নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণঃ সৌহার্দ্যপূর্ণ ব্লগ কমিউনিটি গঠনের আহ্বান।

২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

সম্মানিত ব্লগারগণ,

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আমাদের এই কমিউনিটির পরিবেশকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে সহায়তা করবে।

১। মত প্রকাশের স্বাধীনতা এবং এর সীমারেখা

ক। সামহোয়্যারইন ব্লগ একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে সবাই তাদের মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করেন। আমরা সব ধরনের মতামতকে শ্রদ্ধা জানাই এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্ট্রীয় আইন বা অন্যের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করে। তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু পোস্টে ভিত্তিহীন তথ্য, গুজব বা অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে, বিশেষত রাজনৈতিক ইস্যুতে। যে কোনো পোস্ট প্রকাশের ক্ষেত্রে গ্রহণযোগ্য সূত্র বা প্রমাণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খ। রাজনৈতিক বিষয়ে সচেতনতা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, ব্লগাররা সমসাময়িক রাজনৈতিক ইস্যুসহ নানাবিধ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিপূর্ণ এবং সুষ্ঠু আলোচনায় অংশ নিক। যে কোনো যৌক্তিকভাবে প্রকাশিত পোস্ট সমান গুরুত্ব ও সুবিধা পাবে। তবে দয়া করে ব্লগ টিমকে আপনার মতাদর্শের বিরুদ্ধে যায় এমন কোনো পোস্ট সরানোর অনুরোধ করবেন না।

গ। সামহোয়্যারইন ব্লগ নীতিগতভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে বাংলাদেশের একমাত্র স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেয়। সেই যুদ্ধে যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাজনৈতিক, ধর্মীয় বা অন্যান্য আদর্শগত কারণে অবস্থান নিয়েছিল, তাদের এবং তাদের আদর্শের সমর্থকদের এই ব্লগ স্বাগত জানায় না। তবুও, যদি এমন মতাদর্শের কেউ ব্লগে যুক্ত হতে চান, তাঁরা যে কোনো যৌক্তিক আলোচনা বা মত প্রকাশ করতে পারেন। তবে কোনো লেখা ব্লগের নীতিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হলে সেটি ব্লগের নীতিমালার আওতায় আনা হবে।

ঘ। গত এক দশকে বা তারও পুর্বে সংঘঠিত বিভিন্ন গুম, খুন বা রাজনৈতিক হত্যাকান্ড, দুর্নীতি ইত্যাদিকে সমর্থন বা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট ভাবধারার অসৎ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে কোন প্রকাশিত পোস্টকে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ নীতিমালার আওতায় আনবে।

২। ধর্মীয় আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধা

সামহোয়্যারইন ব্লগে বিভিন্ন বিশ্বাস, চিন্তাধারা এবং মতাদর্শের মানুষ একত্রে যুক্ত আছেন। ধর্মীয় আলোচনায় সব সময় যৌক্তিকতা বজায় রাখুন এবং অন্যের বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন।

যদি কোনো পোস্টে অযৌক্তিকভাবে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা গোষ্ঠীকে কটাক্ষ করা হয়, তাহলে ব্লগ টিম কমিউনিটির সৌহার্দ্য বজায় রাখতে অভিযুক্ত ব্লগারের ব্লগিং সুবিধা স্থগিত করা হতে পারে। একইভাবে, যারা ধর্ম বিশ্বাস করেন না, তাদের প্রতি অযাচিত ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হলেও তা ব্লগের নীতিমালার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


৩। মতপার্থক্য এবং পারস্পরিক সহনশীলতা

ব্লগ একটি বৈচিত্র্যময় প্ল্যাটফর্ম, যেখানে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যুক্তিনির্ভর সমালোচনা করা আমাদের সবার অধিকার। তবে এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কারও ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হয়, কিংবা কাউকে অপমান বা অপদস্থ করা হয়, সেটি আর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা কোনো ব্লগারকে ক্রমাগত অপমানজনক বা উস্কানিমূলক আচরণ করতে দেখলে তাকে প্রয়োজনীয় সতর্কতার পর স্থায়ীভাবে ব্লগ থেকে নিষিদ্ধ করতে বাধ্য হবো। সাম্প্রতিক সময়ে ব্লগার সোনাগাজী-এর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সামহোয়্যারইন ব্লগ টিম তাঁকে যথেষ্ট সুযোগ দিয়েছে, অনুরোধ জানিয়েছে নীতিমালাকে শ্রদ্ধা করার, মেনে চলার। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আমরা তাঁকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন।


