![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
আজ আবার নতুন করে বৃষ্টি তে ভিজলাম।
দুঃখ গুলোকে চাইলাম বৃষ্টির জলে ভাসাতে
কান্না গুলোকে চাইলাম আবার নতুন করে হাসাতে।
দুঃখগুলো গেল না তবু বৃষ্টির জলে ভেসে
কান্নাগুলো উঠলনা আবার নতুন করে হেসে
তবুও আবার নতুন করে সুখ পাখিটাকে খুজলাম
আজ আবার নতুন করে সুখি হতে চাইলাম
দুঃখ গুলোকে জয় করতে চাইলাম ভালবেসে
কষ্ট গুলোকে নিয়ে জেতে চাইলাম সুখপাখি টার দেশে
তবু শেষে মানলাম দুঃখ র কাছে পরাজয়
শেষ পর্যন্ত পারলাম বুঝতে সুখপাখি টা আমার নয়।
এখন আর দেখিনা সপ্ন চাই না পেতে সুখ
মেনে নিয়াছি আমার সুখটাই হল দুঃখে ভরা বুক।
©somewhere in net ltd.