নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ডানা মেলে উড়ে চলে
নীল প্রজাপ্রতি ,
সাথে সাথে উড়ে চলে
তার সাথিটি ।
আসমানের সাদা মেঘ
হয়েছে উধাও ,
হেমন্তের আগমনী
জয়ধ্বনি দাও।
ঝিকিমিকি ঘাসের ডগায়
জমানো শিশির ,
বাতাসে পাকা ধানের ছড়া
দুলিতেছে ধীর ।
রবিবাবু দিলো দেখা
আজি এ প্রভাতে ,
ঝিকিমিকি আলোর খেলা
সারা প্রকৃতিতে ।
কুলবধূ হেঁটে চলে
জল নিয়ে কাখে ,
নব আনন্দে পাখীগুলি
ডাকিতেছে শাখে ।
ধান কাটা হয়েছে শুরু ,
ব্যস্ত কৃষাণ কৃষাণী ।
শত কাজ তবু তাদের ,
কত আনন্দ না-জানি।
ঢেঁকিরপাড়ের শব্দে
জেগে ওঠে পাড়া ,
মাঠেমাঠে কাজের ধুম ,
পড়ে গেছে সাড়া ।
উঠানে ধরায়ে উনুন
দাদী বানায় পিঠা ,
মনের সুখে খায় খুকু
বলে বেজায় মিঠা ।
এতকাজ এত হাসি
এত আনন্দ
তবু তো নেইকো তাদের
কোথাও এতটুকু দ্বন্দ ।
ছবি গুগোল থেকে
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: আহা অতি মনোরম।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: গ্রাম্য প্রকৃতির এক শাশ্বত চিত্র ছড়ায় উঠে এসেছে।
ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ,
আমায় শুধু আর্শীবাদ করুন আমি যেন ভালো লিখতে পারি ।
শুভকামনা রইলো।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
আরোগ্য বলেছেন: বাহ্।
দারুণ লাগলো ইসিয়াক ভাই।
শুভ কামনা সতত।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
ইসিয়াক বলেছেন: ভেবেছিলাম আর কবিতা বা গল্প লিখবো না ।
কিছুই লিখবো না ।
তবু লিখতে ইচ্ছে হলো ।
ধন্যবাদ
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
ল বলেছেন: ভালো হয়েছে কিন্তু ++
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: প্রিয় লতিফ ভাই
ভেবেছিলাম লেখালেখি বাদ দেবো ।কিছুই তো হচ্ছে না ।
দুপুরে বাসায় গিয়ে মনে হলো তাইতো লেখালেখা যদি বাদ ই দেই তবে আপনাদের সাথে তো আর কথা হবে না ।
মনটা খুব খারাপ হয়ে গেল ।
একটু চেষ্টা করলাম। জানিনা কেমন হলো।
দোয়া করবেন লতিফ ভাই। আপনাদের সাথে যেন চিরদিন চলতে পারি ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: ভেবেছিলাম আর কবিতা বা গল্প লিখবো না ।
কিছুই লিখবো না ।
কেন এই অভিমান?
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
ইসিয়াক বলেছেন: আরোগ্য বলেছেন
কেন এই অভিমান?
না না তেমন কিছু না ..........। এমনি বললাম।
মাঝে মাঝে গাল ফুলাতে ভালো লাগে ।
ধন্যবাদ প্রিয় ছোট ভাইয়া ।
শুভকামনা রইলো
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
নবান্নের দিন গ্রামের মানুষ কি খায়?
