নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রয়েল

আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে। আমি আগন্তুক,আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ্য অক্ষর, বল্‌ দুঃসাহসী কে কে মৃত্যু পণ রেখে দিবি তার দুরূহ উত্তর।

রয়েলাবনী

আনিলাম অপরিচিতের নাম ধরণীতে.

রয়েলাবনী › বিস্তারিত পোস্টঃ

ভালো একটা সংবাদ :)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। মঙ্গলবার দিন শেষে এর পরিমাণ এক হাজার ৭শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত আগস্ট মাসেও রিজার্ভের পরিমাণ এক হাজার ৬শ’ কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে।

এছাড়া মে মাসেও রিজার্ভ দেড় হাজার কোটি ডলার ছাড়িয়ে রেকর্ড ভেঙ্গেছিলো।



রিজার্ভের পরিমাণ ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ পথে প্রবাসী আয় ও রফতানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের কারণেই রিজার্ভ বাড়ছে।



দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে। বাংলাদেশের পরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।



বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রায় সোয়া তিনশ’ কোটি ডলার প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে।

(সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: চরম আনন্দের সংবাদ :)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

রয়েলাবনী বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য কারন আমাদের দেশে ভালো সংবাদ এর মন্তব্য খুব কম হয় ।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

অচিন্ত্য বলেছেন: এই সূচকের দৃশ্যমান বৃদ্ধি সব সময় ইতিবাচক নয়।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

রয়েলাবনী বলেছেন: অচিন্ত্য আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য কারন আমাদের দেশে ভালো সংবাদ এর মন্তব্য খুব কম হয় ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই পার্টি দেন -

সাথে দাওয়াত দিতে ভুলেন না !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আশীষ কুমার বলেছেন: এটা বুমেরাং হবে অর্থনীতির জন্য। অলস টাকার পাহাড় জমছে বাংলাদেশে।

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: এর জন্য এই সরকারের একপয়সা অবদান নেই। যা করার আমাদের ৮০ লাখ প্রবাসী শ্রমিক হাড়ভাঙ্গা পরিশ্রম করেই আয় করছে । আর এ্ই টাকা সরকারের অযোগ্যতা অজ্ঞতা আর অপদার্থতার জন্য ব্যাংকে অলস পড়ে আছে।

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

আন্ধার রাত বলেছেন:
দেশের সকল ১৮ উর্ধ্ব বয়সীদেরকে ১ কোটি করে দিলে দারিদ্রতা থাকবেনা :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.