৪। নীতিমালার সমতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি

অনেকেই দাবি করেন যে, সামহোয়্যারইন ব্লগের নীতিমালা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—ব্লগ টিম প্রতিটি ব্লগারের পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যথাসম্ভব সুবিধা প্রদান করে।

উদাহরণস্বরূপ, ব্লগার শাহ আজিজ একজন বয়োজ্যেষ্ঠ সাবেক শিক্ষক ও ভাস্কর। তাঁর অবসর সময় সামহোয়্যারইন ব্লগেই কাটে। তিনি সংবাদপত্র থেকে প্রকাশিত লেখা কপি করে ব্লগে পোস্ট করেন, যা আমরা তাঁর শারীরিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মানবিক বিবেচনায় অনুমোদন করেছি। কিন্তু একই কাজ অন্য কেউ করলে সেটি নীতিমালার আওতায় আসবে।

এই বিষয়টি অনেকেই জানার পরও আপত্তি তুলেন এবং কখনো কখনো তীর্যক মন্তব্য করেন। আমরা সবাইকে অনুরোধ করব, দয়া করে মানবিকতার পরিচয় দিন। আমরা এখানে কেউ যুদ্ধ করতে আসিনি। মতপার্থক্য থাকলেও কাউকে ঘৃণা করা বা শত্রুতা প্রদর্শন করা সমাধান হতে পারে না।মানবিকতা কেবল মনে ধারণ করলেই চলবে না; তার যথাযথ প্রয়োগও করতে হবে।

নতুন কোনো ব্লগার ভুল করলে তাঁকে আক্রমণ না করে বুঝিয়ে বলুন। এতে ব্লগের পরিবেশ আরও সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক হবে।

সবশেষে, আমরা সবাই মিলে সামহোয়্যারইন ব্লগকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা একসঙ্গে বিকশিত হয়।

সবাই ভালো থাকুন, শুভ ব্লগিং!
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ৩৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা সবাই মিলে সামহোয়্যারইন ব্লগকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই,
যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা একসঙ্গে বিকশিত হয়।

................................................................................................................
আমরা সবাই তা প্রত্যাশা করি ।
তবে এই ব্লগে যে ধরনের জোটবদ্ধ ভাবে কাউকে টার্গেট করে বিভিন্ন বক্তব্য আসে
এইসব মনোভাব যতদিন ব্লগ থেকে মুক্ত না হবে , ততদিন ভালো কিছু আশা করা যায় না ।
ব্লগে সাহি ত্য ও সমসাময়ি ক আলোচনার চারন ক্ষে ত্রে থাকবে উন্মুক্ত আকাশ,
কিন্ত আমরা কি দেখি ???
নির্দিষ্ট কিছু ব্লগার এবং কোন কোন ক্ষেত্রে কর্তৃপক্ষ ও নিরপেক্ষ থাকতে পারেন না ।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন:
এই ধরনের জোটবদ্ধ হয়ে কিছু করা আমাদের স্বভাবজাত প্রবণতা। যার প্রতি আমাদের অনাগ্রহ বা বিরূপ মনোভাব থাকে, তাকে কেন্দ্র করেই আমরা প্রায়শই সকল বিদ্বেষ উগরে দিতে চাই। এই ব্লগও তার ব্যতিক্রম নয়। তবে মানুষের পরিপক্কতা আসলে এখানেই প্রকাশ পায়—যখন কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে যুক্তি, সহনশীলতা এবং শ্রদ্ধার মাধ্যমে মত প্রকাশ করতে পারে।

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২১

জনারণ্যে একজন বলেছেন: শাহ আজিজ সাহেবেকে উধৃত করে দেয়া উদাহরণ থেকে আবারো প্রমাণিত হইলো - আইনেরও ফাঁক আছে।

যাউগ্গা, ফাঁক-ফুঁক নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আদার ব্যাপারী আমি, জাহাজের খপর দিয়া কামডা কি! ফাঁক-ফোঁকর নিয়ে যারা কাজ-কম করে, ঐটা তাদের দায়িত্বে ছাইড়া দিয়া আপাতত ইয়ে (আহেম, আহেম) নিয়ে বসা যাক।

সন্ধ্যাটা বেশ চমৎকার!

