নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণঃ সৌহার্দ্যপূর্ণ ব্লগ কমিউনিটি গঠনের আহ্বান।

২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

সম্মানিত ব্লগারগণ,

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আমাদের এই কমিউনিটির পরিবেশকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে সহায়তা করবে।

১। মত প্রকাশের স্বাধীনতা এবং এর সীমারেখা

ক। সামহোয়্যারইন ব্লগ একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে সবাই তাদের মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করেন। আমরা সব ধরনের মতামতকে শ্রদ্ধা জানাই এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্ট্রীয় আইন বা অন্যের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করে। তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু পোস্টে ভিত্তিহীন তথ্য, গুজব বা অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে, বিশেষত রাজনৈতিক ইস্যুতে। যে কোনো পোস্ট প্রকাশের ক্ষেত্রে গ্রহণযোগ্য সূত্র বা প্রমাণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খ। রাজনৈতিক বিষয়ে সচেতনতা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, ব্লগাররা সমসাময়িক রাজনৈতিক ইস্যুসহ নানাবিধ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিপূর্ণ এবং সুষ্ঠু আলোচনায় অংশ নিক। যে কোনো যৌক্তিকভাবে প্রকাশিত পোস্ট সমান গুরুত্ব ও সুবিধা পাবে। তবে দয়া করে ব্লগ টিমকে আপনার মতাদর্শের বিরুদ্ধে যায় এমন কোনো পোস্ট সরানোর অনুরোধ করবেন না।

গ। সামহোয়্যারইন ব্লগ নীতিগতভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে বাংলাদেশের একমাত্র স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেয়। সেই যুদ্ধে যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাজনৈতিক, ধর্মীয় বা অন্যান্য আদর্শগত কারণে অবস্থান নিয়েছিল, তাদের এবং তাদের আদর্শের সমর্থকদের এই ব্লগ স্বাগত জানায় না। তবুও, যদি এমন মতাদর্শের কেউ ব্লগে যুক্ত হতে চান, তাঁরা যে কোনো যৌক্তিক আলোচনা বা মত প্রকাশ করতে পারেন। তবে কোনো লেখা ব্লগের নীতিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হলে সেটি ব্লগের নীতিমালার আওতায় আনা হবে।

ঘ। গত এক দশকে বা তারও পুর্বে সংঘঠিত বিভিন্ন গুম, খুন বা রাজনৈতিক হত্যাকান্ড, দুর্নীতি ইত্যাদিকে সমর্থন বা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট ভাবধারার অসৎ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে কোন প্রকাশিত পোস্টকে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ নীতিমালার আওতায় আনবে।

২। ধর্মীয় আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধা

সামহোয়্যারইন ব্লগে বিভিন্ন বিশ্বাস, চিন্তাধারা এবং মতাদর্শের মানুষ একত্রে যুক্ত আছেন। ধর্মীয় আলোচনায় সব সময় যৌক্তিকতা বজায় রাখুন এবং অন্যের বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন।

যদি কোনো পোস্টে অযৌক্তিকভাবে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা গোষ্ঠীকে কটাক্ষ করা হয়, তাহলে ব্লগ টিম কমিউনিটির সৌহার্দ্য বজায় রাখতে অভিযুক্ত ব্লগারের ব্লগিং সুবিধা স্থগিত করা হতে পারে। একইভাবে, যারা ধর্ম বিশ্বাস করেন না, তাদের প্রতি অযাচিত ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হলেও তা ব্লগের নীতিমালার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


৩। মতপার্থক্য এবং পারস্পরিক সহনশীলতা

ব্লগ একটি বৈচিত্র্যময় প্ল্যাটফর্ম, যেখানে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যুক্তিনির্ভর সমালোচনা করা আমাদের সবার অধিকার। তবে এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কারও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হয়, কিংবা কাউকে অপমান বা অপদস্থ করা হয়, সেটি আর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা কোনো ব্লগারকে ক্রমাগত অপমানজনক বা উস্কানিমূলক আচরণ করতে দেখলে তাকে প্রয়োজনীয় সতর্কতার পর স্থায়ীভাবে ব্লগ থেকে নিষিদ্ধ করতে বাধ্য হবো। সাম্প্রতিক সময়ে ব্লগার সোনাগাজী-এর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সামহোয়্যারইন ব্লগ টিম তাঁকে যথেষ্ট সুযোগ দিয়েছে, অনুরোধ জানিয়েছে নীতিমালাকে শ্রদ্ধা করার, মেনে চলার। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আমরা তাঁকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন।


