![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
কখনো কি ভেজা ঘাসে
তোমার ওই খালি চরনের প্রতিচ্ছবি এঁকেছ?
কিংবা কখনো কি দেখেছো
দিঘির মাঝে শাপলার আখি মেলা?
কখনো কি তোমার ওই অবাধ্য কেশের বাধ্য খোপার মাঝে
জরিয়েছ কোনো পদ্মফুল?
হাজার টাকার মুল্যবান নুপুর ফেলে
মুল্যহিন অমূল্য লতার পায়েলে
কখনো কি বেধেছো প্রকৃতির ভালবাসা?
জানি তুমি শকুন্তলা নও,
নও কোন গল্পের অপ্সরী,
তবে পুরুষের হৃদয় রাজ্যে আজও শকুন্তলা রানি হয়েই বাস করে।
কিন্তু কোন পুরুষ কখনো কি শকুন্তলাকে দেখেছে?
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
একান্ত আমি (আর জে) বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
একান্ত আমি (আর জে) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
এহসান সাবির বলেছেন: সুন্দর।