![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
অনেক কিছুই ভেবেছিলাম
একটি ছোট সংসার
যেখানে তুমি শুধু আমার
জীবনের সব না পাওয়া গুলো ভুলে যেতাম।
পারতাম দুজনে পাড়ি দিতে অনেক পথ
কাটাগুলো সব উপরে দিতাম
বাধাগুলো পেরিয়ে যেতাম
দুজনে হাতে রেখে হাত।
ভেবেছিলাম তুমি হবে আমার প্রেরনা
আমি হব তোমার শান্তনা
ভালবাসার গভীর মায়ায়
ভূলে যাব সব যন্ত্রনা
ভেবেছিলাম তুমি হবে চাঁদ
আমি হব তোমার আঁকাশ
ভালবাসার গভীর মায়ায়
ভূলে যাব সব ভাগ্যের পরিহাস
হলোনা কিছুই, সবই মরিচিকা
তবে কেন এত আবেগ?
কেন এত স্বপ্ন দেখা?
কেন তোমার ছবিটা হৃদয়ে হল আঁকা?
যাই হোকে আমি কখোনো বলবো না
“আমার স্বপ্নগুলো কেন এমন হয়”
ভালোই হল, আর রইলো না কোন পিছুটান
“সব হারিয়ে নিঃস্ব যে আজ তার আবার হারাবার ভয়”
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:০১
একান্ত আমি (আর জে) বলেছেন: সবই মরিচিকা, ভালোই হল, আর রইলো না কোন পিছুটান.....।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১
রুদ্র জাহেদ বলেছেন: হলোনা কিছুই, সবই মরিচিকা
তবে কেন এত আবেগ?
কেন এত স্বপ্ন দেখা?
কেন তোমার ছবিটা হৃদয়ে হল আঁকা?
তবুও আমাদের সম্মুখে কল্যাণের পথে চলতে হয়
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৯
একান্ত আমি (আর জে) বলেছেন: কল্যানকে মুল্যায়ন করার সামর্থ কি মানুষের আছে?
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৯
রোদেলা বলেছেন: সব হারিয়ে নিঃস্ব যে আজ তার আবার হারাবার ভয়