নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখবো? ভেবে পাচ্ছিনা।

একান্ত আমি (আর জে)

কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।

একান্ত আমি (আর জে) › বিস্তারিত পোস্টঃ

কি ছিল আমার হারাবার?

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৭

খুজলাম ঘরে, কিংবা গাঁড় অন্ধকারে
শীতল সকালে, কিংবা রোদ ভেজা অলস দুপুরে।
খুঁজলাম মনের প্রতিটি কোনে কিংবা
হটাত বেজে উঠা সেল ফোনের স্ক্রীন এ।

খুঁজলাম রাতের রুপালি চাঁদ এ কিংবা তাঁরায় তাঁরায়
খুঁজলাম শরীরের প্রতিটি কোষে কিংবা শিরা-উপশিরায়
খুঁজলাম প্রতিটি সুনামের মাঝে কিংবা অপমানে
খুঁজলাম মাথা ঝিম ধরা প্রতিটি সিগারেট এর টানে

বুঝতে পারছিনা কি খুজছিলাম বারবার!!
পাইনি তো কিছুই তাহলে কি ছিল আমার হারাবার?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: বুঝতে হবে... আমাদের নিজেকে জানতে হবে :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭

একান্ত আমি (আর জে) বলেছেন: হ্যা, নিজেকে জানতেই চাই। কিন্তু বারবার জানতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.