![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
ছেলেটা মেয়েটার দিকে এক নজরে তাকিয়ে ছিল। হটাত মেয়েটা ছেলেটাকে ডাক দিল।
- এই জে ভাইয়া,
( ছেলেটা এদিক ওদিক তাকাচ্ছে) হ্যা আপনাকে বলছি।
ছেলেটা বুঝলো ধরা খেয়ে গেছে। তাও সাহস সঞ্চয় করে বল্ল,
- জি আপু বলুন।
- এদিকে আসুন (ছেলেটা রোবোটের মত মেয়েটার কাছে জেতেই মেয়েটা হাটা শুরু করে, নিরুপায় ছেলেটাও সাথে সাথে হাটতে থাকে)
- ওভাবে আমার দিকে তাকান কেন?
- ভালোলাগে। ( ছেলেটার নিরুত্তাপ জবাব)
- ভালোলাগে বলে কি অমন করে তাকাতে হবে?
- আপনি তো বলে দেন নি কিভাবে তাকাবো।
- কিভাবে তাকাবেন সেটাও আমার বলে দিতে হবে?
- তাহলে আমার তাকাতে সুবিধা হত। একটু বলে দিবেন প্লিজ।
- আজকে না, আর একদিন বলব। ( মেয়েটার ঠোটের কোনে মিস্টি হাসি।)
- তাহলে তো আমার অমনকরেই তাকাতে হবে যতখন না বলে দিবেন।
( মেয়েটা আবারও মিস্টি করে হাসে, কিছু না বলে রিক্সায় উঠে পরে, কিছুদুর যাবার পর পিছনে ফিরে তাকায়, দেখে ছেলেটা এখনো তাকিয়ে আছে "অমনকরেই".)
©somewhere in net ltd.