নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রয়েল

আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে। আমি আগন্তুক,আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ্য অক্ষর, বল্‌ দুঃসাহসী কে কে মৃত্যু পণ রেখে দিবি তার দুরূহ উত্তর।

রয়েলাবনী

আনিলাম অপরিচিতের নাম ধরণীতে.

রয়েলাবনী › বিস্তারিত পোস্টঃ

গলা ব্যথার চা !!!

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

শুরু হয়েছে শীতের মৌসুম। মৌসুম জুড়ে আপনার পরিবার, বন্ধু, সহপাঠি, সহকর্মী বা পরিচিত জনের অনেকেই গলা ব্যথায় আক্রান্ত হবে বা হতে পারে তাই গলা ব্যথার চা বানানোর এই বিশেষ প্রণালীটা শিখে রাখুন ।







উপকরণ :



দুইটা লেবু গোল গোল টুকরা করে চার ভাগ করে নিন।

দুইটা আদার পয়সার মত করে গোল গোল কেটে নিন।

আন্দাজ বা পছন্দ মতো পরিমানে খাঁটি মধু।



প্রণালী :



একটি ছোট কাঁচের কৌটায় লেবু আর আদার টুকরা রাখুন। এরপর তাতে আস্তে আস্তে খাঁটি মধু ঢালুন। যতক্ষণ পর্যন্ত লেবু আর আদার টুকরা মধুতে পুরোপুরি ডুবে না যায় ততোক্ষণ মধু ঢালুন।



এবার, কৌটার মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিন। দেখবেন এটি জেলির মত হয়ে গিয়েছে। এভাবে দুই তিন মাস রেখে দেওয়া যায়। ১ কাপ গরম পানিতে ১ চা চামচ পরিমাণ মিশিয়ে পুরো শীত জুড়ে খেতে পারেন। গলা ব্যথা দূরে থাকবে। আর গলা ব্যথা হলেও সেরে যাবে।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: তৈরি করুম আর খামু। দেখি কাজ করে কিনা?? কাজ না হলে কিন্তু মধু ফেরত দিতে হবে.........

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: আজই ট্রাই করব। গলা ব্যথায় অবস্থা খারাপ :(

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

রয়েলাবনী বলেছেন: চা খেয়ে গলা ব্যথায় কি অবস্থা জানাবেন ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

এস এম কায়েস বলেছেন: ভাল জিনিস শিখায়ছেন কইলাম।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল পোষ্ট।


ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

রয়েলাবনী বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩

বেকার সব ০০৭ বলেছেন: খাটি মধু কই পামু, যেখানে হাত দেই সেখানে ভেজাল,

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রয়েলাবনী বলেছেন: খুজলে ভাল মধু পাবেন ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

কেএসরথি বলেছেন: খাটি মধু কই পাই?

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

রয়েলাবনী বলেছেন: ডাবোর - এর মধু ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.