![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনিলাম অপরিচিতের নাম ধরণীতে.
মনে করুন এই মুহুর্তে আপনার পকেটে রয়েছে অল্প কিছু টাকা যার অনেক অংশই খরচ করতে হবে যাতায়াত ভাড়ার জন্য। কিন্তু ক্ষুধাটাও লেগেছে প্রচন্ড! এ অবস্থায় কি করবেন? শুধু আপনিই নন, ভোজনরসিকদের জন্য ভিলেজ রেস্টুরেন্ট চালু করেছে অভিনব মাত্র ১টাকা প্রতি গ্রাম বুফে খাবারের লোভনীয় প্রস্তাব!
৩৩ গুলশান অ্যাভেনিউয়ে এই রেস্টুরেন্টটি দিচ্ছে যতটুকু খাবেন ততটুকুরই মূল্য পরিশোধ করার সুযোগ আর এতে তারা সূচক হিসেবে ব্যবহার করছে গ্রামের হিসাব। অর্থাৎ ১ টাকায় ১ গ্রাম খাবার, এই হিসাবে।
তাদের খাবারের আইটেমের মধ্যে রয়েছে বারবিকিউ, মাটন, বিফ, কাবাব, টিক্কা, ফিশ, চিকেন, কারি, মাটন হান্ডি, রাইস, নানরুটি-সহ অনেক মজাদার পদ। সঙ্গে থাকছে ভিন্ন স্বাদের হালকা খাবার। এছাড়া ডিজার্ট হিসেবে উপভোগ করতে পারবেন হালুয়া, লাড্ডুসহ অনেক রকমের মিষ্টি।
সাধারণত বুফে খাবারগুলোতে যেমনটা হয় আগে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবার পরে আপনি যতো ইচ্ছে খেতে পারবেন কিন্তু ভিলেজ রেস্টুরেন্টটি এই বুফে ব্যবস্থায় এনেছে পরিবর্তন। তারা কোনো খাবারের আলাদা আলাদা মূল্য না রেখে প্রতি গ্রাম ১ টাকা রেখে সব খাবারের একই মূল্য মূল্য নিচ্ছে! ভিলেজ রেস্টুরেন্টের ৭০ থেকে ৮০ রকম খাবার থেকে যদি ৫টি খাবার বেছে নিয়ে সেগুলোর ওজন ৫০ গ্রাম হয় তবে আপনাকে মাত্র ৫০ টাকাই পরিশোধ করতে হবে। তারা আরও নিশ্চিত করেছে যে থালার ওজন বাদ দিয়েই খাবারের ওজন পরিমাপ করা হবে!
ভিলেজের স্বত্বাধিকারী আলিফুর রহমান বলেন, “একজন মানুষের কাছে সব সময় অনেক টাকা থাকে না। টাকার স্বল্পতার জন্য অনেক সময় সাধারণ হোটেলেও খাবার খাওয়া হয়ে ওঠে না। তবে এখানে টাকা কম বা বেশি যাই হোক না কেনো, সে ইচ্ছে করলেই খেতে পারবে। খাবারের মান ঠিক রেখেই সাধ্যের মধ্যে করা হয়েছে এই ভিন্ন আয়োজন। তবে এই আয়োজন শুধুমাত্র দুপুরের খাবারে জন্য প্রযোজ্য।”
তথ্যসূত্রঃ বিডিনিউজটুয়েন্টিফোর ।
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
রয়েলাবনী বলেছেন: আমাকে ও সাথে নিয়েন ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
নিজাম বলেছেন: ওই মিয়া! এটাও এক ধরণের ধাপ্পাবাজি। আমার প্রতি মিল খাবারে কমপক্ষে ৭০০-৮০০ গ্রাম খাবার খেয়ে থাকি। তাহলে তো হাজার টাকার ওপর বিল হবে!
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
রয়েলাবনী বলেছেন: ????
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
দিশার বলেছেন: ভালো বেবস্থা। কারণ সাথে মেয়ে মানুষ থাকলে, ওদের বুফের টাকা পুরা লস হয় . এখনে লস পুশায়ে নেয়া যাবে হাহা
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
রয়েলাবনী বলেছেন: তা ঠিক --------
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: ফাইজলামির একটা সীমা আছে। এক টাকায় বুফে? কেউ কি এক গ্রাম খাবার খাইবো নাকি? পকেট থেকে ঠিকই ভালো অংকের টাকা খসেব।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
ফুল পরী বলেছেন: আর আমি যদি ২০০০গ্রাম খাবার খাই তাহলেতো ২০০০টাকা হয়ে যাবে নাকি?
৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
এম আর ইকবাল বলেছেন:
যারা খেয়ে আসবেন তাদের অভিঙ্গতা শেযার কইরেন ।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আপনি কত গ্রাম খাবার খেয়েছিলেন।
৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
এনোমালী বলেছেন: বেশ কিছু ভুল ঠিক করে দিচ্ছি আপনার পোস্ট এর -
১। এটা ঠিক "১ টাকা = ১ গ্রাম" না, এটার সাথে ++ আছে। অর্থাৎ আপনি যাই খান তার সাথে ১৫% ভ্যাট এবং এর উপর ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য। সব মিলিয়ে আসল হিসাবটা হচ্ছে "১ গ্রাম = ১.২৬৫ টাকা"।
২। এখানে ৭০-৮০ টা আইটেম নেই, মোট আইটেম আছে maximum ৩০-৩৫ টা, তাও appetizer & dessert সহ।
৩। পর্যাপ্ত পরিমাণে আজাইরা আইটেম আছে যেমন ফিশ ফিঙ্গার যার ৩ টার ওজন ১০০+ গ্রাম, একটা লাড্ডু ৬০গ্রাম। সাইজ ভাল স্বীকার করি, কিন্তু আপ্নে কি ৬০ টাকা দিয়ে একটা লাড্ডু কখনও খাবেন?
আমি ২ সপ্তাহ আগে খেয়েছি। আমার মতামত, যদি বুফে খেতে চান তবে অবশ্যই এখানে খাবেন না। কারন গুলশানে অনেক বুফে আপনাকে ৭০০-৮০০ টাকায় ৫০+ আইটেম দিবে। এদের আইটেম কমপ্লিট বুফে এক্সপেরিএন্স দিবেনা। বোনাস হিসাবে খাওয়ার সময় ওজনের টেনশন ত্ব আছেই
কিন্তু যদি মনে করেন ৩০০-৪০০ টাকা খরচ করে ৩/৪ আইটেম খাবেন তাহলে আপনি এখানে খেতে পারেন।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
রয়েলাবনী বলেছেন: এনোমালী - আপনাকে ধন্যবাদ ।
৯| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর তথ্য তবে যারা একটু কম কম খায় তাদের জন্য ব্যপারটা ভালোই হবে , যেমন আমি
ভাল লাগলো সুন্দর তথ্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
ডরোথী সুমী বলেছেন: দারুণতো আমার অফিসের কাছেই! একদিন ট্রাই করাই যায়। ইনফরমেশনের জন্য ধন্যবাদ।