|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
আমার এ পোষ্টটি সবার ভালো না  ও লাগতে পারে । যাদের  মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা সর্ম্পকে বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ বা আগ্রহ নাই তারা দয়া করে এ পোস্টটি এড়িয়ে যাবেন। 
এক নজরে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ     
=================================
মুক্তিযুদ্ধের পটভূমিঃ ঘটনাক্রম    
=======================
আমাদের স্মৃতিসৌধের ৭টি ফলক। এই পোস্ট সাজানো হয়েছে সেই ৭টি ফলকের আলোকে।
(১) ভাষা আন্দোলন
(২) ১৯৫৪ সালের নির্বাচন
(৩) ১৯৫৮ সালের সামরিক শাসনের
বিরুদ্ধে আন্দোলন
(৪) শিক্ষা আন্দোলন, ১৯৬২
(৫) ৬ দফা, ১৯৬৬
(৬) গণ অভ্যুত্থান, ১৯৬৯
(৭) মুক্তিযুদ্ধ  
================================================================================
লাহোর প্রস্তাবঃ
=============
উত্থাপনঃ ২৩ মার্চ, ১৯৪০.
উত্থাপকঃ শেরেবাংলা এ. কে. ফজলুল হক।
স্থানঃ লাহোরে মুসলিম লীগের বৈঠক।
দফাঃ ৪ টি।
১. ভৌগলিক দিক থেকে স্বতন্ত্র রাষ্ট্র গঠন ।
২. মুসলমান সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠন ।
৩. রাজ্যগুলো স্বায়ত্বশাসিত হবে,।
৪. সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিধান ।
=============================
দেশ বিভাগঃ
==============
@পাকিস্তান স্বাধীনতা পায়ঃ ১৪আগষ্ট, ১৯৪৭
@গভর্ণর জেনারেলঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
@ভারত স্বাধীনতা পায়ঃ ১৫ আগষ্ট, ১৯৪৭
@গভর্ণর জেনারেলঃ লর্ড মাউন্ট ব্যাটেন। 
        
ভাষা আন্দোলনঃ
=================
দেশ ভাগের সময় বাংলা ভাষাভাষীর শতকরা হারঃ
বাংলা- ৫৪.৬%, পাঞ্জাবী-২৭.১%,
পশতু- ৬.১%, উর্দূ-৬%, সিন্ধী- ৪.৮%, ইংরেজী-১.৪%।
২ সেপ্টেম্বর, ১৯৪৭: তমুদ্দুন মজলিশ গঠন করা হয়। ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এটাই সর্বপ্রথম সংগঠন।
সদস্যঃ ৩;
সংগঠকঃ অধ্যাপক আবুল কাশেম (ঢাঃ বিঃ)।
বাকী সদস্যঃ সৈয়দ নজরুল ইসলাম, শামসুল আলম।
১৯৪৭ সালে করাচীতে কেন্দ্রীয় শিক্ষা সম্মেলনে উর্দূকে রাষ্ট্রভাষা প্রস্তাবনার প্রতিবাদে জানুয়ারী,১৯৪৮; ঢাকায় গঠিত হয়’রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’।
 এই পরিষদের দাবী ছিলঃ
১. বাংলা হবে শিক্ষার বাহন ও অফিস আদালতের মাধ্যম,
২. পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দূ
২৩ ফেব্রুয়ারী, ১৯৪৮: পাকিস্তান প্রথম গণ-পরিষদের প্রথম অধিবেশনে ’ধীরেন্দ্রনাথ দত্ত’ 
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী প্রথম উত্থাপন করেন।পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবের বিরোধিতা করেন।
২৬ ফেব্রুয়ারী, ১৯৪৮: ধর্মঘট পালিত হয় পূর্ব বাংলায় এবং অব্যহত থাকে ১৫ মার্চ, ১৯৪৮ পর্যন্ত। পূর্ব বাংলার তৎকালীন
মূখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন দাবি সমর্থনের আশ্বাস দেন।
২১ মার্চ, ১৯৪৮: রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন- ’উর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
২৪ মার্চ, ১৯৪৮: কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন- ’উর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। এর 
ফলে আন্দোলন আবার শুরু হয়।১৯৫০ সালে লিয়াকত আলী খানও একই ঘোষণা দেন।
২৬ জানুয়ারী, ১৯৫২: পাকিস্তানের নব নিযুক্ত প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন- ’উর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’
।৩০ জানুয়ারী, ১৯৫২: ঢাকায় ধর্মঘট পালিত হয় এবং এদিনই ’সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠন করা হয়। কমিটির বৈঠকে ২১