পুনশ্চঃ ব্লগারদের প্রতি সামহোয়্যারইন টিমের মমতা এবং দায়িত্বশীলতার প্রমান পাইয়া চউক্ষে পানি আইসা পড়ছে। এই উপলক্ষে দু'চুমুক বেশি পান করা যাইতেই পারে।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: শুভ সন্ধ্যা।

৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগটিমের ব্লগারেরা কি দলবদ্ধ হয়ে আক্রমণ চালান?

৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

ক্লোন রাফা বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম করা যেতেই পারে । কারো জিবনের শেষ বেলার কিছু কথা , মতামত কিংবা অন্য কিছু যদি ব্লগে যুক্ত হয়ে যায় । আমি মনে করি তা ব্লগ’কে সমৃদ্ধ করে । মানুষের জিবন ক্ষনস্থায়ি তার সময়কে কি চিরস্থায়ী শব্দের ব্যাবহারে ব্যাহত করা ঠিক⁉️
আশা করি ব্লগ টিম ব্যাতিক্রম সিদ্ধান্ত গ্রহণ করার সাহস রাখে !
ধন্যবাদ , ব্লগ টিম ও সকল ব্লগার বৃন্দ’কে।
Just do it Please .

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: অবশ্যই রাফা। ব্যতিক্রম তো অবশ্যই করা যেতেই পারে। আপনার চিন্তার সাথে আমরাও একমত। কিন্তু সবকিছুর একটি সীমাবদ্ধতা আছে, যার কোন সীমা নেই তা নিয়ন্ত্রনহীন। নিয়ন্ত্রন না থাকলে তা বিপদের কারন হয়ে দাঁড়ায়।

বর্তমান সময়টা খুবই গুরুত্বপুর্ন, ইতিহাসের একটি বিবর্তনের সময়। এই সময় যারা দায়িত্ববান, সচেতন তাদের সকলেরই নিজ নিজ প্রেক্ষাপট থেকে কন্ট্রিবিউশন রাখা উচিত।

৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভ্যন্তরীণ রাজনৈতিক মত-ভিন্নতা থাকবেই, মার্জিত ও গ্রহণযোগ্য ভাষায় যুক্তি-তর্ক চলবে। তবে, বাংলাদেশ-বিদ্বেষ, ধর্ম-বিদ্বেষ বিশেষ করে ইসলাম-বিদ্বেষ, ব্যক্তি-আক্রমণ, এসব নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই। মুক্ত-আলোচনার নামে দিনের পর দিন কেউ যদি অন্যদেরকে আক্রমণ করতে থাকেন, বারংবার সতর্ক করার পরও নিজেকে সংশোধন না করেন, তাকে ব্লগে টিকিয়ে রাখার কোনো যুক্তি দেখি না। কোনো অজুহাতেই কাউকে ছাড় দেয়া উচিত নয়; ছাড় দিতে হলে সবাইকে একই স্কেলে ছাড় দেয়ার পক্ষে আমি।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৩

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা কোনো ধর্মকে বিশেষভাবে গুরুত্ব দিই না। তাই ইসলাম বিদ্বেষ বা হিন্দু বিদ্বেষের মতো বিষয় তুলে ধরার পরিবর্তে, আমরা মূলত তাদেরকেই চিহ্নিত করতে চাই যারা ধর্মকে ব্যবহার করে অপ্রয়োজনীয় ঘৃণা ছড়ায়।

এটি অনস্বীকার্য যে, কোনো মতাদর্শের একজন অনুসারী হিসেবে সেই মতের সামান্য সমালোচনাও অনেক সময় নেতিবাচক বলে মনে হতে পারে। তাই, এ ক্ষেত্রে আমরা সকলের সহনশীলতা এবং ভিন্নমত গ্রহণের মানসিকতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে একটি সুস্থ আলোচনা ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও সেটারও একটা সীমারেখা টেনে দেয়া যৌক্তিক বলে মনে করি। ব্লগে পোস্ট কিংবা মন্তব্যের মাধ্যমে অন্য ব্লগারকে ব্যক্তিগত আক্রমন করা অত্যন্ত নিন্মমানের কাজ বলে মনে করি। ব্লগ টিম সময়োপযোগী পোস্টের মাধ্যমে সেটা ব্লগারদের আবারও অবহিত করার জন্য ধন্যবাদ জানাই।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই। মত প্রকাশ মানেই অবাধে যা খুশি বলা বা বাক সন্ত্রাস চালানো নয়।

৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

জটিল ভাই বলেছেন:
আজিজ সাহেবের উদাহরণটা এইজন্যে সাপোর্ট করি যে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এমন বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্লগারদের যদি আইডেন্টিফাইয়ের ব্যবস্থা করা হতো, তবে মনে করি উত্তম হতো। তবে এসব বিষয় নিয়ে মন্তব্যের দ্বন্দটাও মনে হয় অনেক কমে যেতো।
আরেকটি বিষয় পরিলক্ষিত, অনেকেই ব্লগে যতীশ বিদ্যার চর্চা করে থাকেন। দেখা যায় ব্লগার বা পোস্ট দেখেই এমনসব ধারণা প্রচার করে দেন যা আদৌ ঐ ব্লগারের ধারণার বাহিরে। অনেকক্ষেত্রে নিজেকে বা অন্যদেরকে, অন্য ব্লগারের পোস্টেও রিলেট করে দেন যদিও ঐ পোস্ট আদৌ ঐ রিলেটেড নয়। ধর্মীয় পোস্টে প্রায়ই এমন অপ্রাসঙ্গিকতার দেখা মিলে।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ , মন্তব্যের যৌক্তিক উত্তরের জন্য । এখন একটু সাহস করে বিবর্তনের চলমান সময়ে ভুমিকা রাখার সুযোগ দেওয়াই যায় কি বলেন⁉️ দেখি দায়িত্ববান হওয়ার শেষ চেষ্টা হয়, নাকি নিজেই নিজের ধ্বংস করে‼️
ব্লগ টিমের বিবেচনার ঊপর ন্যাস্ত করলাম ।
ধন্যবাদ॥

৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন:
ইসলাম নিয়ে কি রকম বিষোদগার, এই লেখাটি কোন নীতিমালা ভঙ্গ করেছে কী? যত রকমের উদ্ভট বানোয়াট তথ্য দিয়ে লেখা তারপরও এই লেখার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি, কিন্তু কেন?

১০| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১১| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: কারো লেখা পছন্দ না হলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সেখানেই একটা কটূ মন্তব্য করে লেখকে রাগিয়ে তোলার চেষ্টা এখন আর ভাল লাগে না।

ধন্যবাদ আপনাদের।

১২| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫১

এসো চিন্তা করি বলেছেন: সবার মতামত আর দৃষ্টি ভঙ্গি এক না, হয়তো কারো সাথে মতবিরোধ হতে পারে সেক্ষেত্রে বিষয় টা যুক্তি দিয়ে সমাধান করাই ভালো আমার মতে । সবাইকে ধন্যবাদ ☺️

১৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল উদ্যোগ ভাল চিন্তা
আমরা কি আর কোন দিন ব্লগ জন্মদিন করবো না

১৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাল্টি আইডি বন্ধ করুণ । এটা নীতি মালার মধ্যে আনুন ।
সরাসরি অন্য ব্লগারকে আঘাত করে কিংবা কটাক্ষ করে কিছু বলা অবশ্যই বন্ধ করতে হবে ।

১৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭

কথামৃত বলেছেন: যা ইচ্ছে তা বলা মত প্রকাশের স্বাধীনতা নয়

১৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

১৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

এম ডি মুসা বলেছেন: স্বাধীনতা যদি চোরের জন্য আসে বাংলায়
স্বাধীনতা তুমি রক্ত জড়িয়ে কি লাভ যে হলো?
স্বাধীনতা যদি দুর্নীতি মুখে সাধুবাদ দিয়ে যায়
তাহলে বুঝবে শহীদ রক্ত সবটুকু বৃথা যায়।

১৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

শিশির খান ১৪ বলেছেন: কিছু আইডি আছে গায়ে পরে ঝগড়া করে ,ঝগড়া না করলে এদের পেটের ভাত হজম হয় না।

১৯| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:

মত প্রকাশের স্বাধীনতার অর্থ এক এক সরকারের আমলে এক এক রকম হয়।

বিগত সরকারের আমলে মত প্রকাশনের যে স্বাধীনতা ছিল এখন সেটাকে পরাধীনতা হলে মনে করা হচ্ছে।

২০| ২৫ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩৮

কাঁউটাল বলেছেন: রাজীব নূররা এখন ব্লগে এসে নির্বিঘ্নে হাগু করবে এবং উহার দুর্গন্ধ আমাদিগকে হাঁসি মুখে সহ্য করিতে হইবে.......হে হে! কি মজা!!

