাগ্যে জুটে এই উপাধি? চায়ের দোকান হতে সংসদ পর্যন্ত এমন কেউ বাদ নেই যে সামু ব্লগের খবর না রাখে। পত্রিকা খুলেই আগে খুঁজে সামু ব্লগের কি আপডেট আছে! নিউজ চ্যানেলগুলোর প্রধান শিরোনামে থাকে এই সামু ব্লগ। কতো লোকের স্বপ্ন এই সামুর ব্লগার হওয়া! আনাচে-কানাচে কতো ডাই-হার্ড ফ্যান! আর আমি কিনা এমন একটা সুযোগ হাত ছাড়া করে চলেছি!
No man.
It's not fair.
Please be classy.
তাই এবার রাষ্ট্রপতি হবার জন্য এখন হতেই নিজেকে তৈরী করা শুরু করে দিচ্ছি। ভাবছি একদিন সময় করে বঙ্গভবনটা ঘুরে দেখে আসবো, কেননা তখন থেকেতো ওখানেই সময় কাটাতে হবে। গামছাটা কোথায় রাখবো, আর বদনাটাইবা কোথায় রাখবো সেই স্থানটাতো এখনই নির্ধারণ করে ফেলা দরকার। তাছাড়া শীতের দিন। কম্বলের কথাটাও ভাবতে হবে। সামুর সীল গায়ে থাকলে ঠ্যাকায় কে? তাই এখনই নির্বাচনী পোস্টারের একটা ফরমেট তৈরী করে ফেললাম। সবাই মিলে একটু কষ্ট করে দেখতেন যদি আরো কিভাবে ক্লাসি করা যায়…….
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্লগার লীগ মনোনিত
২৪-এর বীর মুক্তিসেনা
সামু কাঁপানো ব্লগার
বিশিষ্ট্য দানবীর, শো-অফকারি, সাদা মনের ব্লগার
সময়ের সাহসী লেখনী
একাধারে বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, আবিষ্কারক, কবি, সাহিত্যিক
বিশিষ্ট্য সমালোচক, তার্কিক, তীর্যক মন্তব্যকারক
স্বনামধন্য হালকা-পাতলা মানসিক সমস্যাযুক্ত
যুগশ্রেষ্ঠ্য সামুজয়ী ও সামু সনেটের প্রবর্তক মহাজাগতিক চিন্তার ভাইস্তা
ব্লগের অতন্দ্র প্রহরী
ব্লগশ্রেষ্ঠ্য ব্লগের ইজারা গ্রহীতা
ডিজিটাল ফিনিক্স পাখি
জনাব জটিল ভাইকে
রাষ্ট্রপতি পদে আপনার মহামূল্যবাণ ভোটটি প্রদান করে জয়যুক্ত করার মাধ্যমে দেশ ও জাতির ইজারা গ্রহণের সুযোগ করে দিন।
সামনে আসছে শুভ দিন,
জটিল ভাইকে ভোট দিন।
জটিল ভাইকে দিলে ভোট,
ফ্রিতে পাবেন জটিল কোট।
এক মুরগীর দুই ঠ্যাং,
জটিল ভাইকে ভোট দেন।
আপাতত এই কয়টা স্লোগান মাথায় আসলো। আরোকিছু স্লোগান লাগবে। দয়া করে সাজেস্ট করবেন……
জয় সামু ব্লগ!
আপনাদের পক্ষ হতে দেওয়া স্লোগানসমূহ-
যোগ্য নেতা জটিল ভাই,
রাস্ট্রপতি পদে তাহাকেই চাই।
-বিপ্লবী সৈয়দ কুতুব
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫০
জটিল ভাই বলেছেন:
স্লোগানটা সুন্দর হইছে না আপা?
২| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: যোগ্য নেতা জটিল ভাই/রাস্ট্রপতি পদে তাহাকেই চাই।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
জটিল ভাই বলেছেন:
ওয়াও! থেংকিউ। থেংকিউ। দাঁড়ান পোস্টে যুক্ত করে দিচ্ছি
৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: একমাত্র প্রার্থী হিসেবে আপনাকে বিজয়ী ঘোষণা করা হইল।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহা...... ভাই, একাধারে এতোকিছু! বিজয়ীতো করতেই হবে
জটিলবাদ!
৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১০
জিকোব্লগ বলেছেন:
আপনার কি মার্কা ?
