নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মশা সমাচার

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৬



মশা আর মশা নাই
মশার জ্বালায় বাঁচা দায়
শ'য়ে শ'য়ে লোকজন
অকাতরে মরে ঠায় ।।

চারদিকে আহাজারি
ভয় আর হাহাকার
জ্বরের বেঘোরে পড়ে
সকরুণ চিৎকার ।।

গা গরমে ও ছুটে যাই
ডাক্তার ডাক্তার
ভাইরাস জ্বরে ও আতঙ্ক
ডেঙ্গু হয়েছে ঠিক তার ।।

দিনে রাতে সারাবেলা
মশারি ভরসা
বিনা রোদে তাপে ঠিক
হয়ে যাবে ফরসা ।।

স্কুলে মশা ভাই
স্কুলে যাবো না
অফিসেও মশা ,তাই
অফিসেও যাবো না ।।

কি মজা আহারে
ছুটি ছুটি আমেজে
অলিখিত ঢিলাঢালা
সব কাজকামে যে ।।

এরোসল স্প্রে
কয়েলের ব্যাবসায়
দারুণ জমে গেছে
লাভের সীমা নাই ।।

গুজব আর গজব
মিলে মিশে একাকার
ক্লিনিকের গেটে ভীড়
উদ্গ্নি চেহারার ।।

কেউ বলে মাখো তেল
তেলের নাম নারকেল
পেপে পাতার রস খাও
আরো খেও পাকা বেল ।।

ভারী খেলা দেখালো
ছোট ছোট মশারা
একমাত্র কারণ তার
পরিবেশ নোংরা ।।


সুখী সমাজের শর্ত ই
পরিচ্ছন্ন পরিবেশ
সঠিক নিয়ম মানলে সবাই
এগিয়ে যাবে বাংলাদেশ।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবাইকে রক্ষা করুন

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবাইকে রক্ষা করুন

আমিন

২| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: শিক্ষা প্রতিষ্ঠান কি এডিস মশামুক্ত? নিশ্চিত না হলে ছুটি ঘোষণা কর যেতে পারে।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ইসিয়াক বলেছেন: কোন স্থান ই এডিস মশামুক্ত নয় ।
ধন্যবাদ

৩| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:১২

জগতারন বলেছেন:
দুই মাস (জুন ও জুলাই, ২০১৯) সম্প্রতি দেশে থাকিয়া জানিয়াছি মশার যে কী জ্বালা।
পাকিস্থানে এই ব্লগে কেহ কি ফিল্ড মার্শাল আয়ূবু খাঁন-এর শানামল দেখিয়াছিলেন?
তিনি পূর্ব পাকিস্থান (এখন বাংলাদেশ)-এ মশার উৎপাত দেখিয়া মশার বিরুদ্ধে বিদ্রহ
ঘোষনা করিয়াছিলেন। তাহাঁর মার্শল অর্ডার ছিল;

(১) সারাদেশে বাড়ীর আশেপাশে যত ঝোড়-জঙ্গল তাহা পরিস্কার করিয়া ছাপ করিয়া ফেলা।
(২) যত ডোবা বা জলাসয় আছে সেখানের নোংড়া পানি নিষ্কাশন করা ডি-ডি-টি পাউডার দিয়া
মশা উৎপাদন কেন্দ্র উদচ্ছেদ করা ও
(৩) দেশে প্রত্যেকটি ঘরে ঘরে ডি-ডি-টি পাউডার গলাইয়ে ছিটাইয়া দেওয়া।

এই সব কাজগুলিই করা হয়হাছিল সরকারি খরচে। এই পদক্ষেপ নেওয়ার পর পবর্তি দশ বছর (১৯৬৫ থেকে ১৯৭৫) দেশে মশা ও ছারপোকার আক্রমণ দেশবাসী সহিসালামতে ছিল।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৬

ইসিয়াক বলেছেন: মেইল করেছি প্লিজ চেক করন ।

৪| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৬

জগতারন বলেছেন:
উপরে আমার মন্তব্যের কারনঃ

মশা একপ্রকার বন্য কীট। ইহা পৃথিবীর প্রায় সবদেশেই আছে। আমি যে দেশে আছি সেখানে তো এই বিরক্তকর ও অসুখ ছড়ানো মশা নাই। কারন এখানকার সরকার ও স্থানীয় প্রশাসন ব্যাবস্থাপনার কারনে।

আমাদের দেশের প্রশাসন কি সেই ব্যাবস্থা নেয় ????
মনে হয় নেয় না !

এ-ই একই দেশে যদি পাকি' আইয়ুব খাঁন আজ থেকে ৫০-৬০ বছর আগে এই মশা উৎপাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারে তবে
এখনকার স্বাধীন দেশে শেখ হাছিনা সকার কেন মশার বিরুদ্ধে ঐ একরকম ব্যাবস্থা নিতে পারে না ????

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৮:৫০

ইসিয়াক বলেছেন: গতকাল বিকালে আমি ছাত্র পড়াতে গিয়েছিলাম সেই কারণে আপনার ফোন রিসিভ করতে পারিনি । দুঃখিত ।পরে আপনাকে ফোন দিতে লাইন কেটে যাচ্ছে । সমস্যা কি বুঝতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.