ফেব্রুয়ারীকে ভাষাদিবস ঘোষণা করে,২১ ফেব্রুয়ারী , ১৯৫২; হরতাল আহবান করা হয়।
২১ ফেব্রুয়ারী, ১৯৫২: পূর্ব বাংলার গভর্ণর নূরুল আমিন, ২১ ফেব্রুয়ারীর কর্মসূচী নষ্ট করার জন্য ওইদিন ১৪৪ ধারা জারী করে।
ভাষা আন্দোলনকারীরা ১৪৪ ধারা অমান্য করে মিছিল শুরু করে।
তখন মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত শফিক সহ অনেকে শহীদ হন এবং প্রচুর আন্দোলনকারী আহত হন। আন্দোলন
অব্যহত থাকে।
উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার সিদ্ধান্ত পিছিয়ে যায়।
২৩ ফেব্রুয়ারী, ১৯৫২: প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা-মৌলভী মাহবুবুর রহমান     
চলবে  
তথ্য সূত্রঃইন্টারনেট ও বিভিন্ন বই এর সাহায্য নেওয়া হয়েছে ।
 ২৪ টি
    	২৪ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:১২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:১২
ইসিয়াক বলেছেন: মাহমুদ ভাই  ধন্যবাদ 
পরে কথা হবে
২|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৪
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৪
আরোগ্য বলেছেন: চলুক...
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো
৩|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন: 
ভারত যেদিন স্বাধীন হয়েছিলো, সেদিন রাষ্ট্রীয় কাজ চলছিলো ইংরেজীতে; যেহেতু, পশ্চিমের মানুষ উর্দুতে কথা বলে, ও পুর্বের মানুষজন বাংলায় কথা বলেন, ইংরেজী যেভাবে ছিলো সেভাবেই উহাকে রাখার দরকার ছিলো।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: তথ্য জানা দরকার আছে।
যার কাছে যত তথ্য আছে সে অন্য সবার কাছ থেকে এগিয়ে থাকে। 
সামনের দিন গুলো হবে তথ্য নির্ভর।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৫|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫১
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৮:৫১
মাহের ইসলাম বলেছেন: শুরুর সতর্কবানীর কারণ বুঝতে পারলাম না।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০২
ইসিয়াক বলেছেন: মাহের ইসলাম বলেছেন: শুরুর সতর্কবানীর কারণ বুঝতে পারলাম না।
অযাচিত মন্তব্য  গুলো এড়ানোর জন্য শুরুর সতর্কবানী দেওয়া হয়েছে।     
ধন্যবাদ , শুভসন্ধ্যা
৬|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
ভালো উদ্যোগ। 
এক নজরে নয়, সম্ভব হলে কিছু কথকতাও জুড়ে দেবেন। স্বাধীনতার বীজ কিভাবে ধীরে ধীরে তখনকার মানুষের মনে 
অঙ্কুরোদ্গম ঘটাচ্ছিলো, কেনই বা বাংলার মানুষ স্বাধীনতার জন্যে ফুঁসে উঠেছিলেন এসবও যেন থাকে তাতে। 
যারা স্বাধীনতার জন্যে মুক্তিযুদ্ধের ইতিহাস জানেনা কিম্বা জানলেও বিকৃত ভাবে জানে তাদের জন্যে আপনার এমন লেখা গাইড হিসেবে কাজ করতে পারে। 
আর লেখাটির অনেক লাইন  ভেঙে ভেঙে আসছে । সেদিকে খেয়াল রাখুন। 
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোস্টের জন্যে।
শুভেচ্ছান্তে।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৫
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৫
ইসিয়াক বলেছেন: আহমেদ জী এস   ভাই
 অসংখ্য ধন্যবাদ আপনাকে ,
আপনার  উপদেশগুলো আমার মনে থাকবে।  
শুভকামনা রইলো
শুভসন্ধ্যা
৭|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৬
এমজেডএফ বলেছেন: 
ভালো উদ্যোগ, সফলতা কামনা করি।
লেখার স্টাইল দেখে মনে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের টাইমলাইন বা ঘটনাপঞ্জি। এটা ভালো এই কারণে -  কম কথায় কম সময়ে গুরুত্বপূর্ণ সব ঘটনা জানা যায়। তাই শিরোনামটি 'মুক্তিযুদ্ধ আমাদের গৌরব গাঁথা আমাদের ইতিহাস = জানা অজানা তথ্য ও কথকতা' মনে হয় যথার্থ হয় নি। এটির সামান্য পরিবর্তন করতে পারেন : মুক্তিযুদ্ধ আমাদের গৌরব গাঁথা আমাদের ইতিহাস : ঘটনাপঞ্জী ও জানা অজানা তথ্য।  'কথকতা' - শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পাঠ করা এবং ব্যাখ্যা করা।  