নাকি সব মার্কায় জটিল ভাইয়ের।
ভোট দিলেও জটিল ভাই রাষ্ট্রপতি।
না দিলেও জটিল ভাই রাষ্ট্রপতি।
কষ্টকরে ভোট সেন্টারে আসার দরকার নাই।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
জটিল ভাই বলেছেন:
মিয়া, "ব্লগশ্রেষ্ঠ্য ব্লগের ইজারা গ্রহীতা" বলে কথা। আপনি মার্কা দিয়া করেন কি? আসলেই আপনে একজন দুষ্টু ব্লগার
মন্তব্যে জটিলবাদ জানবেন
৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
রবিন.হুড বলেছেন: জটিল ভাইকে এমন সাহসী স্বপ্ন দেখার জন্য জটিলবাদ জানাচ্ছি।
বাই দ্যা বাই, শোনেন জটিল ভাই।
আপনি স্বপ্ন দেখেন আর ফান পোস্ট দেন সমস্যা নাই।
আমি বাস্তবে প্রতিদিন বঙ্গভবন দেখি
রাষ্ট্রপতির পুকুরের পানি দেখি আর ব্লগ লিখি
তাছাড়া আমার দাদা ছিলেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা (বয়স-৩৫) অনেক আগেই অর্জন করেছি। তাই প্রেসিডেন্ট হওয়া আমার নৈতিক অধিকার। বিষয়টা ভেবে আগে বাড়ান। এটা মোটেও ফানি মন্তব্য নয়।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২
জটিল ভাই বলেছেন:
সত্যি বলতে আমিও আপনার জাগ্রত জনতা পর্টিকেই একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করছি। তাইতো সংসদসদস্য হবার চিন্তাই ছেড়ে দিয়েছি। লাখ-লাখ ভোটারের চাইতে ৩০০ ভোটার ম্যানেজ করা সহজ মনে করছিলাম। কিন্তু আপনি আমার সেই আশাতেও পানি ঢাইল্যা দিলেন
৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মহাজাগতিক চিন্তার ভাইস্তা কথাটা বাদ পড়েছে।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪
জটিল ভাই বলেছেন:
সরি! সরি! সরি আংকল। বিরাট ভুল হয়ে গেছে।
রাষ্ট্রপতি হবার নেশায় নিজের স্বত্বাকেই ভুলে যাচ্ছিলাম।
যুক্ত করে দিলাম।
মনে করে দেবার জন্যে আন্তরিক জটিলবাদ জানাই
৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
রবিন.হুড বলেছেন: হাল ছাড়লে চলবে না জটিল ভাই। যদিও আমি হালে পানি পাচ্ছি না। আমি আপনার আশায় পানি ঢাললওে আশার গুড়ে বালি দেই নি। আপনি এগিয়ে যান সামু ব্লগার আছে আপনার সাথে। আর একটা বিষয় বিরোধী পক্ষ থাকা খারাপ না। একটা দেশের উন্নয়নের প্রধান শর্ত হলো শক্তিশালী বিরোধীদল থাকা। হাসিনা বু এর কোন বিরোধী দল না থাকার কারনে তিনি দেশের প্রকৃত উন্নয়ন না করে লোক দেখানো, চোখ ধাধাঁনো উন্নয়নের নামে নিজের পকেট ভারী (থুক্কু! তার তো পকেট নাই) ছেলের পকেট ভারী করতে পুকুর, সাগর দিঘি সব চুরি করেছেন। এর দায় কিন্তু হাসিনা বু এর নয় আমার আপনার আমজনতার। তাই বলি কি নির্বাচন করার আগে জনগণকে জাগ্রত করতে হবে।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
জটিল ভাই বলেছেন:
তাতো অবশ্যই। কিন্তু জনগণের ঘুম ভোটের আগের রাতে টাকা ছিঁটানো ছাড়া কি ভাঙ্গবে?
আমি বা আপনি, আপনি বা আমি। সমস্যা নাই। আপনি রাষ্ট্রপতি হলে আমি না'হয় ছায়া রাষ্ট্রপতি হয়েই থাকলাম জাতীয় পর্টির মতো।
খালি ভাগ-বাটোয়ারার সময় আমার দিকে একটু খেয়াল রাইখেন।
ফিরে এসে আন্তরিক মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন
৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৬
রবিন.হুড বলেছেন: রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!
ফররুখ আহমেদ জনগণের জন্য ভোর প্রত্যাশা করলেও জনগণের ঘুম ভাঙ্গাতে পারেন নি। আমাকে আপনাকেই জনগণকে ঘুম থেকে জাগিয়ে তুলে রাজনৈতিক সচেতন করতে হবে দেশ ও জাতির স্বার্থে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক মুরগীর দুই ঠ্যাং
জটিল ভাইকে ভোট দেন