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
ইসিয়াক বলেছেন: নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন" নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে।নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয়-স্বজনকে পরিবেশন করার পর ।গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড় সহ নতুন অন্ন গ্রহণ করেন।নতুন চালের তৈরি খাদ্যসামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী, কাকের মাধ্যমে ওই খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে "কাকবলী"।অতীতে পৌষ সংক্রান্তির দিনও গৃহদেবতাকে নবান্ন নিবেদন করার প্রথা ছিল।
নবান্ন উৎসব হিন্দুদের একটি প্রাচীন প্রথা। হিন্দুশাস্ত্রে নবান্নের উল্লেখ ও কর্তব্য নির্দিষ্ট করা রয়েছে।হিন্দু বিশ্বাস অনুযায়ী, নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ে নবান্নে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। শাস্ত্রমতে, নবান্ন শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়।একদা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব উদযাপন হত,সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিলো। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব বিলুপ্তপ্রা্য। তবে এখনও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যান্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়।বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শালগ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে আবহমানকাল ধরে নবান্ন উৎসব অত্যান্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ,বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক নবান্ন উৎসব উদযাপিত হয়।
১৯৯৮ সন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়েছে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ প্রতিবছর পহেলা অগ্রহায়ণ তারিখে নবান্ন উৎসব উদযাপন করে।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে নবান্নের দিন কোনটি?
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
ইসিয়াক বলেছেন: বাংলাদেশে নবান্নের দিন কোনটি?
নবান্নের দিন গ্রামের মানুষ কি খায়?
আশা করি আপনার প্রশ্নের উত্তর গুলো আগের মন্তব্যের প্রতিউত্তরে পেয়েছেন ।
কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুভকামনা রইলো ।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
আমার ৭ নং মন্তব্যের উত্তর হলো: "নবান্নের দিন মানুষ মধু-ভাত (চট্টগ্রাম, নোয়াখালী) খায়। (মধুভাত হলো, ফারমেন্টেড ভাত, ইহাতে সামান্য মদ উৎপন্ন হয়ে থাকে, নতুন চাল থেকে "ইয়েষ্ট" তৈরি করে নেন মহিলারা, উহাকে রাতে ভাতের সাথে মশিয়ে দেন, সকালে সেই ভাত খাওয়া হয়)।
৮ নং মন্তব্যের ঊত্তর হলো, "কার্তিক মাসের পহেলা দিন"
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০
ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমার ৭ নং মন্তব্যের উত্তর হলো: "নবান্নের দিন মানুষ মধু-ভাত (চট্টগ্রাম, নোয়াখালী) খায়। (মধুভাত হলো, ফারমেন্টেড ভাত, ইহাতে সামান্য মদ উৎপন্ন হয়ে থাকে, নতুন চাল থেকে "ইয়েষ্ট" তৈরি করে নেন মহিলারা, উহাকে রাতে ভাতের সাথে মশিয়ে দেন, সকালে সেই ভাত খাওয়া হয়)।
৮ নং মন্তব্যের ঊত্তর হলো, "কার্তিক মাসের পহেলা দিন"
ধন্যবাদ শ্রদ্ধেয় আপনার দেয়া তথ্যগুলো আমার জানা ছিলো না । জানলাম ।
শুভকামনা রইলো
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো কবি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৬
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ভোরের পাখি, শুভ সকাল। কবিতা ভালো হয়েছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৮
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আপনার অনুপ্রেরণায় বারবার অনুপ্রাণিত হয়ে এই চেষ্টা ।
ভালো থাকবেন । সুস্থ থাকবেন । এই কামনা ।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
হাফিজ বিন শামসী বলেছেন: কবিতার সুবাদে গ্রামে ফেলে আসা দিন গুলোতে ফিরে গিয়েছিলাম।
কবিতায় ভাললাগা রইলো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: আবারো ফিরে আসায় অনেক বেশি ভালো লাগা ।
আপনারা আমায় এতো ভালোবাসা দিয়েছেন ,সত্যি আমি ......কি বলবো ।
আমি বাকরুদ্ধ।
শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।
শুভকামনা
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নতুন ধানের সুবাস আপনার কবিতায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
ইসিয়াক বলেছেন: many many thanks .bro
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
করুণাধারা বলেছেন: স্নিগ্ধ কবিতা- ভালো লাগলো।