![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন আমাকে একজন বলেছিলো, আর জে ইউ আর ইম্পসিবল। আমি এখনো সেই কথাটার অর্থ খুজছি।
অদ্ভুত ব্যাপারটা হটাত করেই খেয়াল করলাম।
আমি নিল আকাশ কল্পনা করছিলাম কিন্তু তাতে কোন সূর্য নেই।
কিন্তু সূর্য ছাড়া নিল আকাশ কিভাবে সম্ভব!!!
তাই ভাবতে শুরু করলাম কেন আমি সূর্যকে কল্পনাতে আনিনি।
আসলে সূর্যের তাপ আমাদের চোখ ঝলসে দেয় বলেই আমরা সূর্যের দিকে তাকাতে পারি না।
সূর্যের আলো যত তীব্র আকাশের নিল রঙ টাও তত বেশিই গারো।
সূর্য ছাড়া কখনো নিল আকাশ হয় না
কিন্তু কি অদ্ভুত ভাবে আমার মন সূর্যটাকে কল্পনার আকাশ থেকে নাই করে দিচ্ছে।
কল্পনার সাথে বাস্তবের অমিলটা এখানেই।
বাস্তবতা আমাদেরকে সবদিকই দেখায়।
আর কল্পনা আমাদেরকে সেটাই দেখায় যেটা আমাদের দেখতে ভালো লাগে।
আমরা আসলে এই সহজ সমিকরন টা বুঝিনা "সূর্য আছে বলেই আমরা নিল আকাশ দেখি আর বাস্তবতা আছে বলেই আমরা কল্পনা করি"।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এটা বড় ধরণের কোন আবিস্কার, আপনার কি মনে হয়?