২১| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২০

নজসু বলেছেন:


ভালো উদ্যোগ।
প্রশংসনীয়।

২২| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

জুন বলেছেন: সামু কতৃপক্ষের কাছ থেকে এমন একটা লেখা বহুদিন ধরে আশা করে করে প্রায় নিরাশ হয়েই ব্লগে আসা প্রকারান্তরে ছেড়েই দিয়েছিলাম। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা নামে যা সেচ্ছাচারিতা লক্ষ্য করলাম তা সত্যি কষ্টদায়ক। বিনা কারনে অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।
ভালো এবং উপযুক্ত লেখা।

২৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

পুলক ঢালী বলেছেন: ব্লগ এখন আগের মত আকর্ষনীয় মনে হয়না তাই আসা হয়না। ব্লগ এবং ফেসবুক যে এক নয় সেটা আগেও আলোচিত হয়েছিল।
ব্লগকে আমি শিক্ষিত মানুষের বিচরণ ক্ষেত্র মনে করি। মানুষ শিক্ষার সাথে সাথে যদি তার আচরন এবং মননশীলতার সমন্বয়ে ব্যর্থ হয় তাহলে শিক্ষিত বলা যাবে না।
কেউ কেউ ব্লগ কর্তৃপক্ষের নিকট এমন একটি ভাষ্য আশা করছিলেন এবং ব্লগ কর্তৃপক্ষ তা দিয়ে প্রমান করেছেন আমরা আচরন শিখিনি।
এখন আমাদের আত্মপোলোদ্ধির সময় হয়েছে ব্লগটিকে কিভাবে ব্যবহার করবো।

ভাল থাকুন সবাই।

২৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো উদ্যোগ।
সামুর সাথে আছি।

২৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৭

মাজহার পিন্টু বলেছেন: সহমত পোষণ করছি। এমন একটি ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪১

জনারণ্যে একজন বলেছেন: @ জুলভার্ন, আপনাকে অশেষ ধন্যবাদ - দয়া করে ব্লগ টিমের অংশ হতে আপনার সদয়-সম্মতি জ্ঞাপন করার জন্য। আপনি এখানে মডারেটর হিসেবে আছেন - এটা জেনে, একজন নাদান ইউজার হিসেবে আমি সম্মানিতবোধ করছি।

পুনশ্চ: আমি ষাটোর্ধ্ব হলে অবস্যই আমার বুইড়া হাড়ের কটকটি পরীক্ষা করার নিমিত্তে জুলভার্ণের শিষ্যত্ব গ্রহণ করতাম। মাগার অতীব দুঃখের সাথে স্বীকার করে নিতেই হচ্ছে সেই দিন আসতে এখনো বহু বহু বছর বাকি।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪১

জনারণ্যে একজন বলেছেন:

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০০

জনারণ্যে একজন বলেছেন: ব্লগ টিমের হিরণ্ময় নীরবতা দেখে আমি মুগ্ধ!

এমন জ্ঞানী,গুণী, শিক্ষিত, শক্তিমান, শব্দ এবং বাক্য প্রয়োগে বিচক্ষণ কাউকে আমার টিম মেম্বার হিসেবে পেলে আমি যেখানে চিক্ষুর-বাক্কুর দিয়া দুনিয়ার সবাইরে জানায়া দিতাম, সেখানে ব্লগ টিম বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে কি অসম্ভব সংযত আচরণ করছে।

প্রকৃত শিক্ষিত/মার্জিত/গুণী (ইত্যাদি....ইত্যাদি) মানুষরা যখন একত্রিত হয়ে কাজ করেন, তখন আসলে এমনটাই হওয়ার কথা।

আপনাদের উপর আস্থা আরো বেড়ে গেলো হে মান্যবর @ সামহোয়্যারইন ব্লগ টিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.