নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

যাকাত

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২৭



যাকাত
আজকে ভোরে নামাজ পড়ে
রোজা মুখে পরম সুখে ।
জোরে হেটে গতর খেটে
লম্বা লাইনের আগে গিয়ে
দাঁড়ায় সে স্বপ্ন নিয়ে ।।

মেয়ের হাতটি শক্ত করে
বুকের কাছে আকড়ে ধরে
দাড়িয়ে যায় সে ভীড়ের মাঝে
টিপটিপিয়ে বৃষ্টি ঝরে
ভিজছে সবাই কাক ডাকা ভোরে ।।

যাবে পাওয়া একটি শাড়ী
ছোট্ট পাওয়াতে সুখ যে ভারী
বাদলা তবু প্রচণ্ড ভীড়
সমুদ্র সম নেই কোন তীর


সামনে তাদের মস্ত প্রাসাদ
একটি বাড়ি তার তিনখানা ছাদ
হঠাৎ আসে কয়েকটি গাড়ি
মালে ঠাসা ভীষণ ভারী
প্রচণ্ড চাপ কেউ দিচ্ছে গালি ।।

হঠাৎ কখন হাত পিছলে
হারিয়ে গেল সখিনার ছোট্ট মেয়ে
কোথায় খুঁজি কোথায় খুঁজি
হায় হায় কপাল পুড়ল বুঝি ।।

ঠেলাঠেলি গুতোগুতি
কেউ সখিনারে মারলো লাথি....
খবর বেরোয় পরের দিনে
পত্রিকার হেডলাইনে
যাকাত নিয়ে গিয়ে শেষে
মরলো যে লোক দাঁড়ালো বিশে

দরিদ্র লোক একটু পাওয়ার আশায়
অকাতরে জীবন ভাষায়
বড়োলোকের কি যায় আসে
বরং তাহার নামটি পত্রিকার হেডলাইনে হাসে।।

আমারা মানুষ ।মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অগাধ সম্পদ অঢেল বিত্ত বৈভবের কি সত্যি প্রয়োজন আছে ? আপনি দেখুন সিগন্যালে আপনার গাড়ি থামলে যে ছোট ময়লা ঘামে ভেজা ক্লান্ত ক্ষুধার্ত বাচ্চাটি এসে দাড়ায় । সে কি পাপিষ্ঠ ? বিধাতার কোন শাপগ্রস্ত ?কেন জীবন এরকম? তাহলে কি জন্ম ই তার আজন্ম পাপ। ওর কি অধিকার নেই স্কুলে যাবার। ওর কি অধিকার নেই একটু ভালো মন্দ খেতে পাবার ।সামনে ঈদ[ইদ] আপনার ফুটফুটে বাচ্চটির জন্য হয়তো দশ সেট জামা কিনেছেন। বাচ্চাটির তো একটিও জোটেনি ।..একটু ভাবুন।পথের পাশের শিশুটি আমার শিশু নয় কেন?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা খুবই দরিদ্র।
চল্লিশার খাবার খেতে গিয়ে ধাক্কা ধাক্কিতে মানুষ মরে।
মানুষ বড় সস্তা।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: আমার কবিতাটি মনে হয় ভালো হয়নি ।ভিউ তেমন নেই ।কমেন্ট ও কেউ করেনি আপনি ছাড়া ।
মনটা ভালো নেই অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই ।

২| ০৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০৫

জগতারন বলেছেন:
১)আমারা মানুষ।
২) মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অগাধ সম্পদ অঢেল বিত্ত বৈভবের কি সত্যি প্রয়োজন আছে ?
৩) আপনি দেখুন সিগন্যালে আপনার গাড়ি থামলে যে ছোট ময়লা ঘামে ভেজা ক্লান্ত ক্ষুধার্ত বাচ্চাটি এসে দাড়ায়।
৪) সে কি পাপিষ্ঠ ? বা বিধাতার কোন শাপগ্রস্ত ?
৫) কেন জীবন এরকম ?
৬) তাহলে কি জন্ম ই তার আজন্ম পাপ ?
৭) ওর কি অধিকার নেই স্কুলে যাবার।
৮) ওর কি অধিকার নেই একটু ভালো মন্দ খেতে পাবার ?
৯) সামনে ঈদ[ইদ] আপনার ফুটফুটে বাচ্চটির জন্য হয়তো দশ সেট জামা কিনেছেন।
১০) বাচ্চাটির তো একটিও জোটেনি।
১১) ..একটু ভাবুন।
১২) পথের পাশের শিশুটি আমার শিশু নয় কেন ?

আমাকে ভাবায় !!!



০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮

জুন বলেছেন: এসব ভাবলে পড়লে আমার মনটা বিষাদ ভারাক্রান্ত হয়ে ওঠে। আমাদের দেশের আপামর মানুষ ইদানীং লোভী নীতি জ্ঞ্যানশুন্য হয়ে উঠছে । ভাবলেও খারাপ লাগে ইসিয়াক ।
সুন্দর ছন্দ কবিতায় ভালোলাগা রইলো
+

অটঃ আপনি আমার নতুন লেখায় একটি মন্তব্য করেছিলেন কিন্ত প্রয়োজনে লেখাটি ড্রাফট করায় আপনার সুচিন্তত মন্তব্যটি মুছে গেছে বলে আমি আন্তরিক দুঃখিত । সন্ধায় আবার আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম ।

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭

ইসিয়াক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।ষ্টুডেন্ট পড়াতে যাওয়ার তাড়া ছিল তাই দেরী হয়ে গেল ।
শুভসন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.