নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখবো? ভেবে পাচ্ছিনা।

একান্ত আমি (আর জে)

কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।

একান্ত আমি (আর জে) › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের সময় "তিন ঘন্টা"

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

রিফাতের মনটা খুব খারাপ। ওর এই মন খারাপ অবস্থাটা খুব বেশি হলে তিন ঘন্টা থাকবে। আগেও মন খারাপ হয়েছে রিফাতের, তখন হিসেব করে দেখেছে ও, তিন ঘন্টার বেশি কখনোইই মন খারাপ থাকে না। সম্ভবত এই তিন ঘন্টার মধ্যে ওর মন নিজেকে মানিয়ে নেয়। অথবা এই তিন ঘন্টার ভিতর ওর মস্তিস্ক মনকে বুঝাতে পারে যে মন খারাপ করে লাভ নেই। তবে এই তিন ঘন্টা পার করা রিফাতের কাছে আসলেই খুব কস্টকর। অনেক আজেবাজে খেয়াল মাথায় আসে। অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময়টুকুতে। রিফাতেরও অনেক কস্ট হত প্রথম প্রথম। এখন মানিয়ে নিয়েছে। কারন রিফাত জানে, ও না মানিয়ে নিলে দুনিয়াও ওকে মানবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.