![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
ছেলেটির সাথে মেয়েটির আবার দেখা! ছেলেটি মেয়েটির দিকে দুর থেকেই "অমন করে" তাকিয়ে ছিলো। ছেলেটি মেয়েটির কাছাকাছি হতেই মেয়েটি বললো
- কেমন আছেন?
- ভালো, আপনি?
- ভালোনা, আপনি আমার দিকে অমন করে তাকান কেন? জিবনে কি চাঁদ দেখেন নি?
- আমার তো চাঁদ ভালো লাগে না, আপনাকে ভাললাগে।
- কি আজব! চাঁদ ভালো লাগে না কেন?
- কারন চাঁদের কলংক আছে।
মেয়েটি নির্বাক!! এতটা সে আশা করেনি। তবুও কথায় তো হারা যাবে না। তাই সে বললো
- কিন্তু আপনি যে আমার দিকে "অমন করে" তাকিয়ে থেকে আমার গায়ে এত্তগুলা কলংক লেপে দিচ্ছেন, তার কি হবে?
- তাহলে কি আমি আর অমন করে তাকাবো না?
মেয়েটি মুচকি হাসে, কিছু না বলেই আবার চলে যেতে থাকে। ছেলেটি মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে "আমিতো তোমার কলংক হতে চাই, আমার আকাশের চাঁদ"।
©somewhere in net ltd.