"এক নজরে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ" - মুক্তিযুদ্ধের এখনও শেষ হয় নাই। যুদ্ধের সত্যিকারের শেষ হলে স্বাধীনতার ৪৮ বছর পরেও আপনাকে লিখতে হতো না, "যাদের মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা সর্ম্পকে বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ বা আগ্রহ নাই তারা দয়া করে এ পোস্টটি এড়িয়ে যাবেন।" যুদ্ধ আরো চালিয়ে যেতে হবে।
শুভেচ্ছা রইলো, ভালো থাকুন।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৬
ইসিয়াক বলেছেন: অনেক আন্তরিক মন্তব্য । 
আপনার মতামতের ভিত্তিতে শিরোনাম পরিবর্তন করা হলো । 
আপনি আমার পোষ্টের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন বলে আরো একবার ধন্যবাদ। 
আমি চাই নতুন প্রজন্ম অল্প কথায় মক্তিযুদ্ধের ইতিহাসের পটভুমি ও কারণসমূহ .......ইত্যাদি সহজে বুঝতে পারে ।
৮|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
এমজেডএফ বলেছেন: 
অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত! সামান্য সংশোধন:
'ঘটনাপঞ্জী' নয় → ঘটনাপঞ্জি হবে।
শুরুতে লিখেছেন, 'এক নজরে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ'  -এটাকে পরিবর্তন করে লিখতে পারেন 'এক নজরে মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয় পর্যন্ত'।
ধন্যবাদ।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। 
শুভরাত্রি
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:০৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:০৫
ল বলেছেন: মুক্তিযুদ্ধের এখনও শেষ হয় নাই -- চলবে, চল,  চলুক।।।।
তবে ইতিহাস লিখতে হলে অনেক দায় থাকে - ডাটা কালেকশন, প্রাইমারি ও সেকেন্ডারি এগুলো যাচাই বাছাই সহ অনেক কালকে উতরিয়ে যেতে হয় -- তাই আমি ইতিহাস চাই জীবন্ত বিবরণ যারা সম্পৃক্ত ছিলেন এমন লোকের কাছে থেকে।।।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৭:৪২
ইসিয়াক বলেছেন: ল বলেছেন: মুক্তিযুদ্ধের এখনও শেষ হয় নাই -- চলবে, চল, চলুক।।।।
তবে ইতিহাস লিখতে হলে অনেক দায় থাকে - ডাটা কালেকশন, প্রাইমারি ও সেকেন্ডারি এগুলো যাচাই বাছাই সহ অনেক কালকে উতরিয়ে যেতে হয় -- তাই আমি ইতিহাস চাই জীবন্ত বিবরণ যারা সম্পৃক্ত ছিলেন এমন লোকের কাছে থেকে।।।   
প্রিয় লতিফ ভাই ,
অবশ্যই আপনার কথা শতভাগ যুক্তিযুক্ত ।
এগিয়ে আসুক তারা  , যারা সম্পৃক্ত ছিলেন সরাসরি মুক্তিযুদ্ধে ।    
ধন্যবাদ  
সুন্দর কাটুক আপনার জীবন 
শুভকামনা রইলো
১০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:১১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ 
ভালো থাকুন।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩৯
ইসিয়াক বলেছেন: আপনি ও ভালো থাকুন রাজীব ভাই ।
১১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:৫৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প কথায় পুরো বাংলার ইতিহাস।++++++
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৪০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৪০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই
১২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ও ভালো থাকুন রাজীব ভাই । 
ভাই না বলে বন্ধু বলেন।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: যাদের মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার গৌরবগাঁথা সর্ম্পকে বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ বা আগ্রহ নাই তারা দয়া করে এ পোস্টটি এড়িয়ে যাবেন। - সাবাস