নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখবো? ভেবে পাচ্ছিনা।

একান্ত আমি (আর জে)

কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।

একান্ত আমি (আর জে) › বিস্তারিত পোস্টঃ

তুমি কি ভালবাসবে?

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

তুমি কি ভালবাসবে?

আমি চাইবোনা পাশাপাশি হাটতে,
চাইবোনা তোমার কোমল হাতের কোনো স্পর্শ,
কিংবা তোমার পায়ে কোন ঘাসের পায়েল বাধতে।

তুমি কি ভালবাসবে?

আমি চাইবোনা কখনো তোমাকে দেখতে,
চাইবোনা তোমার মুখে ভালবাসি কথাটি শুনতে,
কিংবা তোমার কোলে মাথা রেখে পুর্নিমার চাদ দেখতে।

তুমি কি ভালবাসবে?

আমি চাইবনা তোমাকে নিজের মত করে আগলে রাখতে,
চাইবনা কোন বাধনে তোমাকে বাধতে,
কিংবা তোমাকে অকল্পনীয় কোন সপ্ন দেখাতে।

তুমি কি ভালবাসবে?

যখন আমি কখনো বলবনা
"ভালবাসি"।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

রবিন মিলফোর্ড বলেছেন: হুমম সে কি ভালবাসবে? আসলেই ভাবনার বিষয় !

যাহোক - ভাল লাগল ভালবাসাময় কবিতা ।

ভাল থাকবেন !

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

একান্ত আমি (আর জে) বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাবতে ভাবতেই সময় কাটে। এই ভাবনার মাঝে একটা প্রশান্তি আছে। আপনিও ভালো থাকবেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩১

রুদ্র জাহেদ বলেছেন: তুমি কি ভালবাসবে?
যখন আমি কখনো বলবনা
"ভালবাসি"।
কেমন যেন লাগল

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫

একান্ত আমি (আর জে) বলেছেন: চেয়েছি দুজনের ভালোবাসাটা যেন অপ্রকাশিত থাকে। মনের টান, ভালোবাসাটাই এখানে মুখ্য।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

অমিত অমি বলেছেন: ভালোবাসলেও তো আপনি জানবেন না! কেননা সে বলবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৭

একান্ত আমি (আর জে) বলেছেন: ভালোবাসা সবসময় জানার মাঝে থাকে না, মাঝে মাঝে অজানার মাঝেও ভালোবাসা থাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.