৪। নীতিমালার সমতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি

অনেকেই দাবি করেন যে, সামহোয়্যারইন ব্লগের নীতিমালা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—ব্লগ টিম প্রতিটি ব্লগারের পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যথাসম্ভব সুবিধা প্রদান করে।

উদাহরণস্বরূপ, ব্লগার শাহ আজিজ একজন বয়োজ্যেষ্ঠ সাবেক শিক্ষক ও ভাস্কর। তাঁর অবসর সময় সামহোয়্যারইন ব্লগেই কাটে। তিনি সংবাদপত্র থেকে প্রকাশিত লেখা কপি করে ব্লগে পোস্ট করেন, যা আমরা তাঁর শারীরিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মানবিক বিবেচনায় অনুমোদন করেছি। কিন্তু একই কাজ অন্য কেউ করলে সেটি নীতিমালার আওতায় আসবে।

এই বিষয়টি অনেকেই জানার পরও আপত্তি তুলেন এবং কখনো কখনো তীর্যক মন্তব্য করেন। আমরা সবাইকে অনুরোধ করব, দয়া করে মানবিকতার পরিচয় দিন। আমরা এখানে কেউ যুদ্ধ করতে আসিনি। মতপার্থক্য থাকলেও কাউকে ঘৃণা করা বা শত্রুতা প্রদর্শন করা সমাধান হতে পারে না।মানবিকতা কেবল মনে ধারণ করলেই চলবে না; তার যথাযথ প্রয়োগও করতে হবে।

নতুন কোনো ব্লগার ভুল করলে তাঁকে আক্রমণ না করে বুঝিয়ে বলুন। এতে ব্লগের পরিবেশ আরও সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক হবে।

সবশেষে, আমরা সবাই মিলে সামহোয়্যারইন ব্লগকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা একসঙ্গে বিকশিত হয়।

সবাই ভালো থাকুন, শুভ ব্লগিং!
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা সবাই মিলে সামহোয়্যারইন ব্লগকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই,
যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা একসঙ্গে বিকশিত হয়।

................................................................................................................
আমরা সবাই তা প্রত্যাশা করি ।
তবে এই ব্লগে যে ধরনের জোটবদ্ধ ভাবে কাউকে টার্গেট করে বিভিন্ন বক্তব্য আসে
এইসব মনোভাব যতদিন ব্লগ থেকে মুক্ত না হবে , ততদিন ভালো কিছু আশা করা যায় না ।
ব্লগে সাহি ত্য ও সমসাময়ি ক আলোচনার চারন ক্ষে ত্রে থাকবে উন্মুক্ত আকাশ,
কিন্ত আমরা কি দেখি ???
নির্দিষ্ট কিছু ব্লগার এবং কোন কোন ক্ষেত্রে কর্তৃপক্ষ ও নিরপেক্ষ থাকতে পারেন না ।

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২১

জনারণ্যে একজন বলেছেন: শাহ আজিজ সাহেবেকে উধৃত করে দেয়া উদাহরণ থেকে আবারো প্রমাণিত হইলো - আইনেরও ফাঁক আছে।

যাউগ্গা, ফাঁক-ফুঁক নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আদার ব্যাপারী আমি, জাহাজের খপর দিয়া কামডা কি! ফাঁক-ফোঁকর নিয়ে যারা কাজ-কম করে, ঐটা তাদের দায়িত্বে ছাইড়া দিয়া আপাতত ইয়ে (আহেম, আহেম) নিয়ে বসা যাক।

সন্ধ্যাটা বেশ চমৎকার!

পুনশ্চঃ ব্লগারদের প্রতি সামহোয়্যারইন টিমের মমতা এবং দায়িত্বশীলতার প্রমান পাইয়া চউক্ষে পানি আইসা পড়ছে। এই উপলক্ষে দু'চুমুক বেশি পান করা যাইতেই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.